প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে: সিমন্স

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে ভারতের দুর্দান্ত ফর্ম দেখে অনেকেই বলতে চাচ্ছেন, তাদের যেন কোনো দলই হারাতে পারবে না। তবে বাংলাদেশ হেড কোচ ফিল সিমন্স মনে করছেন ভাবনাটা সঠিক নয়। তার বিশ্বাস টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে, আর বাংলাদেশও এর বাইরে নয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাইয়ে সুপার ফোরে ভারতের মুখোমুখি হবে লিটন দাসরা। ভারতের বর্তমান ছন্দ দেখে বাংলাদেশকে অনেকেই এগিয়ে রাখতে চাচ্ছেন না। কিন্তু ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সিমন্স জোর দিয়ে বললেন, আগের পারফরম্যান্স নয়, ম্যাচের দিনেই আসল লড়াইটা গড়ে ওঠে। তার ভাষায়, ‘প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। খেলা যেদিন হয়, সেদিনই নির্ধারিত হয় সবকিছু। ভারত আগে কী করেছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো বুধবারের ৩ ঘণ্টা ৩০ মিনিট। আমরা যতটা ভালো খেলতে পারি, খেলবো এবং চেষ্টা করবো ভারতকে ভুল করতে বাধ্য করতে। এভাবেই ম্যাচ জেতা যায়।’

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ভারতকে হারানোর অভিজ্ঞতা বাংলাদেশের খুব সীমিত। ১৭ ম্যাচে মাত্র একবারই জয় পেয়েছে টাইগাররা। সেটাও দ্বিপাক্ষিক সিরিজে। বহুজাতিক টুর্নামেন্টে ভারত এখনও অজেয়। তাই ভারতকে হারাতে গেলে সবচেয়ে বড় অস্ত্র হতে হবে বিশ্বাস। সিমন্সও তাই মনে করেন, ‘বিশ্বাস থাকতে হবে। আজ দলের সঙ্গে বসে আলাপ করার পর আমরা বিশ্বাস করেছি যে আমাদের সুযোগ আছে। যদি কোনো সুযোগ আসে, সেটা আঁকড়ে ধরতে হবে। সুযোগগুলো কাজে লাগাতে পারলে ভারতের বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি হবে।’

তার মতে, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ, তাই টস ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে না, ‘৪০ ওভার জুড়ে উইকেটে তেমন কোনও পরিবর্তন দেখিনি। এটা বেশ কিছুদিনের মধ্যে এখানকার সেরা উইকেটগুলোর একটি। গতরাতেও (ভারত-পাকিস্তান ম্যাচে) একই রকম ছিল।

উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল। বোলারদের সঠিক জায়গায় বল করতে হয়েছে। আমার মনে হয় না টসের তেমন প্রভাব আছে।’

বাংলাদেশকে একমাত্র সুপার ফোরে টানা দুটি ম্যাচ খেলতে হবে। ভারতের পরদিনই তারা মুখোমুখি হবে পাকিস্তানের। সেপ্টেম্বরের গরম আর টানা ম্যাচ খেলার ধকলকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। দুবাই-আবুধাবির তীব্র গরমে একের পর এক টি–টোয়েন্টি খেলা শারীরিকভাবে কঠিন- তা স্বীকারও করলেন সিমন্স, ‘টানা টি–টোয়েন্টি খেলা, টানা ওয়ানডে খেলা—খুবই কঠিন। এটা ভালো কিছু নয়। তবে আমরা প্রস্তুত, কঠোর পরিশ্রম করেছি। আমি মনে করি ছেলেরা যথেষ্ট ফিট, টানা ম্যাচ সামলাতে পারবে। কিন্তু কোনও দলের জন্যই টানা টি–টোয়েন্টি খেলা ন্যায্য নয়। মানুষ যেমনটা ভাবে, আসলে এর চেয়ে অনেক বেশি কঠিন।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

ক্যাটাগরি ২ থেকে ফায়াজুর রহমান ভুঁইয়া রোববার রাতেই সরে দাঁড়িয়েছেন। সবমিলিয়ে ক্লাব ক্যাটাগরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ১৪ জন। নতুন করে প্রবেশ করেছেন ইফতেখার রহমান মিঠু। ১৪ জন থেকে নির্বাচিত হবেন ১২ জন। এছাড়া বিভাগ ক্যাটাগরি থেকে ইতোমধ্যে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন

১২ ঘণ্টা আগে

মোট ৬১ শতাংশ বল দখলে রেখে তারা ১৩টি শট নেয়, যার মাত্র একটিই লক্ষ্যে ছিল। তবে সেই একটি শটই ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল। ৭৪তম মিনিটে আনদ্রাদার পাস থেকে ডিফেন্ডার ডিলান তমাস গোরোসিতো একমাত্র গোলটি করেন

১ দিন আগে

এমন খেলাধুলার আয়োজন সচরাচর না হওয়ায় তরুন যুবক ছেলেরা মাদকের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তাই অয়োজকদের ধন্যবাদ এমন উদ্যোগ গ্রহণ করার জন্য এবং ভবিষ্যতেও এমন সুন্দর টুর্নামেন্ট যেনো আয়োজিত হয় সেই প্রত্যাশা সকলের

২ দিন আগে

আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ

৩ দিন আগে