আমির খসরু লাবলু
আগামীর বাংলাদেশে নতুন বাংলাদেশ আসছে, যেখানে দলের নাম দেখে কিংবা মার্কা দেখে কেউ আর ভোট দিবে না. এখন থেকে আর কোন চাঁদাবাজি সিন্ডিকেট টেন্ডারবাজি হতে দেয়া যাবে না. হামরা হামার মার্কা লেহেনে তুমহার লগু ভোট চাহিবা অসমো - পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম
পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আমরা খুব শীঘ্রই আপনাদের দ্বারে দ্বারে আমাদের দল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পৌঁছে যাব। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে নতুন বাংলাদেশ আসছে, এখানে দলের নাম দেখে কিংবা মার্কা দেখে কেউ আর ভোট দিবে না। কোন লোকটা কেমন, কে কেমন কাজ করছে। তার কথার সাথে কাজের মিল গুলো কেমন এই জিনিসগুলো দেখে বাংলাদেশের মানুষ আগামীতে ভোট দিবে।
তিনি সোমবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। তারা খালি ভোটের আগের দিন ভোট চাইতে যায়। আর ভোটটা পার হলে একটা পিয়ন পদ আর একটা ভিজিডি কার্ড আর একটা বয়স্ক ভাতার কার্ড, যে কাজেই তার কাছে যান না কেন কাজ হওয়ার আগেই তারা টাকার জন্য হাত পেতে বসে থাকে। নতুন বাংলাদেশে এগুলো আর হতে দেওয়া যাবে না। যে যেই জায়গা থেকে জনপ্রতিনিধি হিসেবে কাজ না করে সাধারণ মানুষের কাছে লুটপাট করবে। তাদেরকে আর জনপ্রতিনিধি হিসেবে আর এই বাংলাদেশে মেনে নেওয়া যাবে না। একটা জিনিস মনে রাখবেন, পাঁচ বছরে একদিন যদি আপনি তার কাছ থেকে কিছু নেন তাহলে বাকী ৫ বছরে সে আপনার রক্ত চুষে খাবে। এই সুযোগ আর কোন মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রীকে আর দেয়া যাবে না।
তিনি আরো বলেন, আমরা আপনাদের অনেকের ভাইয়ের মত অনেকের সন্তানের মত, অনেকের নাতীর মত। আমি একটা কথা আপনাদের বলি, আমরা কোন ভুল করলে আমাদের শুধরে দিবেন। আমরা আপনাদের সেই কথা গুলো শুনতে সব সময় প্রস্তুত। কিন্তু আপনার এইটুকু নিশ্চিত করবেন, এখন থেকে আর কোন দলের কোন মার্কার অন্ধ ভক্ত হবো না। যদি আপনি অন্ধ ভক্ত হন আপনার মূল্য আর কেউ দিবে না। তখন মনে করবে কিছু দিলেও আছে আর না দিলেও আছে। তাহলে এর দরকার কি কথা শোনার দরকার কি। যদি এই দিন থাকত তাহলে আর এত বড় আন্দোলনের মুখে হাসিনা দেশ ছেড়ে পালাইতো না। আপনারা মনে রাখবেন আপনাদের সন্তানেরা তাদের অধিকার সম্বন্ধে সচেতন। আপনাদের সন্তানেরা এখন তাদের জায়গা থেকে প্রতিবাদ করতে সব সময় প্রস্তুত। এখন থেকে আর কোন চাঁদাবাজি সিন্ডিকেট টেন্ডারবাজি হতে দেয়া যাবে না।
আঞ্চলিক ভাষায় দেবীগঞ্জের মানুষদের উদ্দেশ্য করে সারজিস বলেন, হামার এই দেবীগঞ্জের যেই লোকলা আছেন, তুমহার সাথে খুব দ্রুত আরহ দেখা হবে দেবীগঞ্জের প্রত্যেকটা গ্রামে, ইউনিয়নে রাস্তাঘাটে। হামরা হামার মার্কা লেহেনে দলের নাম লেহেনে তুমহার লগু ভোট চাহিবা আসমো। যদি কাজ করবা পারি, যদি তুমহার কথালা রাখফা পারি তাহলে ভোট দিবেন, নাহলে দিবেন নি। উমহার লাখাতি কহিমোনি হামাক দেন। এই কাথাডা কহিমোনি। যদি তুমহার মত কাজ করবা পারি, তুমহার কাথা শুনি, ভোট ছাড়া তুমহার সামনত যাই তাহিলে ভোট দিবেন।
পথসভায় স্থানীয় নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সারজিস একই দিন পঞ্চগড়ের বোদা, সদর ও তেতুঁলিয়া উপজেলায় পৃথক পৃথক পথসভা করেন। এছাড়া আটোয়ারী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ।
এর আগে, সারজিস আলম ঢাকা থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জে পৌঁছালে তাকে শতাধিক মাইক্রোবাস, জাতীয় পতাকা, জাতীয় নাগরিক পার্টি লেখা কাপড়ের ব্যানার নিয়ে বরণ করে নেন নাগরিক কমিটির সদস্যরা। পরে মাইক্রোবাস নিয়ে শোডাউন করে দেবীগঞ্জ ছেড়ে যান সারজিস আলম।
আগামীর বাংলাদেশে নতুন বাংলাদেশ আসছে, যেখানে দলের নাম দেখে কিংবা মার্কা দেখে কেউ আর ভোট দিবে না. এখন থেকে আর কোন চাঁদাবাজি সিন্ডিকেট টেন্ডারবাজি হতে দেয়া যাবে না. হামরা হামার মার্কা লেহেনে তুমহার লগু ভোট চাহিবা অসমো - পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম
পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আমরা খুব শীঘ্রই আপনাদের দ্বারে দ্বারে আমাদের দল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পৌঁছে যাব। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে নতুন বাংলাদেশ আসছে, এখানে দলের নাম দেখে কিংবা মার্কা দেখে কেউ আর ভোট দিবে না। কোন লোকটা কেমন, কে কেমন কাজ করছে। তার কথার সাথে কাজের মিল গুলো কেমন এই জিনিসগুলো দেখে বাংলাদেশের মানুষ আগামীতে ভোট দিবে।
তিনি সোমবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। তারা খালি ভোটের আগের দিন ভোট চাইতে যায়। আর ভোটটা পার হলে একটা পিয়ন পদ আর একটা ভিজিডি কার্ড আর একটা বয়স্ক ভাতার কার্ড, যে কাজেই তার কাছে যান না কেন কাজ হওয়ার আগেই তারা টাকার জন্য হাত পেতে বসে থাকে। নতুন বাংলাদেশে এগুলো আর হতে দেওয়া যাবে না। যে যেই জায়গা থেকে জনপ্রতিনিধি হিসেবে কাজ না করে সাধারণ মানুষের কাছে লুটপাট করবে। তাদেরকে আর জনপ্রতিনিধি হিসেবে আর এই বাংলাদেশে মেনে নেওয়া যাবে না। একটা জিনিস মনে রাখবেন, পাঁচ বছরে একদিন যদি আপনি তার কাছ থেকে কিছু নেন তাহলে বাকী ৫ বছরে সে আপনার রক্ত চুষে খাবে। এই সুযোগ আর কোন মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রীকে আর দেয়া যাবে না।
তিনি আরো বলেন, আমরা আপনাদের অনেকের ভাইয়ের মত অনেকের সন্তানের মত, অনেকের নাতীর মত। আমি একটা কথা আপনাদের বলি, আমরা কোন ভুল করলে আমাদের শুধরে দিবেন। আমরা আপনাদের সেই কথা গুলো শুনতে সব সময় প্রস্তুত। কিন্তু আপনার এইটুকু নিশ্চিত করবেন, এখন থেকে আর কোন দলের কোন মার্কার অন্ধ ভক্ত হবো না। যদি আপনি অন্ধ ভক্ত হন আপনার মূল্য আর কেউ দিবে না। তখন মনে করবে কিছু দিলেও আছে আর না দিলেও আছে। তাহলে এর দরকার কি কথা শোনার দরকার কি। যদি এই দিন থাকত তাহলে আর এত বড় আন্দোলনের মুখে হাসিনা দেশ ছেড়ে পালাইতো না। আপনারা মনে রাখবেন আপনাদের সন্তানেরা তাদের অধিকার সম্বন্ধে সচেতন। আপনাদের সন্তানেরা এখন তাদের জায়গা থেকে প্রতিবাদ করতে সব সময় প্রস্তুত। এখন থেকে আর কোন চাঁদাবাজি সিন্ডিকেট টেন্ডারবাজি হতে দেয়া যাবে না।
আঞ্চলিক ভাষায় দেবীগঞ্জের মানুষদের উদ্দেশ্য করে সারজিস বলেন, হামার এই দেবীগঞ্জের যেই লোকলা আছেন, তুমহার সাথে খুব দ্রুত আরহ দেখা হবে দেবীগঞ্জের প্রত্যেকটা গ্রামে, ইউনিয়নে রাস্তাঘাটে। হামরা হামার মার্কা লেহেনে দলের নাম লেহেনে তুমহার লগু ভোট চাহিবা আসমো। যদি কাজ করবা পারি, যদি তুমহার কথালা রাখফা পারি তাহলে ভোট দিবেন, নাহলে দিবেন নি। উমহার লাখাতি কহিমোনি হামাক দেন। এই কাথাডা কহিমোনি। যদি তুমহার মত কাজ করবা পারি, তুমহার কাথা শুনি, ভোট ছাড়া তুমহার সামনত যাই তাহিলে ভোট দিবেন।
পথসভায় স্থানীয় নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সারজিস একই দিন পঞ্চগড়ের বোদা, সদর ও তেতুঁলিয়া উপজেলায় পৃথক পৃথক পথসভা করেন। এছাড়া আটোয়ারী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ।
এর আগে, সারজিস আলম ঢাকা থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জে পৌঁছালে তাকে শতাধিক মাইক্রোবাস, জাতীয় পতাকা, জাতীয় নাগরিক পার্টি লেখা কাপড়ের ব্যানার নিয়ে বরণ করে নেন নাগরিক কমিটির সদস্যরা। পরে মাইক্রোবাস নিয়ে শোডাউন করে দেবীগঞ্জ ছেড়ে যান সারজিস আলম।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা। বর্তমানে দলটির শীর্ষ নেতৃত্বসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা এমনকি তৃণমূলের নেতারাও পালিয়ে, আত্মগোপনে অবস্থান করছেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশ বিমানে নয় বরং কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন সাবেক প্রধানমত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
২ ঘণ্টা আগেনিরাপত্তাজনিত শঙ্কা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য নির্ধারিত ফ্লাইটের দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেহেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশ থেকে নতুন দুটি কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এসময় নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন এবং আগামী ২৩ মে বাদ জুমা চার দফা আদায়ে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় সংগঠনটি।
৪ ঘণ্টা আগেগত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা। বর্তমানে দলটির শীর্ষ নেতৃত্বসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা এমনকি তৃণমূলের নেতারাও পালিয়ে, আত্মগোপনে অবস্থান করছেন।
বাংলাদেশ বিমানে নয় বরং কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন সাবেক প্রধানমত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
নিরাপত্তাজনিত শঙ্কা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য নির্ধারিত ফ্লাইটের দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশ থেকে নতুন দুটি কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এসময় নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন এবং আগামী ২৩ মে বাদ জুমা চার দফা আদায়ে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় সংগঠনটি।