আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে নির্যাতিতদের সাথে নিয়ে সরকার গঠন করা হবে

প্রতিনিধি
সাতক্ষীরা
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১২: ২০
Thumbnail image

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে ১৭ বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে সাথে নিয়ে সরকার গঠন করা হবে। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। কারন আমরা সবাই বাংলাদেশী। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে সাতক্ষীরায় রেল লাইন স্থাপন করা হবে। এছাড়া প্রত্যেক পরিবারের নারীদের জন্য একটি কার্ড প্রদান করা হবে। এরমধ্যে যে অর্থ সরবরাহ করা হবে তা দিয়ে নারীরা তাদের সন্তানদের শিক্ষা ও চিকিৎসার বিষয়টি নিশ্চিত করবে। তিনি উল্লেখ করেন ৩১ দফা কেবল বিএনপির একার দফা নয় এটি বিএনপির সাথে যারা জোটবদ্ধভাবে আছে তাদের সকলে মিলে এই ৩১ দফা তৈরী করেছে।

মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা তুফান কনভেনশান সেন্টারে আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা ৩১ দফা বাস্তবায়নে সাতক্ষীরায় কর্মশালাত্তোর এক প্রশ্নোত্তোর পর্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেকার আলীর সভাপতিত্ব কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলম, কাজী আলাউদ্দীন, কেন্দ্রীয় বিএনপি সদস্য আতিকুর রহমান রুমন, রেহেনা আখতার রানু, মাহমুদা হাবিবা, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি রহমাতুল্লাহ পলাশ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায় তারিকুল হাসান প্রমূখ।

কর্মশালা জেলা বিএনপিসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সুপার ফাইভ নেতা অংশ নেন। একই কর্মশালা সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে।

দিন ব্যাপী কর্মশালার শেষ পর্বে বিকেল সাড়ে ৪টার সময় ভার্চুয়ালী যোগ দেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এসময় তিন জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার কাছে ৩১ দফাসহ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করেন। এবং তিনি তার দলের ভবিষ্যত পরিকল্পনার আলোকে সাবলিল উত্তর দেন।

বিষয়:

নির্বাচন
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজনীতি নিয়ে আরও পড়ুন

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা। বর্তমানে দলটির শীর্ষ নেতৃত্বসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা এমনকি তৃণমূলের নেতারাও পালিয়ে, আত্মগোপনে অবস্থান করছেন।

২৫ মিনিট আগে

বাংলাদেশ বিমানে নয় বরং কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন সাবেক প্রধানমত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

২৯ মিনিট আগে

নিরাপত্তাজনিত শঙ্কা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য নির্ধারিত ফ্লাইটের দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে।

২ ঘণ্টা আগে

হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশ থেকে নতুন দুটি কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এসময় নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন এবং আগামী ২৩ মে বাদ জুমা চার দফা আদায়ে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় সংগঠনটি।

৩ ঘণ্টা আগে