ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচন : ব্যারিস্টার ফুয়াদ

প্রতিনিধি
বরিশাল
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে পার্টির জেলা ও মহানগর শাখার আয়োজনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে রোডম্যাপ দিয়েছেন আমরা বারবার বলেছি উপদেষ্টার প্রতি আস্থা না রাখার মতো কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।

ন্যূনতম সংস্কারের উদ্যোগ একটি পরিপক্ব অবস্থানে রেখে যাওয়া এবং তারপরে নির্বাচনের প্রস্তুতির দিকে যাওয়ার কথা প্রধান উপদেষ্টা বলেছেন। এ বিষয়ে এবি পার্টি তাকে স্বাগত জানাচ্ছে।

ব্যারিস্টার ফুয়াদ প্রধান উপদেষ্টার সাথে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যে বৈঠক হওয়ার কথা রয়েছে সে বিষয়টিকেও স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক দল হচ্ছে সরকারের সবচেয়ে বড় অংশীজন। ঐক্যমত্যের ভিত্তিতে যত বেশি কাজ করা যাবে, কাজটি ততোবেশি টেকসই হবে।

বিচার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল আছে, সেখানে একটি চার্জশিট জমা পড়েছে। এটিকে ওপেন রাখার দাবি করছি। তবে বিচারের যে ন্যূনতম গ্রহণযোগ্য মান, সে ব্যাপারে কোন প্রকার আপোষ করা যাবে না। সংবাদ সম্মেলনে তিনি বরিশালের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অন্যান্য দল নিয়ে আরও পড়ুন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের ছয়জন নেতা–কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

২১ ঘণ্টা আগে

আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে

১ দিন আগে

আধিপত্য বিস্তার, ফুটপাত থেকে চাঁদাবাজি ও পাঁচদোনা মোড়ের সিএনজি স্টেশন দখল নিয়ে গত বছরের ৫ আগস্টের পর থেকে বিরোধ শুরু হয় ইউনিয়ন বিএনপির সহ সভাপতি লালু মিয়া ওরফে লাল মিয়া ও বিএনপির কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে

১ দিন আগে

সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা ও সামাজিক অশান্তি দূরীকরণে করণীয় নিয়ে মতামত তুলে ধরেন এবং সাংবাদিকদের সহযোগিতা চান

১ দিন আগে