বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট
স্পোর্টস ডেস্ক
১১২ রানের লিড নিয়ে টাইগার দল চতুর্থ দিনের খেলা যখন শুরু করেছিল হাতে তখন পর্যন্ত ছিল ৬ উইকেট। সিলেট টেস্টের পরিস্থিতি বিবেচনায় একেবারেই খারাপ অবস্থানে ছিল না বাংলাদেশ। কিন্তু ঝড়গতিতে জিম্বাবুয়ের দুই পেসার মুজারাবানি ও এনগারাভার বাংলাদেশ দলের জন্য মহাসর্বনাশ ডেকে এনেছেন দিনের শুরুতেই।
দিনের খেলা গড়িয়েছে মোটে ৭ ওভার। তার মাঝেই বাংলাদেশ হারিয়েছে তিন উইকেট। দিনের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর তারই দেখানো পথে হেঁটেছেন মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম। এরমাঝে মিরাজ এবং তাইজুল ফিরেছেন মোটে ৮ বলের ব্যবধানে।
এ প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের স্কোর ৭ উইকেট হারিয়ে ২২৯ রান। বাংলাদেশের লিড এখন ১৪৭ রানের।
আগেরদিনের সঙ্গে নতুন করে রান যোগ করার আগেই অধিনায়ক শান্তকে হারায় বাংলাদেশ। দিনের দ্বিতীয় বলেই পুল শটে খেলতে চেয়েছিলেন। তবেঠিকমতো টাইমিং হয়নি, ব্যাটের ওপরের কানায় লেগে ক্যাচ উঠে যায় লং লেগে। অনেকটা দৌড়ে এসে বেশ ভালো একটা ক্যাচ নেন নিয়াগুচি। মিরাজও আউট হয়েছেন মুজারাবানির বলেই।
আজও ক্রিজে এসে লম্বা সময় থাকা হয়নি মিরাজের। ১৬ বল খেলেে ১১ রানে মুজারাবানির শর্ট লেন্থের বলে গালিতে ক্যাচ দিয়ে আউট হন। লিডের খাতায় ১৮ রান যোগ করতেই দুই উইকেট মুজারাবানির দখলে। মুজারাবানির দেখাদেখি উইকেট পেয়েছেন এনগারাভাও। তাইজুল ক্যাচ দিয়েছিলেন উইকেটকিপার মায়াভোকে।
এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলীয় ১৩ রানেই হারায় সাদমান ইসলামের উইকেট। এরপর জয়-মুমিনুল জুটি স্কোরবোর্ডে তুলেছে ৪৪ রান। শান্ত পরবর্তীতে ফিফটি পেয়েছেন। সেটাই বাংলাদেশকে বসিয়েছে চালকের আসনে।
চতুর্থ দিন বাংলাদেশ খেলতে নেমেছিল ১১২ রানের লিড নিয়ে। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ তুলতে পেরেছিল ১৯১ রান। একমাত্র মুমিনুল হকের ৫৬ রান ছাড়া বলার মতো সংগ্রহ ছিল না কারোরই। জবাবে ব্রায়ান বেনেট এবং শন উইলিয়ামসের ব্যাটে চড়ে লিড পেয়ে যায় জিম্বাবুয়ে। শেষ দিকে এনগারাভার ২৮ এবং মুজারাবানির ১৭ রানের সুবাদে ৮২ রানের একটা লিড পেয়েও যায় জিম্বাবুয়ে।
১১২ রানের লিড নিয়ে টাইগার দল চতুর্থ দিনের খেলা যখন শুরু করেছিল হাতে তখন পর্যন্ত ছিল ৬ উইকেট। সিলেট টেস্টের পরিস্থিতি বিবেচনায় একেবারেই খারাপ অবস্থানে ছিল না বাংলাদেশ। কিন্তু ঝড়গতিতে জিম্বাবুয়ের দুই পেসার মুজারাবানি ও এনগারাভার বাংলাদেশ দলের জন্য মহাসর্বনাশ ডেকে এনেছেন দিনের শুরুতেই।
দিনের খেলা গড়িয়েছে মোটে ৭ ওভার। তার মাঝেই বাংলাদেশ হারিয়েছে তিন উইকেট। দিনের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর তারই দেখানো পথে হেঁটেছেন মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম। এরমাঝে মিরাজ এবং তাইজুল ফিরেছেন মোটে ৮ বলের ব্যবধানে।
এ প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের স্কোর ৭ উইকেট হারিয়ে ২২৯ রান। বাংলাদেশের লিড এখন ১৪৭ রানের।
আগেরদিনের সঙ্গে নতুন করে রান যোগ করার আগেই অধিনায়ক শান্তকে হারায় বাংলাদেশ। দিনের দ্বিতীয় বলেই পুল শটে খেলতে চেয়েছিলেন। তবেঠিকমতো টাইমিং হয়নি, ব্যাটের ওপরের কানায় লেগে ক্যাচ উঠে যায় লং লেগে। অনেকটা দৌড়ে এসে বেশ ভালো একটা ক্যাচ নেন নিয়াগুচি। মিরাজও আউট হয়েছেন মুজারাবানির বলেই।
আজও ক্রিজে এসে লম্বা সময় থাকা হয়নি মিরাজের। ১৬ বল খেলেে ১১ রানে মুজারাবানির শর্ট লেন্থের বলে গালিতে ক্যাচ দিয়ে আউট হন। লিডের খাতায় ১৮ রান যোগ করতেই দুই উইকেট মুজারাবানির দখলে। মুজারাবানির দেখাদেখি উইকেট পেয়েছেন এনগারাভাও। তাইজুল ক্যাচ দিয়েছিলেন উইকেটকিপার মায়াভোকে।
এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলীয় ১৩ রানেই হারায় সাদমান ইসলামের উইকেট। এরপর জয়-মুমিনুল জুটি স্কোরবোর্ডে তুলেছে ৪৪ রান। শান্ত পরবর্তীতে ফিফটি পেয়েছেন। সেটাই বাংলাদেশকে বসিয়েছে চালকের আসনে।
চতুর্থ দিন বাংলাদেশ খেলতে নেমেছিল ১১২ রানের লিড নিয়ে। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ তুলতে পেরেছিল ১৯১ রান। একমাত্র মুমিনুল হকের ৫৬ রান ছাড়া বলার মতো সংগ্রহ ছিল না কারোরই। জবাবে ব্রায়ান বেনেট এবং শন উইলিয়ামসের ব্যাটে চড়ে লিড পেয়ে যায় জিম্বাবুয়ে। শেষ দিকে এনগারাভার ২৮ এবং মুজারাবানির ১৭ রানের সুবাদে ৮২ রানের একটা লিড পেয়েও যায় জিম্বাবুয়ে।
মোট ৬১ শতাংশ বল দখলে রেখে তারা ১৩টি শট নেয়, যার মাত্র একটিই লক্ষ্যে ছিল। তবে সেই একটি শটই ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল। ৭৪তম মিনিটে আনদ্রাদার পাস থেকে ডিফেন্ডার ডিলান তমাস গোরোসিতো একমাত্র গোলটি করেন
১ ঘণ্টা আগেএমন খেলাধুলার আয়োজন সচরাচর না হওয়ায় তরুন যুবক ছেলেরা মাদকের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তাই অয়োজকদের ধন্যবাদ এমন উদ্যোগ গ্রহণ করার জন্য এবং ভবিষ্যতেও এমন সুন্দর টুর্নামেন্ট যেনো আয়োজিত হয় সেই প্রত্যাশা সকলের
২ ঘণ্টা আগেআগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ
১ দিন আগেজয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্যটা বেশ সহজ—৫০ ওভারে মাত্র ১৩০ রান। ওভারপ্রতি মাত্র ২.৬ রান প্রয়োজন হওয়ায় ব্যাটাররা বড় কোনো ভুল না করলে জয় দিয়েই টাইগ্রেসদের ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে
৩ দিন আগেমোট ৬১ শতাংশ বল দখলে রেখে তারা ১৩টি শট নেয়, যার মাত্র একটিই লক্ষ্যে ছিল। তবে সেই একটি শটই ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল। ৭৪তম মিনিটে আনদ্রাদার পাস থেকে ডিফেন্ডার ডিলান তমাস গোরোসিতো একমাত্র গোলটি করেন
এমন খেলাধুলার আয়োজন সচরাচর না হওয়ায় তরুন যুবক ছেলেরা মাদকের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তাই অয়োজকদের ধন্যবাদ এমন উদ্যোগ গ্রহণ করার জন্য এবং ভবিষ্যতেও এমন সুন্দর টুর্নামেন্ট যেনো আয়োজিত হয় সেই প্রত্যাশা সকলের
আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ
জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্যটা বেশ সহজ—৫০ ওভারে মাত্র ১৩০ রান। ওভারপ্রতি মাত্র ২.৬ রান প্রয়োজন হওয়ায় ব্যাটাররা বড় কোনো ভুল না করলে জয় দিয়েই টাইগ্রেসদের ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে