গণভোট

বিএনপি বনাম জামায়াত-এনসিপি

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১৮: ২৬
Thumbnail image
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশে রাজনৈতিক দলের প্রতিক্রিয়া মিশ্র। বিএনপি নির্বাচন ও গণভোট একসাথে চায়, জামায়াত নভেম্বরে গণভোট চান, এনসিপি সংসদ নির্বাচনের আগে গণভোট দাবি করেছে।

কমিশন মঙ্গলবার (২৮ অক্টোবর) সরকারের কাছে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ-২০২৫’ জারি করার সুপারিশ দিয়েছে। এতে গণভোটের মাধ্যমে অনুমোদিত হলে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে।

বিএনপি জানিয়েছে, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হবে, অন্য কোনো বিকল্প নেই। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের আগে গণভোট–এর সঙ্গে বিএনপি একমত নয় এবং এ বিষয়ে আর আলোচনা হবে না।

গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন কমিশনের কার্যক্রম, বিএনপির প্রস্তুতি ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আমীর খসরু বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়। বৈঠকে তারেক রহমানের দেশে ফেরত, যুক্তরাজ্যের সহযোগিতা ও নির্বাচন কমিশনের কার্যপরিধিও আলোচনা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় ঐক্য নয়, বরং জাতীয় অনৈক্য সৃষ্টি করার প্রচেষ্টা গ্রহণ করেছে। তিনি অভিযোগ করেছেন, জুলাই জাতীয় সনদে থাকা নোট অব ডিসেন্ট অগ্রাহ্য করে নতুন সুপারিশে সংবিধান সংস্কার পরিষদ ও অন্যান্য পরিবর্তন যুক্ত করা হয়েছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী ২৭০ দিনে সংস্কার বাস্তবায়ন না হলে তা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে—যা তিনি অসঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেন। সালাহউদ্দিন আশা প্রকাশ করেছেন, সরকার ও উপদেষ্টা পরিষদ সংবিধানসম্মত প্রক্রিয়ায় বিষয়গুলো আলোচনা ও বাস্তবায়ন করবে, এবং গণভোটের মাধ্যমে সনদ অনুমোদিত হলে পরবর্তী সংসদ তা বাস্তবায়নের বাধ্য থাকবে।

জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে সন্তুষ্ট নয় জামায়াতে ইসলামী। সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, সুপারিশে গণভোটের সময়সূচি নেই; তাদের দাবি, নভেম্বরেই গণভোট হবে। আদেশ জারি করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে, যা সুপারিশে উল্লেখ নেই। কমিশন সুপারিশে জানিয়েছে, আদেশ জারি ও গণভোটের সময় সরকার নির্ধারণ করবে। জামায়াত নভেম্বরের মধ্যে গণভোট এবং ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন করাকে যৌক্তিক মনে করছে। এছাড়া, আদেশের খসড়ায় নোট অব ডিসেন্ট অগ্রাহ্য করা হয়েছে, যা জামায়াত গ্রহণযোগ্য মনে করছে না।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশকে স্বাগত জানিয়েছে। দলটি আশা করছে, আদেশ প্রধান উপদেষ্টার মাধ্যমে জারি হবে। নোট অব ডিসেন্ট কার্যকারিতা না রাখা এবং গণভোটের বিধান ইতিবাচক হিসেবে দেখছে। জুলাই সনদে স্বাক্ষর বিষয়ে আগামী দুই-তিন দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গণভোট নির্বাচনের আগে হলে তা দলীয় প্রভাবমুক্ত ও জনগণের মতামত প্রতিফলিত করবে বলে এনসিপি মনে করছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজনীতি নিয়ে আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা হালনাগাদ করেছে নির্বাচন কমিশন (ইসি)

৮ ঘণ্টা আগে

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও রূপসা উপজেলাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ চলাকালে যুক্তরাজ্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ও ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি পারভেজ মল্লিককে অবরুদ্ধ রাখেন বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল

৯ ঘণ্টা আগে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই

৯ ঘণ্টা আগে

সম্প্রতি শামীম তালুকদার, দুলাল উদ্দিন ও মুর্শেদ আলম সরিষাবাড়ী থানায় পৃথক কয়েকটি সাধারন ডায়েরী করেন। সেই সাথে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি

১০ ঘণ্টা আগে