মে-জুনের মধ্যেই ভোটের প্রস্তুতি: বিএনপিকে ইসি

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন নজরুল ইসলাম খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, ভোটার তালিকা হালনাগাদ করে আগামী মে-জুনের মধ্যেই নির্বাচনের জন্য ইসি পরিপূর্ণভাবে প্রস্তুত হবে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কোনো প্রস্তাবকে সুষ্ঠু নির্বাচনে অন্তরায় মনে হলে বিএনপি তাতে বাধা দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশন মে-জুনের মধ্যেই ভোটের পূর্ণ প্রস্তুতি শুরু করার বিষয়ে তাদের আশ্বস্ত করেছে বলেও এ সময় জানান তিনি।

এর আগে নির্বাচন কমিশন (ইসি) বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই।’ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান রাজনীতির প্রভাবে নষ্ট হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। প্রতিনিধিদলে আরও ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও সেলিমা রহমান।

বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘ইসি এ মুহূর্তে কী করছে, জাতীয় নির্বাচনের বিষয়ে প্রস্তুতি কী, এ বিষয়গুলো নিয়েই কমিশনের সঙ্গে তারা মতবিনিময় করেছেন। সবকিছু আলাপের পর আমাদের কাছে মনে হয়েছে, আগামী মে মাস-জুন মাসের মধ্যে তারা (ইসি) পরিপূর্ণভাবে প্রস্তুত হবেন ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন তাদের নেই।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজনীতি নিয়ে আরও পড়ুন

লতিফ সিদ্দিকীর ইস্যুতে কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন, ‘সকালে ৭১ মঞ্চের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসাবে যাওয়া হলে মব সৃষ্টি করে লতিফ সিদ্দিকীকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে।

১৪ ঘণ্টা আগে

শরীফপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করেন এবং মনোহরপুর জামে মসজিদে আসরের নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন

১৫ ঘণ্টা আগে

জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে আগামী বাংলাদেশের সব কার্যক্রম প্রত্যন্তাঞ্চলের মানুষের কাছে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন বিএনপির নেতা। এ সময়ে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বা সৃষ্টিশীল শিল্পের একটি ধারণা দেন তিনি

১৫ ঘণ্টা আগে

স্বৈরাচার শেখ হাসিনার বন্দুকের সামনে দাঁড়িয়ে আমরা বৈষম্যহীন সমাজ গঠনের জন্য লড়াই করে ছিলাম। কিন্তু এই লড়াইয়ের চূড়ান্ত সুফল পেতে ছাত্রদলকে শক্তিশালী করার বিকল্প নেই। তাই আমরা ছাত্রদলে যোগদান করেছি

১ দিন আগে