জামালপুরের সরিষাবাড়ীতে ১৩ গ্রামে ঈদ উদযাপন

প্রতিনিধি
জামালপুর
Thumbnail image

প্রতি বছরের ন্যায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় ১৩ গ্রামের মানুষ ৩০ মার্চ (রবিবার) সকালে ঈদের নামাজ আদায় করছেন গ্রামবাসীরা। ব্যাপক উৎসাহ -উদ্দীপনার মধ্য দিয়ে পুরুষের পাশাপাশি নারীরাও ঈদের জামাতে অংশগ্রহণ করছেন।

সরিষাবাড়ী পৌরসভার বলার দিয়ার মধ্যপাড়া মাস্টার বাড়ি জামে মসজিদ মাঠে ঈদুল ফিতরের ১ম জামাত অনুষ্ঠিত হয়। সরিষাবাড়ী উপজেলার বলারদিয়ার, মূলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড় ১৩ গ্রামের প্রায় ৪ শতাধিক মানুষ এ নামাজে অংশগ্রহণ করেন।

স্থানীয়রা জানান, একমাস সিয়াম সাধনার পর একযোগে সোমবার (৩১মার্চ) ইসলাম ধর্মালম্বিদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সারা দেশে পালিত হবে। কিন্তু সরিষাবাড়ী পৌরসভার দক্ষিণ বলারদিয়ার এলাকার আজিম উদ্দিন মাস্টার বাড়ি জামে মসজিদ মাঠে প্রতি বছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৩ গ্রামের মানুষ ঈদুল ফিতর পালন করে থাকেন। বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন ঈদুল ফিতরের নামাজে ইমাম হিসাবে দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে ইমাম মাওলানা আজিম উদ্দিন মাস্টার জানান, যেহেতু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আমরা রমজানের রোজা শুরু করে থাকি। তাই আমরা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ ও ঈদ আনন্দ উদযাপন করে থাকি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, প্রতি বছর এ উপজেলায় একদিন আগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ইসলাম নিয়ে আরও পড়ুন

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫ হাজার ১৫৪ জন মক্কা ও মদিনার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। এরমধ্যে একজন হজযাত্রী মারা গেছেন।

২ দিন আগে

সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম উড়োজাহাজ যোগে চলতি বছরের হজযাত্রা শুরু হয়েছে। এসময় উড়োজাহাজটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।

৫ দিন আগে

হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম পালন করতে পারেন সেজন্য এই অ্যাপ বিরাট ভূমিকা রাখবে।

৬ দিন আগে