ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়াতন্ত্র শেষ হয়নি: নাহিদ ইসলাম

প্রতিনিধি
নীলফামারী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি। উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এ পদযাত্রায় মানুষের ব্যাপক সাড়া মিলছে। খুব শিগগির আমরা তা দেশব্যাপী ছড়িয়ে দেব। শুধু ঢাকা নিয়ে উন্নয়ন নয়, উন্নয়ন চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে। ছাত্র–জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়াতন্ত্র শেষ হয়নি। আমাদের লড়াই–সংগ্রামের ইতিহাস ধরে রাখতে হবে।’

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাধারণ মানুষ এখন পরিবর্তন চায় উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এত বড় অভ্যুত্থানের পর যদি কোনো পরিবর্তন না আসে, মানুষ আবার রাজপথে নামবে। আর এবার মানুষ রাজপথে নামলে আর কাউকে ক্ষমা করা হবে না।

তিনি বলেন, ‘অনেকেই পুরোনো রাজনীতি টিকিয়ে রাখতে চায়। নেতৃত্ব পরিবর্তন হলেও বন্দোবস্ত বদলায়নি। কেউ কেউ ওই পুরোনো কাঠামো টিকিয়ে রেখেই তাদের জায়গায় আসতে চায়। আর তারাই সংস্কার কাজ পিছিয়ে দিতে চায়।’

এনসিপির কার্যালয়ে দফায় দফায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তার অভিযোগ, এটি পরিকল্পিতভাবে জুলাই মাসের ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা।

তিনি বলেন, ‘জুলাই পদযাত্রা ঘিরে এই হামলা চালানো হয়েছে। অনলাইনে আওয়ামী সন্ত্রাসীদের আস্ফালন বেড়েছে, তারা এখনো ঘাঁপটি মেরে দেশেই রয়েছে। যারা সংস্কার পিছিয়ে দিতে চায়, তারাই এনসিপির ওপর হামলা চালাচ্ছে।’

তিনি বলেন, ‘অভ্যুত্থানের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত না করলে সাধারণ মানুষের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়ে। গুলি চালিয়েও অভ্যুত্থান ব্যাহত করা সম্ভব হয়নি, এবারও হবে না।’

নাহিদের ভাষায়, ‘এই হামলাগুলো নতুন নয়; বরং পূর্ববর্তী ঘটনাগুলোরই ধারাবাহিকতা। তিনি বলেন, ‘এটা প্রথমবার নয়। এর আগে বিভিন্ন জায়গায় হাসনাত আবদুল্লাহর ওপর একাধিকবার হামলা চালানো হয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা এখনো বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে, অথচ তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। সরকারকে এ বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়া উচিত।’

তিনি বলেন, ‘গত ২৪-এর জুলাই-আগস্টেও আমাদের থামানো যায়নি, এবারও যাবে না। আমরা দেশের প্রতিটি পথঘাট, প্রতিটি প্রান্তরে সংস্কারের বার্তা নিয়ে এগিয়ে যাব।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অন্যান্য দল নিয়ে আরও পড়ুন

গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

৮ ঘণ্টা আগে

এই মনোনয়ন প্রাপ্তি আমার প্রতি জাতীয়তাবাদী দল বিএনপির আস্থা ও তৃণমূলের ভালোবাসার বহিঃপ্রকাশ বলেই মনে করি

৮ ঘণ্টা আগে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় নেই ব্যারিস্টার রুমিন ফারহানার নাম। এ বিষয়ে খোলামেলা মত প্রকাশ করেছেন তিনি

৯ ঘণ্টা আগে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য চুড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে নীলফামারীর চারটি আসনের মধ্যে দুইটি আসনে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি

৯ ঘণ্টা আগে