একটি দল দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে : এনসিপি

প্রতিনিধি
বরিশাল
Thumbnail image
ছবি: সংগৃহীত

দেশে আর কোন পেশী শক্তির রাজনীতি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার সকাল দশটায় বরিশালে প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটির পরিচিতি সভায় নেতৃবৃন্দরা আরও বলেছেন, একটি রাজনৈতিক দল দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে দেশের জনগণ ভালো মানুষকে বেঁছে নিয়ে ওই সন্ত্রাসী দলকেও ফ্যাসিস্টদের মতো দূরে ঠেলে দিবে বলে শতভাগ বিশ্বাস করছি।

বরিশাল নগরীর সদর রোডের একটি হোটেলের কনফারেন্স রুমে এনসিপি'র দক্ষিণাঞ্চলের সংগঠক আসাদ বিন রনি প্রধান অতিথির বক্তব্যে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। একইসাথে এনসিপি'র নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে তাদের নিষিদ্ধ করারও দাবি করা হয়।

পরিচিতি সভায় এনসিপি'র বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ মুসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক কমিটির সদস্য কাজী সাইফুল ইসলাম সহ অন্যান্যরা।

উল্লেখ্য, গত ৩ জুন এনসিপি'র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল জেলা সমন্বয় কমিটির অনুমোদন করেছেন।

ওই কমিটিতে মো. আবু সাঈদ মুসাকে প্রধান সমন্বয়কারী। মো. মাসুম বিল্লাহ, আব্দুল হান্নান শিকদার, ইউসুফ আলী হাওলাদার, এম সাইফুল ইসলাম মুন্সি, আবেদ আহমেদ রনি, প্রফেসর মো. ইদ্রিস আহমেদ, মো. আবু সাঈদ, আরিফ মাহমুদ, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক ও মো. তামিমুল হাসানকে যুগ্ম সমন্বয়কারী।

মো. নাজমুল হাসান, সবিত ইসলাম শান্ত, আতিকুর রহমান, শাবনুর আক্তার, নুর এ আলম সিদ্দিকি, মো. হেলাল উদ্দিন, মো. নুর আলম, মো. সালাউদ্দিন, মো. নাহিদ হাসান, মো. আল আমিন, নজরুল ইসলাম, আসিফ আলি ও এইচএম কুতুবকে সদস্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল জেলা সমন্বয় কমিটি অনুমোদন করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অন্যান্য দল নিয়ে আরও পড়ুন

দীর্ঘ দুই সপ্তাহের তৎপরতা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮ টা ৩০ মিনিটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে তিনি সিলেট হয়ে সরাসরি হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবে

১ ঘণ্টা আগে

নীলফামারী-৪ আসনে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একসঙ্গে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সৈয়দপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষ প্রার্থী আলহাজ্ব গফুর সরকারের পক্ষে ভোটারদের কাছে ৩১ দফা দ

২ দিন আগে

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচনী তৎপরতা তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে ইসলামী দলগুলোর সমন্বয়ে গঠিত জোটকে ঘিরে ভোটারদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

২ দিন আগে

দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, লন্ডন থেকে যাত্রা করে তিনি প্রথমে সিলেট হয়ে বেলা ১১টার পর ঢাকায় পৌঁছাবেন। তাঁর সঙ্গে কন্যাও থাকবেন।

২ দিন আগে