চট্রগাম

আর্থিক কেলেঙ্কারি এবং গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এসেছে, যখন চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক একটি আন্দোলন বন্ধ করার জন্য ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ভাইরাল হওয়া দেড় মিনিটের ভিডিওটিতে নিজাম উদ্দিনকে আফতাব হোসেন রিফাত নামে এক ব্যক্তির সঙ্গে মেসেঞ্জারে কথা বলতে দেখা যায়। সেখানে ৫ লাখ টাকার চাঁদার কথা উল্লেখ আসে বন্দরকেন্দ্রিক আন্দোলন থামানোর জন্য।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এনসিপি, চট্টগ্রাম মহানগর কমিটি নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না, তার লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
অন্যদিকে, ভিডিওতে থাকা আফতাব হোসেন রিফাত দাবি করেন, ৩০শে মে তারিখে তাকে মারধর করে এবং জোর করে এই ভিডিওটি করানো হয়েছে। তিনি জানান, নিজাম উদ্দিনের সঙ্গে তারা প্রায়ই এমন দুষ্টুমি করেন এবং নিজামও মজা করেই চাঁদার কথাগুলো বলেছিলেন। আফতাব আরও বলেন, এই ভিডিওটি বন্দরকেন্দ্রিক ইস্যু নিয়ে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে। তবে ভিডিওটি ঠিক কোন আন্দোলনের বিষয়ে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এই বিষয়ে জানতে চাইলে নিজাম উদ্দিন বলেন, ভিডিওটি সাত-আট মাস আগের। যিনি ভিডিও করেছেন, তিনিই এ বিষয়ে পরিষ্কার বক্তব্য দেবেন।

আর্থিক কেলেঙ্কারি এবং গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এসেছে, যখন চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক একটি আন্দোলন বন্ধ করার জন্য ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ভাইরাল হওয়া দেড় মিনিটের ভিডিওটিতে নিজাম উদ্দিনকে আফতাব হোসেন রিফাত নামে এক ব্যক্তির সঙ্গে মেসেঞ্জারে কথা বলতে দেখা যায়। সেখানে ৫ লাখ টাকার চাঁদার কথা উল্লেখ আসে বন্দরকেন্দ্রিক আন্দোলন থামানোর জন্য।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এনসিপি, চট্টগ্রাম মহানগর কমিটি নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না, তার লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
অন্যদিকে, ভিডিওতে থাকা আফতাব হোসেন রিফাত দাবি করেন, ৩০শে মে তারিখে তাকে মারধর করে এবং জোর করে এই ভিডিওটি করানো হয়েছে। তিনি জানান, নিজাম উদ্দিনের সঙ্গে তারা প্রায়ই এমন দুষ্টুমি করেন এবং নিজামও মজা করেই চাঁদার কথাগুলো বলেছিলেন। আফতাব আরও বলেন, এই ভিডিওটি বন্দরকেন্দ্রিক ইস্যু নিয়ে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে। তবে ভিডিওটি ঠিক কোন আন্দোলনের বিষয়ে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এই বিষয়ে জানতে চাইলে নিজাম উদ্দিন বলেন, ভিডিওটি সাত-আট মাস আগের। যিনি ভিডিও করেছেন, তিনিই এ বিষয়ে পরিষ্কার বক্তব্য দেবেন।

নুরুন্নাহান চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করেছেন, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে তার পরিবারের উপর ঘটে যাওয়া অন্যায় ও খাগড়াছড়িতে “এনার্জি প্যাক” কোম্পানির সঙ্গে সম্পর্কিত কালপিট ওয়াদুদকে কোনো রাজনৈতিক চাপে বা মামলায় পড়তে হয়নি।
১ দিন আগে
নীলফামারী-৪ আসনে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একসঙ্গে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সৈয়দপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষ প্রার্থী আলহাজ্ব গফুর সরকারের পক্ষে ভোটারদের কাছে ৩১ দফা দ
২ দিন আগে
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচনী তৎপরতা তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে ইসলামী দলগুলোর সমন্বয়ে গঠিত জোটকে ঘিরে ভোটারদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
২ দিন আগে
দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, লন্ডন থেকে যাত্রা করে তিনি প্রথমে সিলেট হয়ে বেলা ১১টার পর ঢাকায় পৌঁছাবেন। তাঁর সঙ্গে কন্যাও থাকবেন।
২ দিন আগেনুরুন্নাহান চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করেছেন, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে তার পরিবারের উপর ঘটে যাওয়া অন্যায় ও খাগড়াছড়িতে “এনার্জি প্যাক” কোম্পানির সঙ্গে সম্পর্কিত কালপিট ওয়াদুদকে কোনো রাজনৈতিক চাপে বা মামলায় পড়তে হয়নি।
নীলফামারী-৪ আসনে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একসঙ্গে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সৈয়দপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষ প্রার্থী আলহাজ্ব গফুর সরকারের পক্ষে ভোটারদের কাছে ৩১ দফা দ
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচনী তৎপরতা তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে ইসলামী দলগুলোর সমন্বয়ে গঠিত জোটকে ঘিরে ভোটারদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, লন্ডন থেকে যাত্রা করে তিনি প্রথমে সিলেট হয়ে বেলা ১১টার পর ঢাকায় পৌঁছাবেন। তাঁর সঙ্গে কন্যাও থাকবেন।