নীলফামারী

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় গণঅধিকার পরিষদের শতাধিক নেতা-কর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খগারহাটের মিনি স্টেডিয়াম মাঠে সংবাদ সম্মেলন করে এই পদত্যাগের ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে তারা দলের কেন্দ্রীয় এবং জেলা কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং কমিটি-বাণিজ্যসহ একাধিক অভিযোগ তোলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সাদেকসহ শতাধিক নেতা-কর্মী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি রেজাউল করিম।
তিনি বলেন, ‘কেন্দ্রীয় ও জেলা কমিটির অন্যায় কর্মকাণ্ডে আমরা অতিষ্ঠ। দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে আমরা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’ এ সময় তিনি আরও বলেন, ‘গণঅধিকার পরিষদের শীর্ষ নেতৃত্বের কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর ফলে স্থানীয় পর্যায়ে দলের কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।
ডিমলা উপজেলা গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছেন এবং জানিয়েছেন, তারা দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, কিন্তু নেতৃবৃন্দের কার্যকলাপের কারণে তাদের একত্রিত হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় গণঅধিকার পরিষদের শতাধিক নেতা-কর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খগারহাটের মিনি স্টেডিয়াম মাঠে সংবাদ সম্মেলন করে এই পদত্যাগের ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে তারা দলের কেন্দ্রীয় এবং জেলা কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং কমিটি-বাণিজ্যসহ একাধিক অভিযোগ তোলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সাদেকসহ শতাধিক নেতা-কর্মী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি রেজাউল করিম।
তিনি বলেন, ‘কেন্দ্রীয় ও জেলা কমিটির অন্যায় কর্মকাণ্ডে আমরা অতিষ্ঠ। দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে আমরা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’ এ সময় তিনি আরও বলেন, ‘গণঅধিকার পরিষদের শীর্ষ নেতৃত্বের কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর ফলে স্থানীয় পর্যায়ে দলের কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।
ডিমলা উপজেলা গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছেন এবং জানিয়েছেন, তারা দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, কিন্তু নেতৃবৃন্দের কার্যকলাপের কারণে তাদের একত্রিত হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

নুরুন্নাহান চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করেছেন, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে তার পরিবারের উপর ঘটে যাওয়া অন্যায় ও খাগড়াছড়িতে “এনার্জি প্যাক” কোম্পানির সঙ্গে সম্পর্কিত কালপিট ওয়াদুদকে কোনো রাজনৈতিক চাপে বা মামলায় পড়তে হয়নি।
১ দিন আগে
নীলফামারী-৪ আসনে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একসঙ্গে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সৈয়দপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষ প্রার্থী আলহাজ্ব গফুর সরকারের পক্ষে ভোটারদের কাছে ৩১ দফা দ
১ দিন আগে
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচনী তৎপরতা তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে ইসলামী দলগুলোর সমন্বয়ে গঠিত জোটকে ঘিরে ভোটারদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
১ দিন আগে
দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, লন্ডন থেকে যাত্রা করে তিনি প্রথমে সিলেট হয়ে বেলা ১১টার পর ঢাকায় পৌঁছাবেন। তাঁর সঙ্গে কন্যাও থাকবেন।
১ দিন আগেনুরুন্নাহান চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করেছেন, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে তার পরিবারের উপর ঘটে যাওয়া অন্যায় ও খাগড়াছড়িতে “এনার্জি প্যাক” কোম্পানির সঙ্গে সম্পর্কিত কালপিট ওয়াদুদকে কোনো রাজনৈতিক চাপে বা মামলায় পড়তে হয়নি।
নীলফামারী-৪ আসনে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একসঙ্গে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সৈয়দপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষ প্রার্থী আলহাজ্ব গফুর সরকারের পক্ষে ভোটারদের কাছে ৩১ দফা দ
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচনী তৎপরতা তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে ইসলামী দলগুলোর সমন্বয়ে গঠিত জোটকে ঘিরে ভোটারদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, লন্ডন থেকে যাত্রা করে তিনি প্রথমে সিলেট হয়ে বেলা ১১টার পর ঢাকায় পৌঁছাবেন। তাঁর সঙ্গে কন্যাও থাকবেন।