এনসিপি'র কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা চাদরে মোড়া খাগড়াছড়ি

Thumbnail image
ছবি: প্রতিনিধি

জাতীয় নাগরিক পাটির(এনসিপি) কর্মসূচির ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় পুরো খাগড়াছড়ি জেলাকে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলেছে পুলিশ। পুলিশের সকল কর্মকর্তা ও কনস্টেবলকে মাঠে নামানো হয়েছে। জেলার প্রায় পৌনে একশত স্থানে পুলিশ মোতায়েনে থাকছে। গতকাল রোববার সন্ধ্যায় এক দফা মহড়াও চালিয়েছে পুলিশ।

এনসিপির দক্ষিণ অঞ্চল সংগঠক অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা জানান,জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি এবং এক দফা আন্দোলনের আত্মত্যাগ ও অঙ্গীকার স্মরণ করে আজ সোমবার (২১ জুলাই) দুপুর ১২ টা থেকে খাগড়াছড়ি জেলা সদরে অনুষ্ঠিত হবে রাজনৈতিক কর্মসূচি " দেশ গড়তে জুলাই পদযাথা। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন, জুলাই বিপ্লবের এক দফার ঘোষক এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

পদযাত্রায় আরো উপস্থিত থাকবেন, সদস্য সচিব আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, সামান্তা শারমিন, ডাঃ তাসনিম জারা, নাসির উদ্দিন পাটোয়ারি, আব্দুল হান্নান মাসুদ। তিনি জানান, কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে খাগড়াছড়ি জেলার সকল রাজনৈতিক দল ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

670fb950-7548-402f-8cb4-a706785adb93

খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল বলেন, কক্সবাজারে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আমরা বেশ কিছু সতর্ক পদক্ষেপ নিয়েছি। তিনি বলেন, পাহাড়ে জাতীয় রাজনৈতিক দলের পাশাপাশি একাধিক সশস্ত্র আঞ্চলিক সংগঠন রয়েছে। এ কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। পুরো জেলায় গুরুত্বপূর্ণ স্থানগুলো অতিরিক্ত পুলিশ সুপার,সহকারী পুলিশ সুপার ,ভারপ্রাপ্ত কর্মকর্তা,এসআই ও এএসইয়ের নেতৃত্বে ৬শ ২০ জন পুলিশ মোতায়েন থাকবে। ঐদিন খাগড়াছড়িতে পূর্ব নির্ধারিত কৃষক দলের কেন্দ্রীয় কর্মসূচি রয়েছে। এ কারণে জেলা বিএনপির সাথে কথা বলেছি। বিএনপি নেতৃবৃন্দ আশ্বাস দিয়েছে তাদের পক্ষ থেকে এনপিসি’র কর্মসূচিতে কোন ধরনের বাধা দেওয়া হবে না।

তবে বিএনপির সমর্থিত বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির নেতৃবৃন্দকে উসকানিমূলক বক্তব্য না দেওয়ার অনুরোধ জানিয়ে পোস্ট দিচ্ছে।

সচেতন মহলের মতে,রাজনীতিতে সবাই সহনশীল হলে পতিত ফ্যাসিস্ট হাসিনার আর ফিরে আসার সুযোগ থাকবে না।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অন্যান্য দল নিয়ে আরও পড়ুন

আধিপত্য বিস্তার, ফুটপাত থেকে চাঁদাবাজি ও পাঁচদোনা মোড়ের সিএনজি স্টেশন দখল নিয়ে গত বছরের ৫ আগস্টের পর থেকে বিরোধ শুরু হয় ইউনিয়ন বিএনপির সহ সভাপতি লালু মিয়া ওরফে লাল মিয়া ও বিএনপির কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে

৪২ মিনিট আগে

সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা ও সামাজিক অশান্তি দূরীকরণে করণীয় নিয়ে মতামত তুলে ধরেন এবং সাংবাদিকদের সহযোগিতা চান

১ ঘণ্টা আগে

সালাহউদ্দিন আহমদ জানান, বেশ কিছু বিষয়ে অসামঞ্জস্যতা থাকার পাশাপাশি জুলাই সনদে কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি। ফলে সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের মধ্যে বিএনপি মতামত জানাবে

১ দিন আগে

৭ আগস্ট (রোববার) বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে নরসিংদী জেলা, টাঙ্গাইল জেলা, পটুয়াখালী জেলা ও গাজীপুর মহানগর ইউনিটের সুপার ফাইভ এবং এই চার জেলায় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় টিমের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সংসদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে

১ দিন আগে