রংপুর-২

লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে

প্রতিনিধি
রংপুর ব্যুরো
Thumbnail image
ছবি: সংগৃহীত

ইসলাম প্রচারক হজরত শাহ বদর (রা) এর নাম অনুসারে গঞ্জে গঞ্জে ভরে ওঠা রংপুরের বদরগঞ্জ আর তারাবিবির মাজার অনুসারে তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর-২ আসন। প্রথম জাতীয় সংসদ নির্বাচন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এই আসনে একবার বিএনপি জয় পেয়েছিল। বাকি সময়গুলোতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জীবিত থাকা অবস্থায়ই এ আসনে কমতে থাকে তাদের জনপ্রিয়তা। উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তারা তেমন সুবিধা করতে পারেনি । বিএনপি এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা না করলেও তাদের একাধিক নেতা মনোনয়ন দৌড়ে মাঠে আছেন। এদের মধ্যে বদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, বদরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এম আজিজুল হক, সদস্য সচিব কমল লোহানী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী বদরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল বকুলের নাম শোনা যাচ্ছে।

জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজত্বের পতনের পর ত্রয়োদশ নির্বাচন ঘিরে এ আসনে আশার আলো দেখছে বিএনপি-জামায়াত। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এরই মধ্যে জামায়াতে ইসলামি ও ইসলামি আন্দোলন বাংলাদেশ তাদের প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও সদ্য কারামুক্ত নেতা এটিএম আজহারুল ইসলাম এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের মাওলানা আশরাফ আলী এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাতীয় পার্টির আনিছুল ইসলাম মন্ডল এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার চিন্তাভাবনা করছেন বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে আনিছুল ইসলাম মন্ডল সাংবাদিকদের বলেন, সার্বিক পরিবেশ-পরিস্থিতি যদি অনুকূলে থাকে, নির্বাচনে সবার অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত হয় তাহলে তিনি প্রার্থী হবেন।

বদরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

মনোনয়ন প্রত্যাশী এম আজিজুল হক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিএনপির হয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এসেছি। এ কারণে সাধারণ মানুষের একটা আলাদা সহানুভূতি পেয়ে আসছি। বিগত সময়ে আওয়ামী লীগের এমপি যা করেছেন তা নিজের আখের গোছাতে করেছেন, এলাকার উন্নয়নের জন্য কিছুই করেননি।

বদরগঞ্জের সাধারণ মানুষ ও তরুণ ভোটাররা বলছেন, দীর্ঘদিন ধরে এই আসনে বিএনপি ও জামায়াত ক্ষমতার বাইরে। এবার তাদের সামনে একটা সুযোগ এসেছে। তবে তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে হলে তাদেরও সুযোগ দিতে হবে। বিএনপি ও জামায়াতের বাইরে তরুণ কোনো ভালো প্রার্থী অংশ নিলে ফলাফল পাল্টে যেতে পারে। এ এলাকা একসময় লাঙ্গলের ছিল। আওয়ামী লীগ থেকেও এমপি হয়েছে। তবে এবার নির্বাচনে বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এদিকে তারাগঞ্জের ইকরচালী ইউনিয়নের বাসিন্দা জাফর আলী জানিয়েছেন, এ এলাকা একসময় লাঙ্গলের ছিল। আওয়ামী লীগ থেকেও এমপি হয়েছে। তবে এবার নির্বাচনে বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান কবির বলেন, এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে এটিএম আজহারুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। এর আগেও তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দীর্ঘদিন ভোটের বাইরে থাকলেও দলের কার্যক্রম বন্ধ ছিল না। এবার নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি চলছে এবং জয়ের ব্যাপারেও শতভাগ আশাবাদী।

এদিকে চার দফা দাবিতে রংপুরের ঐতিহ্যবাহী জিলা স্কুল মাঠে গত ৪ জুলাই বিশাল সমাবেশ করে জামায়াত। প্রায় দেড় যুগ পর রংপুরে জামায়াতের এ জনসভায় প্রধান বক্তা ছিলেন ফাঁসির রায় থেকে বেকসুর খালাস পেয়ে সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। যাকে রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। এই সমাবেশের পর রংপুরের সব কটি আসনে জামায়াত বেশ উজ্জীবিত হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অন্যান্য দল নিয়ে আরও পড়ুন

নুরুন্নাহান চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করেছেন, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে তার পরিবারের উপর ঘটে যাওয়া অন্যায় ও খাগড়াছড়িতে “এনার্জি প্যাক” কোম্পানির সঙ্গে সম্পর্কিত কালপিট ওয়াদুদকে কোনো রাজনৈতিক চাপে বা মামলায় পড়তে হয়নি।

১ দিন আগে

নীলফামারী-৪ আসনে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একসঙ্গে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সৈয়দপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষ প্রার্থী আলহাজ্ব গফুর সরকারের পক্ষে ভোটারদের কাছে ৩১ দফা দ

১ দিন আগে

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচনী তৎপরতা তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে ইসলামী দলগুলোর সমন্বয়ে গঠিত জোটকে ঘিরে ভোটারদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

১ দিন আগে

দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, লন্ডন থেকে যাত্রা করে তিনি প্রথমে সিলেট হয়ে বেলা ১১টার পর ঢাকায় পৌঁছাবেন। তাঁর সঙ্গে কন্যাও থাকবেন।

২ দিন আগে