নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব 

শেষ দুই আসনের জন্য লড়তে প্রস্তুত ছয় দল

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image
বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার লড়াইয়ে নামার আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাছাইপর্বের শিরোপা নিয়ে ফটোশেসন করেন অংশগ্রহণকারী ছয় দলের অধিনায়ক - আইসিসি

আর মাত্র কয়েক মাস বাকি, আগামী অক্টোবরে ভারতে বসবে আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। আসন্ন এ টুর্নামেন্টে অংশ নেবে ৮ দল, যার মধ্যে ইতিমধ্যে আয়োজক ভারতসহ ৬ দল নিশ্চিত হয়ে করে নিয়েছে, বাকি রয়েছে আর ২ দল। এ দুটি জায়গার জন্য বুধবার থেকে লড়াইয়ে নামবে বাংলাদেশ, আয়ারল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। রাউন্ড রবিন পদ্ধতির টুর্নামেন্টে সেরা দুই দল চলে যাবে বিশ্বকাপে। এ লড়াইয়ের জন্য প্রস্তুত ছয় দলই। এই টুর্নামেন্টে দীর্ঘ ১০ দিনের লড়াইয়ের মধ্যেই টুর্নামেন্টে অংশ নেওয়া আটটি দলই চূড়ান্ত হয়ে যাবে। 

আসন্ন বিশ্বকাপের মূলপর্বে সরাসরি খেলার সুযোগ ছিল বাংলাদেশের। তবে হাতছাড়া হয়েছে জ্যোতিদের। তাতে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ খেলতে ৯ এপ্রিল থেকে শুরু হওয়া বাছাইপর্বে লড়তে হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের। ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি নেতৃত্ব দেবেন দলক বিশ্বকাপে ফিরিয়ে আনতে। এর আগে ২০২২ সালে প্রথম বারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ। 

বুধবার (৯ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া বাছাইপর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ থাইল্যান্ড, আগামী বৃহস্পতিবার লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর একে একে আয়ারল্যান্ড (১৩ এপ্রিল), স্কটল্যান্ড (১৫ এপ্রিল), ওয়েস্ট ইন্ডিজ (১৭ এপ্রিল) ও সর্বশেষ স্বাগতিক পাকিস্তানের (১৯ এপ্রিল) বিপক্ষে ম্যাচ খেলবেন জ্যোতিরা। এদিকে বাংলাদেশ ছাড়াও শেষ আটে জায়গা করে নেওয়ার স্বপ্নে বিভোর বাকি পাঁচ দলও। শক্তিশালী পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও আয়ারল্যান্ড ২০ বছর পর বিশ্বকাপে ফিরতে চায়। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্নে রয়েছে স্কটল্যান্ড ও থাইল্যান্ড। উভয় দলই আগে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও ওয়ানডে বিশ্বকাপে এখনো পা রাখতে পারেনি। 

বাছাইপর্বের খেলাগুলো হবে লাহোরের দুইটি ভেন্যুতে। প্রথম দিন পাকিস্তান বনাম আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে লড়াই। এছাড়া বাছাইপর্ব শুরুর আগে ক্রিকেটপ্রেমীদের জন্য একটি বড় ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। একটি বার্তায় পিসিবি ঘোষণা করেছে যে, বাছাইপর্ব চলাকালীন গাদ্দাফি স্টেডিয়ামে দর্শকরা বিনা মূল্যে বসে ম্যাচ দেখতে পারবে। এই টুর্নামেন্টের ১৫টি ম্যাচের মধ্যে গাদ্দাফি স্টেডিয়ামে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনাল থেকে যোগ দেওয়ার পর থেকেই মার্টিনেজ ভিলার প্রথম পছন্দের গোলরক্ষক। তবে ৩২ বছর বয়সী এই গোলরক্ষক নিউক্যাসলের বিপক্ষে ভিলার মৌসুমের উদ্বোধনী ম্যাচে খেলেননি, যা তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়িয়েছে

১৫ ঘণ্টা আগে

ম্যাচে দাপট দেখালেও গোলশূন্য থাকতে হলো স্বাগতিক ইউনাইটেডকে। পুরো ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে

২ দিন আগে

পেশাদার ক্যারিয়ারে ২০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও থেমে নেই লিওনেল মেসির গোলমেশিন। বয়সের ছাপ উপেক্ষা করে আর্জেন্টাইন মহাতারকা এবার ছুঁলেন ৮৭৫ গোলের মাইলফলক—সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে কম ম্যাচ খেলে! যার মাধ্যমে ইতিহাসে দ্রুততম ৮৭৫ গোলদাতার রেকর্ড এখন মেসির দখলে।

৩ দিন আগে

এশিয়ান অভিযান ছিল চ্যালেঞ্জিং, তবে তাৎপর্যপূর্ণ জয়েও ভরপুর— যেমন ভারতের আইএসএলের শক্তিশালী দল মোহন বাগান সুপার জায়ান্টকে হারানো, অথবা সম্প্রতি সিরিয়ার ঐতিহ্যবাহী ক্লাব আল-কারামাহকে একমাত্র গোলে পরাজিত করা

৩ দিন আগে