আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ মে ২০২৫, ১৫: ৫৩
Thumbnail image

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে মিন্টো রোডে পানির ফোয়ারার সামনে তৈরি মঞ্চে সমাবেশ শুরু করেছেন আন্দোলনকারীরা।

শুক্রবার (৯ মে) দুপুর আড়াইটার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আশরাফ মেহেদীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

মঞ্চে উপস্থিত আছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসানাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও হেফাজতে ইসলাম, চরমোনাই এবং ইসলামী ছাত্রশিবির এবং এবি পার্টির বিভিন্ন নেতাকর্মী।

আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই সমাবেশ চলবে বলেও তারা ঘোষণা দেন।

স্লোগানে মুখরিত হয়ে গেছে সমাবেশের স্থল। এ সময় নেতা কর্মীরা স্লোগান দিতে থাকেন, ক্ষমতা না জনতা? জনতা জনতা, আপোষ না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম, দিল্লি না ঢাকা ? ঢাকা ঢাকা, ব্যাংন ব্যাংন আওয়ামী লীগ! ওয়ান টু থ্রি ফোর- আওয়ামী লীগ নো মোর! আমার ভাই কবরে; খুনি কেন বাহিরে?

বিক্ষোভকারীরা বলেন, আওয়ামী লীগ গণহত্যাকারী দল। তারা দীর্ঘদিন ধরে গণতন্ত্রকে ধ্বংস করছে। তাদের দুঃশাসনের সময় দেশের মানুষ অতিষ্ঠ ছিল। তাই আমরা তাদের নিষিদ্ধের দাবি জানাচ্ছি। অবিলম্বে আওয়ামী লীগ এবং সহযোগী অন্যান্য সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।

অন্যদিকে, মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান বজায় রাখতে দেখা গেছে।

এর আগে, বৃহস্পতিবার রাত থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। সেখান থেকেই আজ জুমার নামাজের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশের মিন্টুরোডের পানির ফোয়ারার সামনে বড় জমায়েতের ডাক দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এতে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অন্যান্য দল নিয়ে আরও পড়ুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হওয়ার পর শনিবার (২০ ডিসেম্বর) থেকে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় চিকিৎসাধীন আছেন।

২৭ মিনিট আগে

দীর্ঘ দুই সপ্তাহের তৎপরতা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮ টা ৩০ মিনিটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে তিনি সিলেট হয়ে সরাসরি হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবে

৪ ঘণ্টা আগে

নীলফামারী-৪ আসনে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একসঙ্গে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সৈয়দপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষ প্রার্থী আলহাজ্ব গফুর সরকারের পক্ষে ভোটারদের কাছে ৩১ দফা দ

২ দিন আগে

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচনী তৎপরতা তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে ইসলামী দলগুলোর সমন্বয়ে গঠিত জোটকে ঘিরে ভোটারদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

২ দিন আগে