বলেছেন সারজিস আলম
নিখাদ খবর ডেস্ক
নর্থসাউথ ইউনিভার্সিটির সামনে নিজের অনুসারীদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল বুধবার দিবাগত রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট করে তিনি এই অভিযোগ করেন। এতে ছাত্রদল জড়িত বলে অভিযোগ করা হয়েছে।
ছাত্রদলকে হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরের মুখ্য সংগঠক লেখেন, ‘১৬ বছর ধরে টোকাইলীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাইলীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তাহলে তারও পরিণতি টোকাইলীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না। শিক্ষা নেন, সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেন।’
সারজিস লিখেছেন, ‘ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সঙ্গে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তাদের সঙ্গে গল্প-আড্ডা হয়, তাদের কথা শোনা হয় ‘
তিনি আরও লিখেন, ‘এনএসইউ, আইইউবি, এআইইউবি, ইউআইইউর শতাধিক সহযোদ্ধাদের সঙ্গে আড্ডা শেষে এনএসইউর সামনে দিয়ে হেঁটে আসছিলাম৷ আমার সঙ্গে ১৫-২০ জন প্রাইভেটের সহযোদ্ধারা ছিলেন৷ পরে দেখি ১০-১২ জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে৷ এর মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আহমেদ শাকিলও ছিলেন। আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে। কিন্তু তারা ইচ্ছাকৃত আমার সঙ্গে থাকা প্রাইভেটের শিক্ষার্থীদের গালিগালাজ করতে থাকে। ওদের ১০-১২ জনের মধ্যে দু-একজনকে শিক্ষার্থী মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল। বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি।’
হামলার বিষয়ে সারজিস লিখেন, ‘পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে আগে আমার সঙ্গে থাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে৷’
শাকিলসহ বাকি সন্ত্রাসীদের বিচার দাবি জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘১৬ বছর ধরে ছাত্রদল টোকাইলীগ দ্বারা নির্যাতিত হওয়ার পর আজ কেউ যদি একইভাবে টোকাইলীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে, তাহলে তার পরিণতি টোকাইলীগের মতো হতে খুব বেশিদিন লাগবে না৷’
সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেয়ারও আহ্বান জানান সারজিস আলম।
নর্থসাউথ ইউনিভার্সিটির সামনে নিজের অনুসারীদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল বুধবার দিবাগত রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট করে তিনি এই অভিযোগ করেন। এতে ছাত্রদল জড়িত বলে অভিযোগ করা হয়েছে।
ছাত্রদলকে হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরের মুখ্য সংগঠক লেখেন, ‘১৬ বছর ধরে টোকাইলীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাইলীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তাহলে তারও পরিণতি টোকাইলীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না। শিক্ষা নেন, সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেন।’
সারজিস লিখেছেন, ‘ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সঙ্গে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তাদের সঙ্গে গল্প-আড্ডা হয়, তাদের কথা শোনা হয় ‘
তিনি আরও লিখেন, ‘এনএসইউ, আইইউবি, এআইইউবি, ইউআইইউর শতাধিক সহযোদ্ধাদের সঙ্গে আড্ডা শেষে এনএসইউর সামনে দিয়ে হেঁটে আসছিলাম৷ আমার সঙ্গে ১৫-২০ জন প্রাইভেটের সহযোদ্ধারা ছিলেন৷ পরে দেখি ১০-১২ জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে৷ এর মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আহমেদ শাকিলও ছিলেন। আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে। কিন্তু তারা ইচ্ছাকৃত আমার সঙ্গে থাকা প্রাইভেটের শিক্ষার্থীদের গালিগালাজ করতে থাকে। ওদের ১০-১২ জনের মধ্যে দু-একজনকে শিক্ষার্থী মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল। বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি।’
হামলার বিষয়ে সারজিস লিখেন, ‘পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে আগে আমার সঙ্গে থাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে৷’
শাকিলসহ বাকি সন্ত্রাসীদের বিচার দাবি জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘১৬ বছর ধরে ছাত্রদল টোকাইলীগ দ্বারা নির্যাতিত হওয়ার পর আজ কেউ যদি একইভাবে টোকাইলীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে, তাহলে তার পরিণতি টোকাইলীগের মতো হতে খুব বেশিদিন লাগবে না৷’
সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেয়ারও আহ্বান জানান সারজিস আলম।
জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে হরতাল ঘোষণার পর মশাল মিছিল থেকে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহর জুড়ে।
১০ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেন, “এই ডাকসু নির্বাচনে যাতে ছাত্রদল মনোনয়নপত্র কিনতে না পারে সেজন্য মব তৈরি করে বাধা দেয়া হচ্ছে, সেখানে মব সৃষ্টি করা হল কেন।”
১২ ঘণ্টা আগেকেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূইয়া এনসিপির নেতাদের উদ্দেশ করে বলেছেন,দেশ প্রেমিক সেনাবাহিনীকে নিয়ে কটাক্ষ সহ্য করা হবে না। আমাদের সেনাবাহিনীর জাতিসংঘে গিয়ে বিশ্ববাসীর সুনাম কুড়িয়েছে।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি'র ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৩ ঘণ্টা আগেজামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে হরতাল ঘোষণার পর মশাল মিছিল থেকে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহর জুড়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেন, “এই ডাকসু নির্বাচনে যাতে ছাত্রদল মনোনয়নপত্র কিনতে না পারে সেজন্য মব তৈরি করে বাধা দেয়া হচ্ছে, সেখানে মব সৃষ্টি করা হল কেন।”
কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূইয়া এনসিপির নেতাদের উদ্দেশ করে বলেছেন,দেশ প্রেমিক সেনাবাহিনীকে নিয়ে কটাক্ষ সহ্য করা হবে না। আমাদের সেনাবাহিনীর জাতিসংঘে গিয়ে বিশ্ববাসীর সুনাম কুড়িয়েছে।
বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি'র ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।