নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ অন্য রাজনীতিবিদদের ওপর হামলা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে । এর প্রতিবাদে বিকেলে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশের আয়োজন করেছে দলটির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা। এতে কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখবেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়- আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর ‘আওয়ামী সন্ত্রাসীদের’ হামলা, নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের চরম গাফিলতির প্রতিবাদ এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
একই সঙ্গে সারা দেশের জেলা-উপজেলা পর্যায়েও বিক্ষোভ মিছিলের নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। এ সময় আখতার হোসেনকে ডিম ছুঁড়ে মারেন সিলেটের মিজান চৌধুরী। পরে তাকে জ্যাকসন হাইটস থেকে আটক করা হয়।
বাংলাদেশ সময় ভোর ৫টা ২৩ মিনিটে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা লিখেছেন— আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এটা ব্যক্তি আখতার হোসেন নয়, তাঁর রাজনৈতিক পরিচয়ের কারণেই এমন আক্রমণ হয়েছে।
তিনি আরও বলেন, কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ অন্য রাজনীতিবিদদের ওপর হামলা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে । এর প্রতিবাদে বিকেলে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশের আয়োজন করেছে দলটির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা। এতে কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখবেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়- আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর ‘আওয়ামী সন্ত্রাসীদের’ হামলা, নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের চরম গাফিলতির প্রতিবাদ এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
একই সঙ্গে সারা দেশের জেলা-উপজেলা পর্যায়েও বিক্ষোভ মিছিলের নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। এ সময় আখতার হোসেনকে ডিম ছুঁড়ে মারেন সিলেটের মিজান চৌধুরী। পরে তাকে জ্যাকসন হাইটস থেকে আটক করা হয়।
বাংলাদেশ সময় ভোর ৫টা ২৩ মিনিটে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা লিখেছেন— আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এটা ব্যক্তি আখতার হোসেন নয়, তাঁর রাজনৈতিক পরিচয়ের কারণেই এমন আক্রমণ হয়েছে।
তিনি আরও বলেন, কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে।

নুরুন্নাহান চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করেছেন, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে তার পরিবারের উপর ঘটে যাওয়া অন্যায় ও খাগড়াছড়িতে “এনার্জি প্যাক” কোম্পানির সঙ্গে সম্পর্কিত কালপিট ওয়াদুদকে কোনো রাজনৈতিক চাপে বা মামলায় পড়তে হয়নি।
১ দিন আগে
নীলফামারী-৪ আসনে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একসঙ্গে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সৈয়দপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষ প্রার্থী আলহাজ্ব গফুর সরকারের পক্ষে ভোটারদের কাছে ৩১ দফা দ
১ দিন আগে
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচনী তৎপরতা তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে ইসলামী দলগুলোর সমন্বয়ে গঠিত জোটকে ঘিরে ভোটারদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
১ দিন আগে
দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, লন্ডন থেকে যাত্রা করে তিনি প্রথমে সিলেট হয়ে বেলা ১১টার পর ঢাকায় পৌঁছাবেন। তাঁর সঙ্গে কন্যাও থাকবেন।
১ দিন আগেনুরুন্নাহান চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করেছেন, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে তার পরিবারের উপর ঘটে যাওয়া অন্যায় ও খাগড়াছড়িতে “এনার্জি প্যাক” কোম্পানির সঙ্গে সম্পর্কিত কালপিট ওয়াদুদকে কোনো রাজনৈতিক চাপে বা মামলায় পড়তে হয়নি।
নীলফামারী-৪ আসনে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একসঙ্গে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সৈয়দপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষ প্রার্থী আলহাজ্ব গফুর সরকারের পক্ষে ভোটারদের কাছে ৩১ দফা দ
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচনী তৎপরতা তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে ইসলামী দলগুলোর সমন্বয়ে গঠিত জোটকে ঘিরে ভোটারদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, লন্ডন থেকে যাত্রা করে তিনি প্রথমে সিলেট হয়ে বেলা ১১টার পর ঢাকায় পৌঁছাবেন। তাঁর সঙ্গে কন্যাও থাকবেন।