নিখাদ খবর ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার রাতে এক পোস্টে নিজের অবসরের সিদ্ধান্ত দেন এই তারকা। ইংরেজিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ থেকে আমি ওয়ানডে ফরম্যাট থেকে আমার অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ্, সবকিছুর জন্য। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন হয়তো সীমিত ছিল, কিন্তু একটা জিনিস নিশ্চিত, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে একশ ভাগের বেশি দিয়েছি।'
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক ভরসা করা হয়েছিল তার ওপর। অভিজ্ঞ ব্যাটার ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে প্রথম বলেই শূন্য রানে আউট হন। রাওয়ালপিন্ডিতে পরের ম্যাচে ৫ বলে ২ রান করে ফেরেন বাজে শটে ক্যাচ দিয়ে।
২০০৬ সালে ওয়ানডে ক্রিকেটে পা রাখা মুশফিক বাংলাদেশের জার্সিতে খেলেছেন ২৭৪ ম্যাচ। ১৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ২৭৪ ম্যাচ খেলেছেন মুশফিক। ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটিতে ৩৬.৪২ গড়ে মোট ৭৭৯৫ রান করা মুশফিক এই সংস্করণে তামিমের পর প্রায় দুই দশকের ওয়ানডে ক্যারিয়ারে বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক। তার উপরে আছেন শুধু তামিম ইকবাল।
ওয়ানডে সংস্করণকে বিদায় জানানো মুশফিক ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন। ফলে এখন জাতীয় দলের সাদা জার্সিতেই ৩৭ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটারকে দেখা যাবে। তবে কতদিন পর্যন্ত সাদা পোশাকে জাতীয় দলে তাকে দেখা যাবে, সেটি নিশ্চিত করেননি এই ডানহাতি ব্যাটার।
নিজের বিদায়ী বার্তায় মুশফিকুর রহিম বলেন, ‘আমি আজকে থেকে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাচ্ছি। সবকিছুর জন্য আলহামদুল্লিলাহ। যদিও আন্তর্জাতিক পর্যায়ে আমরা সীমিত সাফল্য পেয়েছি। এর মধ্যে একটাই নির্দিষ্ট ছিল, তা হলো যখন জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছি, তখনই আমি আমার শতভাগ দিয়েছি।’
তিনি আরও যোগ করেন, ‘শেষ কয়েক সপ্তাহ আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আমি বুঝেছিলাম, এটাই আমার ভাগ্য। আশা করি সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করে দেবেন এবং সবাইকে ইমান কবুল করবেন। শেষ বলতে চাই, আমি আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ দিচ্ছি। যাদের জন্য শেষ ১৯ বছর ক্রিকেট খেলেছি।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার রাতে এক পোস্টে নিজের অবসরের সিদ্ধান্ত দেন এই তারকা। ইংরেজিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ থেকে আমি ওয়ানডে ফরম্যাট থেকে আমার অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ্, সবকিছুর জন্য। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন হয়তো সীমিত ছিল, কিন্তু একটা জিনিস নিশ্চিত, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে একশ ভাগের বেশি দিয়েছি।'
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক ভরসা করা হয়েছিল তার ওপর। অভিজ্ঞ ব্যাটার ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে প্রথম বলেই শূন্য রানে আউট হন। রাওয়ালপিন্ডিতে পরের ম্যাচে ৫ বলে ২ রান করে ফেরেন বাজে শটে ক্যাচ দিয়ে।
২০০৬ সালে ওয়ানডে ক্রিকেটে পা রাখা মুশফিক বাংলাদেশের জার্সিতে খেলেছেন ২৭৪ ম্যাচ। ১৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ২৭৪ ম্যাচ খেলেছেন মুশফিক। ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটিতে ৩৬.৪২ গড়ে মোট ৭৭৯৫ রান করা মুশফিক এই সংস্করণে তামিমের পর প্রায় দুই দশকের ওয়ানডে ক্যারিয়ারে বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক। তার উপরে আছেন শুধু তামিম ইকবাল।
ওয়ানডে সংস্করণকে বিদায় জানানো মুশফিক ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন। ফলে এখন জাতীয় দলের সাদা জার্সিতেই ৩৭ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটারকে দেখা যাবে। তবে কতদিন পর্যন্ত সাদা পোশাকে জাতীয় দলে তাকে দেখা যাবে, সেটি নিশ্চিত করেননি এই ডানহাতি ব্যাটার।
নিজের বিদায়ী বার্তায় মুশফিকুর রহিম বলেন, ‘আমি আজকে থেকে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাচ্ছি। সবকিছুর জন্য আলহামদুল্লিলাহ। যদিও আন্তর্জাতিক পর্যায়ে আমরা সীমিত সাফল্য পেয়েছি। এর মধ্যে একটাই নির্দিষ্ট ছিল, তা হলো যখন জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছি, তখনই আমি আমার শতভাগ দিয়েছি।’
তিনি আরও যোগ করেন, ‘শেষ কয়েক সপ্তাহ আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আমি বুঝেছিলাম, এটাই আমার ভাগ্য। আশা করি সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করে দেবেন এবং সবাইকে ইমান কবুল করবেন। শেষ বলতে চাই, আমি আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ দিচ্ছি। যাদের জন্য শেষ ১৯ বছর ক্রিকেট খেলেছি।’

রাজধানীর একটি আন্তর্জাতিক হোটেলে আজ অনুষ্ঠিত হলো বিপিএল ১২তম আসরের নিলাম, যেখানে অংশ নিয়েছে ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস—মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি
১৩ দিন আগে
ঝিনাইদহের উত্তর নারায়ণপুরে উত্তেজনাপূর্ণ আবহে শেষ হলো আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ফাইনালে মুখোমুখি হয় কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব ও ঢাকার সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো দর্শক উপস্থিতিতে খেলার উত্তেজনা মেলার পরিবেশ তৈরি হয়
১৪ দিন আগে
২০২৬ বিশ্বকাপকে ঘিরে ফুটবল বিশ্বে উন্মাদনা নতুন উচ্চতায় পৌঁছেছে। টুর্নামেন্ট শুরুর আগেই দুই ধাপে বিক্রি হয়েছে প্রায় দুই মিলিয়ন টিকিট—যা বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সময়ে বিক্রি হওয়া টিকিটের অন্যতম রেকর্ড
১৪ দিন আগে
বাংলাদেশ ক্রিকেট দলের সামনে বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতির ধাপ হিসেবে আজ শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ। এটি হবে তাদের ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতির মঞ্চ
১৬ দিন আগেরাজধানীর একটি আন্তর্জাতিক হোটেলে আজ অনুষ্ঠিত হলো বিপিএল ১২তম আসরের নিলাম, যেখানে অংশ নিয়েছে ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস—মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি
ঝিনাইদহের উত্তর নারায়ণপুরে উত্তেজনাপূর্ণ আবহে শেষ হলো আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ফাইনালে মুখোমুখি হয় কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব ও ঢাকার সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো দর্শক উপস্থিতিতে খেলার উত্তেজনা মেলার পরিবেশ তৈরি হয়
২০২৬ বিশ্বকাপকে ঘিরে ফুটবল বিশ্বে উন্মাদনা নতুন উচ্চতায় পৌঁছেছে। টুর্নামেন্ট শুরুর আগেই দুই ধাপে বিক্রি হয়েছে প্রায় দুই মিলিয়ন টিকিট—যা বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সময়ে বিক্রি হওয়া টিকিটের অন্যতম রেকর্ড
বাংলাদেশ ক্রিকেট দলের সামনে বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতির ধাপ হিসেবে আজ শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ। এটি হবে তাদের ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতির মঞ্চ