নিজস্ব প্রতিবেদক
বিএনপি নেতা ইশরাক হোসেন আজ সোমবার (১৬ জুন) নগর ভবনের ভেতরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। সেখানে তিনি নিজেকে নগর ভবনের 'মাননীয় মেয়র' হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে টাঙানো ব্যানারেও ইশরাককে 'মাননীয় মেয়র' বলে উল্লেখ করা হয়, যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে শপথ নেননি।
সভায় উপস্থিত কর্মচারীদের বরাতে জানা যায়, এটি ঢাকা দক্ষিণের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মীদের নিয়ে আয়োজিত হয়।
আয়োজকদের দাবি, সভাটির উদ্দেশ্য ছিল পরিচ্ছন্ন ঢাকা ও আরও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করা।
এর আগে ইশরাক ঘোষণা দেন, সরকার যদি তাকে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা না করে, তবে তিনি নিজেই তার সমর্থকদের নিয়ে শপথ অনুষ্ঠানের আয়োজন করবেন।
সভা শেষে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেন, ‘আন্দোলনের এতদিন গড়ালেও সরকারের তরফ থেকে কোনো ভ্রূক্ষেপ নেয়া হয়নি, এটা অত্যন্ত দুঃখজনক।’
এসময় তিনি আন্দোলন ঠিক রেখে নাগরিক দুর্ভোগ কমাতে জরুরি সেবা চলমান থাকা পুনর্ব্যক্ত করেন।
সভায় তিনি কর্মকর্তাদের মশক নিধনে কাজ করার ব্যাপারে দিক-নির্দেশনা দিয়েছেন বলে জানান।
শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রশাসক নিয়োগ দিয়ে দুর্নীতির সুযোগ সৃষ্টির চেষ্টা হয়েছে।’
ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে গত ১৪ মে ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন শুরু করেন তার সমর্থকেরা। ঈদের আগে বিরতি দিয়ে ১৮ দিন কর্মসূচি পালন করেন তারা। ঈদের পর আবার শুরু হয়েছে আন্দোলন।
বিএনপি নেতা ইশরাক হোসেন আজ সোমবার (১৬ জুন) নগর ভবনের ভেতরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। সেখানে তিনি নিজেকে নগর ভবনের 'মাননীয় মেয়র' হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে টাঙানো ব্যানারেও ইশরাককে 'মাননীয় মেয়র' বলে উল্লেখ করা হয়, যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে শপথ নেননি।
সভায় উপস্থিত কর্মচারীদের বরাতে জানা যায়, এটি ঢাকা দক্ষিণের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মীদের নিয়ে আয়োজিত হয়।
আয়োজকদের দাবি, সভাটির উদ্দেশ্য ছিল পরিচ্ছন্ন ঢাকা ও আরও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করা।
এর আগে ইশরাক ঘোষণা দেন, সরকার যদি তাকে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা না করে, তবে তিনি নিজেই তার সমর্থকদের নিয়ে শপথ অনুষ্ঠানের আয়োজন করবেন।
সভা শেষে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেন, ‘আন্দোলনের এতদিন গড়ালেও সরকারের তরফ থেকে কোনো ভ্রূক্ষেপ নেয়া হয়নি, এটা অত্যন্ত দুঃখজনক।’
এসময় তিনি আন্দোলন ঠিক রেখে নাগরিক দুর্ভোগ কমাতে জরুরি সেবা চলমান থাকা পুনর্ব্যক্ত করেন।
সভায় তিনি কর্মকর্তাদের মশক নিধনে কাজ করার ব্যাপারে দিক-নির্দেশনা দিয়েছেন বলে জানান।
শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রশাসক নিয়োগ দিয়ে দুর্নীতির সুযোগ সৃষ্টির চেষ্টা হয়েছে।’
ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে গত ১৪ মে ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন শুরু করেন তার সমর্থকেরা। ঈদের আগে বিরতি দিয়ে ১৮ দিন কর্মসূচি পালন করেন তারা। ঈদের পর আবার শুরু হয়েছে আন্দোলন।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের ছয়জন নেতা–কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
২১ ঘণ্টা আগেআওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে
১ দিন আগেআধিপত্য বিস্তার, ফুটপাত থেকে চাঁদাবাজি ও পাঁচদোনা মোড়ের সিএনজি স্টেশন দখল নিয়ে গত বছরের ৫ আগস্টের পর থেকে বিরোধ শুরু হয় ইউনিয়ন বিএনপির সহ সভাপতি লালু মিয়া ওরফে লাল মিয়া ও বিএনপির কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে
১ দিন আগেসভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা ও সামাজিক অশান্তি দূরীকরণে করণীয় নিয়ে মতামত তুলে ধরেন এবং সাংবাদিকদের সহযোগিতা চান
১ দিন আগেসাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের ছয়জন নেতা–কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে
আধিপত্য বিস্তার, ফুটপাত থেকে চাঁদাবাজি ও পাঁচদোনা মোড়ের সিএনজি স্টেশন দখল নিয়ে গত বছরের ৫ আগস্টের পর থেকে বিরোধ শুরু হয় ইউনিয়ন বিএনপির সহ সভাপতি লালু মিয়া ওরফে লাল মিয়া ও বিএনপির কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে
সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা ও সামাজিক অশান্তি দূরীকরণে করণীয় নিয়ে মতামত তুলে ধরেন এবং সাংবাদিকদের সহযোগিতা চান