আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক

প্রতিনিধি
বরিশাল
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) সামনে, স্বাস্থ্য খাতের সংস্কারে দাবিতে আন্দোলনের যুক্ত থাকা শিক্ষার্থীসহ সাধারণ মানুষের উপর লাঠিচার্জ সহ বিভিন্নভাবে হামলা চালানো হয়েছে। এই হামলার ঘটনার প্রতিবাদে রোববার ( ১৭ আগস্ট) বেলা ১১ টায় সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ মিলে মিছিল বের করা হবে। এই কর্মসূচিতে সকল স্তরের মানুষদের অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন দেশের খ্যাতিমান ছাত্রনেতা ও আন্দোলনের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন রনি। শনিবার ( ১৬ আগস্ট) বেলা বারোটায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বসে এ কথা বলেন।

তিনি জানিয়েছেন, দেশের স্বাস্থ্য খাতের সংস্কারের জন্য প্রত্যেক জায়গা থেকে আন্দোলন গড়ে তুলুন।'

তিনি বলেন, স্বাস্থ্য খাতের এই ভয়াবহ সিন্ডিকেটকে আমাদের ভাঙতে হবে এবং দালালমুক্ত সিন্ডিকেট মুক্ত স্বাস্থ্য খাতের সুদিন ফিরে আসা না পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। এ আন্দোলনের সাথে শিক্ষক, ছাত্র, শ্রমিক, অভিভাবক ও শ্রমজীবী মানুষ সহ সব শ্রেণি-পেশার মানুষই সম্পৃক্ত রয়েছে। আন্দোলনের গত ২০ দিনে ঘটে গেছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

তারা শিক্ষার্থীসহ সাধারণ মানুষের উপর হামলা করেছে লাঠিচার্জ করেছে তা বরিশালের মানুষ সহ সারা দেশের সবাই অবগত আছে। আমরা আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছি। যে সিন্ডিকেট গুষ্টির বিরুদ্ধে আমরা নেমেছি,সেই দালাল চক্র আমাদের স্কুল শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।

তারা আমাদের উপর হামলা করার পরে রাতের বেলা পরিচালকসহ সকল স্টাফ ও দালালদের নিয়ে বুনো উল্লাস করেছে। খিচুড়ি পার্টির আয়োজন করেছে। আপনারা জানেন গতকাল ছিল ১৫ আগস্ট, তারা ১৫ আগস্ট উপলক্ষ্যে আগের দিন রাতেই কাঙ্গালির ভোজের আয়োজন করেছে। এবং পরের দিন ১৫ই আগস্ট দুপুর বেলায় তেহেরি পার্টি করেছে। আমরা এই ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

স্বাস্থ্যের ডিজি বরিশালে আসার পর উনি যে উসকানি দিয়েছে। তার নির্দেশেই পরিচালকের সংশ্লিষ্টতা এই হামলাটি তারা ঘটিয়েছে। আমরা এই ন্যাক্কারজনক হামলার পূর্ণ বিচার চাচ্ছি রাষ্ট্রের কাছে। আমাদের ভাই-বোনদের উপর এবং আমাদের মায়ের উপর যে হামলা হয়েছে আমরা তার পূর্ণ বিচার চাচ্ছি। আমরা প্রত্যেকের কাছে বলতে চাই আমরা কাউকে ভয় পাই না, আমাদেরকে যত মারবেন আমরা তত সংগঠিত হব। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। গত ২৪ এর আন্দোলনে আমরা তার প্রমাণ দিয়েছি। আমাদের এই আন্দোলন স্থগিত করিনি। দালালমুক্ত সিন্ডিকেট মুক্ত স্বাস্থ্য খাতের সুদিন ফিরে আসা না পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অন্যান্য দল নিয়ে আরও পড়ুন

নুরুন্নাহান চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করেছেন, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে তার পরিবারের উপর ঘটে যাওয়া অন্যায় ও খাগড়াছড়িতে “এনার্জি প্যাক” কোম্পানির সঙ্গে সম্পর্কিত কালপিট ওয়াদুদকে কোনো রাজনৈতিক চাপে বা মামলায় পড়তে হয়নি।

১ দিন আগে

নীলফামারী-৪ আসনে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একসঙ্গে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সৈয়দপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষ প্রার্থী আলহাজ্ব গফুর সরকারের পক্ষে ভোটারদের কাছে ৩১ দফা দ

২ দিন আগে

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচনী তৎপরতা তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে ইসলামী দলগুলোর সমন্বয়ে গঠিত জোটকে ঘিরে ভোটারদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

২ দিন আগে

দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, লন্ডন থেকে যাত্রা করে তিনি প্রথমে সিলেট হয়ে বেলা ১১টার পর ঢাকায় পৌঁছাবেন। তাঁর সঙ্গে কন্যাও থাকবেন।

২ দিন আগে