সভাপতি-সম্পাদককে শোকজ
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ জেলা যুবদলে সাম্প্রতিক সময়ে সংগঠন পরিচালনা নিয়ে দেখা দিয়েছে অস্থিরতা ও জটিলতা। নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদকে শোকজ করা হয়েছে। একইসঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত সাত নেতার বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত আবার রাতারাতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
গত ১৬ এপ্রিল (বুধবার) বিকেলে যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, সংগঠনের নিয়মনীতি উপেক্ষা করে কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে জেলা যুবদলের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে।
উল্লেখ্য, জেলা যুবদলের সদ্যপ্রয়াত সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুর মৃত্যুর একদিন পরই আল আমিন খানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব নেওয়ার একদিনের মাথায় এমন শোকজের ঘটনা আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে।
কেন্দ্রীয় দপ্তরের চিঠিতে বলা হয়, ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে সংগঠনবিরোধী কর্মকাণ্ড পরিচালনার বিষয়টি কেন্দ্রীয় কমিটির নজরে এসেছে। আগামী ২০ এপ্রিলের মধ্যে তাদের কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে হাজির হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে ব্যাখ্যাও লিখিত আকারে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে একই দিন সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবদলের সাত নেতাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। বহিষ্কারের চিঠিতে বলা হয়, একাধিকবার সতর্ক করার পরও দলীয় শৃঙ্খলা লঙ্ঘন অব্যাহত রাখায় তাদের বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সংগঠনের অন্য নেতাকর্মীদেরকে বহিষ্কৃতদের সঙ্গে কোনো সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।
তবে সন্ধ্যার পরেই নাটকীয়ভাবে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাত নেতার বহিষ্কারাদেশ বাতিলের ঘোষণা দেওয়া হয় এবং তাদেরকে সংগঠনের কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশও প্রদান করা হয়।
বহিষ্কারাদেশ থেকে প্রত্যাহারপ্রাপ্ত সাত নেতা হলেন
১. পল্টন জোয়ার্দার (সাবেক সদস্য, বেলকুচি উপজেলা যুবদল)
২. হাফিজুল ইসলাম
৩. উজ্জ্বল হোসেন (সাবেক সদস্য, পৌর যুবদল)
৪. মো. কাইয়ুম (দপ্তর সম্পাদক)
৫. চাইনিজ রফিকুল (সাবেক সভাপতি, ২ নম্বর ওয়ার্ড যুবদল)
৬. হাবিব ওরফে হাবলু (সাবেক সদস্য)
৭. সেলিফ আল আকবর শশী (সাবেক সদস্য)
এই সব সিদ্ধান্ত বদল ও শোকজের ঘটনায় সিরাজগঞ্জ যুবদলে নেতৃত্ব সংকট ও বিভক্তির আভাস পাওয়া যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের সমন্বয়হীনতা এবং নেতৃত্বের দ্বন্দ্বের কারণে সংগঠনে এই অস্থিরতা তৈরি হয়েছে।
পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, তা নির্ভর করছে আগামী ২০ এপ্রিলের জবাবদানের পর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের ওপর। যুবদলের স্থানীয় নেতাকর্মীরা এখন তাকিয়ে রয়েছেন দলীয় উচ্চপর্যায়ের হস্তক্ষেপ ও সমাধানের দিকে।
সিরাজগঞ্জ জেলা যুবদলে সাম্প্রতিক সময়ে সংগঠন পরিচালনা নিয়ে দেখা দিয়েছে অস্থিরতা ও জটিলতা। নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদকে শোকজ করা হয়েছে। একইসঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত সাত নেতার বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত আবার রাতারাতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
গত ১৬ এপ্রিল (বুধবার) বিকেলে যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, সংগঠনের নিয়মনীতি উপেক্ষা করে কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে জেলা যুবদলের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে।
উল্লেখ্য, জেলা যুবদলের সদ্যপ্রয়াত সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুর মৃত্যুর একদিন পরই আল আমিন খানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব নেওয়ার একদিনের মাথায় এমন শোকজের ঘটনা আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে।
কেন্দ্রীয় দপ্তরের চিঠিতে বলা হয়, ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে সংগঠনবিরোধী কর্মকাণ্ড পরিচালনার বিষয়টি কেন্দ্রীয় কমিটির নজরে এসেছে। আগামী ২০ এপ্রিলের মধ্যে তাদের কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে হাজির হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে ব্যাখ্যাও লিখিত আকারে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে একই দিন সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবদলের সাত নেতাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। বহিষ্কারের চিঠিতে বলা হয়, একাধিকবার সতর্ক করার পরও দলীয় শৃঙ্খলা লঙ্ঘন অব্যাহত রাখায় তাদের বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সংগঠনের অন্য নেতাকর্মীদেরকে বহিষ্কৃতদের সঙ্গে কোনো সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।
তবে সন্ধ্যার পরেই নাটকীয়ভাবে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাত নেতার বহিষ্কারাদেশ বাতিলের ঘোষণা দেওয়া হয় এবং তাদেরকে সংগঠনের কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশও প্রদান করা হয়।
বহিষ্কারাদেশ থেকে প্রত্যাহারপ্রাপ্ত সাত নেতা হলেন
১. পল্টন জোয়ার্দার (সাবেক সদস্য, বেলকুচি উপজেলা যুবদল)
২. হাফিজুল ইসলাম
৩. উজ্জ্বল হোসেন (সাবেক সদস্য, পৌর যুবদল)
৪. মো. কাইয়ুম (দপ্তর সম্পাদক)
৫. চাইনিজ রফিকুল (সাবেক সভাপতি, ২ নম্বর ওয়ার্ড যুবদল)
৬. হাবিব ওরফে হাবলু (সাবেক সদস্য)
৭. সেলিফ আল আকবর শশী (সাবেক সদস্য)
এই সব সিদ্ধান্ত বদল ও শোকজের ঘটনায় সিরাজগঞ্জ যুবদলে নেতৃত্ব সংকট ও বিভক্তির আভাস পাওয়া যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের সমন্বয়হীনতা এবং নেতৃত্বের দ্বন্দ্বের কারণে সংগঠনে এই অস্থিরতা তৈরি হয়েছে।
পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, তা নির্ভর করছে আগামী ২০ এপ্রিলের জবাবদানের পর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের ওপর। যুবদলের স্থানীয় নেতাকর্মীরা এখন তাকিয়ে রয়েছেন দলীয় উচ্চপর্যায়ের হস্তক্ষেপ ও সমাধানের দিকে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা। বর্তমানে দলটির শীর্ষ নেতৃত্বসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা এমনকি তৃণমূলের নেতারাও পালিয়ে, আত্মগোপনে অবস্থান করছেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশ বিমানে নয় বরং কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন সাবেক প্রধানমত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
২ ঘণ্টা আগেনিরাপত্তাজনিত শঙ্কা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য নির্ধারিত ফ্লাইটের দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেহেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশ থেকে নতুন দুটি কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এসময় নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন এবং আগামী ২৩ মে বাদ জুমা চার দফা আদায়ে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় সংগঠনটি।
৪ ঘণ্টা আগেগত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা। বর্তমানে দলটির শীর্ষ নেতৃত্বসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা এমনকি তৃণমূলের নেতারাও পালিয়ে, আত্মগোপনে অবস্থান করছেন।
বাংলাদেশ বিমানে নয় বরং কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন সাবেক প্রধানমত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
নিরাপত্তাজনিত শঙ্কা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য নির্ধারিত ফ্লাইটের দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশ থেকে নতুন দুটি কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এসময় নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন এবং আগামী ২৩ মে বাদ জুমা চার দফা আদায়ে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় সংগঠনটি।