টঙ্গি, গাজীপুর
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমা। আজ রবিবার দুপুর ১২টা ৩৭ মিনিটে শুরু হওয়া এ মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় আলেম মাওলানা ইউসুফ বিন সাদ। তার দোয়া বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে দেশ–বিদেশ থেকে আগত মুসল্লিরা বিশ্ববাসীর কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। মোনাজাত চলাকালে পুরো ইজতেমা ময়দান এবং আশপাশের এলাকা ‘আমিন আমিন‘ ধ্বনিতে মুখর হয়ে ওঠে।
গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়। এরপর তিন দিনব্যাপী ধর্মীয় আলোচনা, তাবলিগের দাওয়াতি কার্যক্রম, বয়ান ও ইবাদতের মধ্য দিয়ে সময় কাটান মুসল্লিরা।
আজ রবিবার ফজরের নামাজের পর দিল্লির মাওলানা মোরসালিন বয়ান করেন, যা বাংলায় অনুবাদ করেন মাওলানা আজিম উদ্দিন। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় হেদায়েতি বয়ান, যা পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ।
আখেরি মোনাজাত শেষে ধীরে ধীরে ইজতেমা ময়দান ছাড়ছেন মুসল্লিরা। কেউ ফিরে যাচ্ছেন নিজ নিজ এলাকায়, কেউ বা যোগ দিচ্ছেন তাবলিগ জামাতের দাওয়াতি সফরে। ইজতেমা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকলেও মুসল্লিদের সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে কিছুটা যানজটের সৃষ্টি হয়।
এর আগে গত ৩১ জানুয়ারি থেকে একই ময়দানে মাওলানা জোবায়ের পন্থিদের প্রথম পর্বের দুই দফার বিশ্ব ইজতেমা গত ৫ ফেব্রুয়ারি শেষ হয়।
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমা। আজ রবিবার দুপুর ১২টা ৩৭ মিনিটে শুরু হওয়া এ মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় আলেম মাওলানা ইউসুফ বিন সাদ। তার দোয়া বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে দেশ–বিদেশ থেকে আগত মুসল্লিরা বিশ্ববাসীর কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। মোনাজাত চলাকালে পুরো ইজতেমা ময়দান এবং আশপাশের এলাকা ‘আমিন আমিন‘ ধ্বনিতে মুখর হয়ে ওঠে।
গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়। এরপর তিন দিনব্যাপী ধর্মীয় আলোচনা, তাবলিগের দাওয়াতি কার্যক্রম, বয়ান ও ইবাদতের মধ্য দিয়ে সময় কাটান মুসল্লিরা।
আজ রবিবার ফজরের নামাজের পর দিল্লির মাওলানা মোরসালিন বয়ান করেন, যা বাংলায় অনুবাদ করেন মাওলানা আজিম উদ্দিন। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় হেদায়েতি বয়ান, যা পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ।
আখেরি মোনাজাত শেষে ধীরে ধীরে ইজতেমা ময়দান ছাড়ছেন মুসল্লিরা। কেউ ফিরে যাচ্ছেন নিজ নিজ এলাকায়, কেউ বা যোগ দিচ্ছেন তাবলিগ জামাতের দাওয়াতি সফরে। ইজতেমা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকলেও মুসল্লিদের সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে কিছুটা যানজটের সৃষ্টি হয়।
এর আগে গত ৩১ জানুয়ারি থেকে একই ময়দানে মাওলানা জোবায়ের পন্থিদের প্রথম পর্বের দুই দফার বিশ্ব ইজতেমা গত ৫ ফেব্রুয়ারি শেষ হয়।
পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫ হাজার ১৫৪ জন মক্কা ও মদিনার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। এরমধ্যে একজন হজযাত্রী মারা গেছেন।
২ দিন আগেসোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম উড়োজাহাজ যোগে চলতি বছরের হজযাত্রা শুরু হয়েছে। এসময় উড়োজাহাজটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।
৫ দিন আগেহজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম পালন করতে পারেন সেজন্য এই অ্যাপ বিরাট ভূমিকা রাখবে।
৬ দিন আগেপবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫ হাজার ১৫৪ জন মক্কা ও মদিনার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। এরমধ্যে একজন হজযাত্রী মারা গেছেন।
সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম উড়োজাহাজ যোগে চলতি বছরের হজযাত্রা শুরু হয়েছে। এসময় উড়োজাহাজটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।
হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম পালন করতে পারেন সেজন্য এই অ্যাপ বিরাট ভূমিকা রাখবে।