অনেক উপদেষ্টাকে জেলে যাওয়া লাগতে পারে -ব্যারিষ্টার ফুয়াদ

প্রতিনিধি
রংপুর
Thumbnail image
ছবি: প্রতিনিধি

অন্তবর্তিকালীন সরকারের অনেক উপদেষ্টাকেও জেলে যাওয়া লাগতে পারে তাদের কর্মকাণ্ডের কারণে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরী হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিষ্টার ফুয়াদ বলেন, অন্তবর্তিকালীন সরকারের ব্যর্থতার তালিকা দীর্ঘ হচ্ছে। ব্যর্থতার দিক থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা গোল মেডেল পাবেন। এরকম অপদার্থ উপদেষ্টা দিয়ে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে কিভাবে সম্ভব। তিনি ভালো মানুষ হতে পারে। ভালো মানুষের হিসাব নিকাশ আল্লাহর কাছে। দুনিয়াতে ভালো মানুষকে পুরুস্কার দেওয়ার দায়িত্ব আমরা নেই নাই। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যিনি ভালো পারফর্ম করতে পারবে তিনি দায়িত্বে থাকবেন। যিনি পারবেন না, তিনি দায়িত্বে থাকবেন না। তিনি চলে যাবেন।

শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, শিক্ষকরা আন্দোলন করছেন, তাদের দাবি দাওয়া নিয়ে। শিক্ষকদের বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধান করেছেন। এজন্য উনাকে ধন্যবাদ। যদিও এখনও অনেক দাবী মানা হয়নি।

তিনি আরো বলেন, সমাজকল্যাণের দায়িত্বে যে সচিব আছেন, তিনি হাইলি ক্রিমিনাল। সমাজকল্যাণের অধীনে রিক্রুটমেন্ট হবে। ইতিমধ্যে ওই সচিব ১০ লাখ, ১২ লাখ ২০ লাখ টাকা করে হাটের গরুর দরে লেনদেন করছেন। তাই মাননীয় সমাজকল্যাণ উপদেষ্টাকে বলছি, আপনার ব্যর্থতার তালিকা অনেক লম্বা। আপনার আমলারা, আপনার সচিবরা আপনাকে ইতিমধ্যে ব্যর্থতার কাতারে সামিল করেছেন। তারা আপনাকে আরো বেশি বিপদে ফেলবেন।

এবি পার্টির এই নেতা বলেন, এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা ও তথ্য আপারা কিছু দাবী তুলে ধরেছেন। আমরা বৈষম্য দুর করতে চাই। তাই তাদের দাবী আলোচনার ভিত্তিতে মেনে নেওয়ার আহবান জানাচ্ছি।

রংপুরের উন্নয়নে তিনি বলেন, রংপুরে বেশি করে কলকারখানা গড়ে তোলা দরকার। তাহলে রংপুরের যুবকরা কর্মসংস্থান পেলে নতুন জীবন পাবে। না হলে তারা মাদকের করাল গ্রাস থেকে মুক্তি পাবে না।

সাংবাদিকদের সাথে মতবিনিময়ে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অন্যান্য দল নিয়ে আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মহলে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যোগ দিতে পারেন—এ সংক্রান্ত অনানুষ্ঠানিক আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে।

২ ঘণ্টা আগে

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে খুলনার ছয়টি আসনের মধ্যে বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল,বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জামায়াতের সেক্রেটারী মিয়া গোলাম পরওয়ারসহ ১৩ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

১৭ ঘণ্টা আগে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২(সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফের পক্ষে মনোনয়নপত্র উঠালেন দলের নেতা-কর্মীরা।

২১ ঘণ্টা আগে

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানসহ সকল স্বাধীনতাবিরোধী শক্তির নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ছাত্রদল। বুধবার দুপুর ১টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই কর্মসূচির আয়োজন করে সাতক্ষীরা শহর ছাত্রদল।

১ দিন আগে