অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: প্রতিনিধি

মাসুম বিল্লাহ অস্ট্রেলিয়া থেকে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার (৩১শে আগস্ট) সিডনির লাকেম্বা প্যারেডে অনুষ্ঠিত হয়।

বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং পরিচালনায় সাধারণ সম্পাদক বিএনপি অস্ট্রেলিয়ার মোহাম্মদ আবুল হাছানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোয়াত এবং জাতীয় সংগীত এবং দলীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিনেটর ডেভ শর্মা বাংলাদেশের জনগণের সাহস ও সংকল্পের প্রশংসা করেছেন। এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

তিনি বলেন, গত এক বছরে বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতা, অধিকার ও সাংবিধানিক শাসন পুনরুদ্ধারের জন্য যে সাহস ও দৃঢ়তা দেখিয়েছেন,তা প্রশংসনীয়। একইসঙ্গে তিনি আন্দোলনে অংশ নেওয়া অসংখ্য সাহসী মানুষ, বিশেষ করে শিক্ষার্থীদের ত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

66a09487-4e36-45bf-abef-844fe74b7a5e

বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য রুহুল আহম্মেদ সওদাগর,সহ সভাপতি এসএম নিগার এলাহী চোধুরী,অ্যাডভোকেট মোবারক হোসেন,কামরুল হাসান আজাদ,মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ঝিন্টু,আব্দুল মালেক মানিক, সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ শিবলু,মো.খাইরুল কবির পিন্টু,মোহাম্মদ কুদ্দুসুর রহমান,যুবদলের সভাপতি ইন্জিনিয়ার মিনহাজ উদ্দিন,আরমান হোসেন ভূইয়াঁ, এসএম খালেদ,নিউসাউথওয়েস বিএনপি র সভাপতি মোহাম্মদ ইরফান খান,প্রচার সম্পাদক লিন্টাস পেরেরা,মৌহাইমেন খান চৌধুরী মিশু,যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজু,নিউসাউথওয়েলস বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম অপু,সাংস্কৃতিক সম্পাদক সর্দার মামুন,নূর মোহাম্মদ মাসুম,মাহমুদুদুল হক দুলাল,মোহাম্মদ নাসির আহম্মেদ,গোমাম রাব্বী শুভ্র,আব্দুল মোমেন অ্যাডভোকেট,তাসলিমা কবির,অসিত গোমেজ,মোহাম্মদ বাবুল খন্দকার,সূধন যোসেফ ক্রুজ,ইন্জিনিয়ার রায়হান হাসনাত,বিজন থিওটনিয়াস পালমা,মোহাম্মদ বাচ্চু,মোঃরেজাউল করিম,এলবিস কোস্তা,দিবা বারই,ফাইরুজ তাহসিন আকিলাসহ অসংখ্য কমিউনিটির নেতৃবৃন্দ ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন,গত ১৭ বছরে হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপি অস্ট্রেলিয়া নেতৃবৃন্দরা অনেক ভূমিকা পালন করেছে ভবিষ্যতে দেশগঠনেও কাজ করবেন।দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি বলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের

জন্যই দেশমাতৃকার জন্য জিয়াউর রহমান ১৯৭৮ সালে বিএনপি গঠন করেন।বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯০সালে স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্র রক্ষা পেয়েছিল আর তারেক রহমানের নেতৃত্বে ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সবার আগে বাংলাদেশ সাংস্কৃতিক অনুষ্ঠানে মনমুদ্ধকর গানে গানে জাগিয়ে তোলেন মেহদী এবং অনন্যা এই একটি ডিজিটাল আরমান হোসেনের সম্পাদনায় স্মরনিকা প্রচার করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

দীর্ঘ দুই সপ্তাহের তৎপরতা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮ টা ৩০ মিনিটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে তিনি সিলেট হয়ে সরাসরি হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবে

৩০ মিনিট আগে

নীলফামারী-৪ আসনে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একসঙ্গে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সৈয়দপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষ প্রার্থী আলহাজ্ব গফুর সরকারের পক্ষে ভোটারদের কাছে ৩১ দফা দ

২ দিন আগে

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচনী তৎপরতা তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে ইসলামী দলগুলোর সমন্বয়ে গঠিত জোটকে ঘিরে ভোটারদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

২ দিন আগে

দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, লন্ডন থেকে যাত্রা করে তিনি প্রথমে সিলেট হয়ে বেলা ১১টার পর ঢাকায় পৌঁছাবেন। তাঁর সঙ্গে কন্যাও থাকবেন।

২ দিন আগে