স্পোর্টস ডেস্ক

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান ভিরাট কোহলি- এমন একটি খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল দিন দুয়েক আগে। ‘নিতে চান’ ব্যাপারটি এখন হয়ে গেছে ‘নিয়ে ফেলেছেন।’ সাচিন টেন্ডুলকার পরবর্তী যুগের ভারতের সবচেয়ে বড় তারকা, খেলোয়াড়ি জীবনেই যিনি হয়ে উঠেছেন কিংবদন্তি, সেই কোহলিকে আর দেখা যাবে না ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণে।
গেল সপ্তাহেই সতীর্থ রোহিত শর্মা বিদায় বলেছিলেন টেস্ট ক্রিকেটকে। এরপর থেকেই আলোচনা উঠেছিল বিসিসিআইকে টেস্ট ক্যারিয়ার নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি।
আজ সোমবার (১২ মে) ইন্সটাগ্রামে পোস্ট করে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কোহলি।
অবসরের পোস্টে কোহলি লিখেছেন, 'টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি ব্লু পরেছিলাম আজ থেকে চৌদ্দ বছর আগে। সত্যি বলতে, কখনো কল্পনাও করিনি এই ফরম্যাট আমাকে এমন এক যাত্রায় নিয়ে যাবে। এটি আমাকে পরীক্ষা নিয়েছে, গড়েছে, আর এমন কিছু শিক্ষা দিয়েছে যা সারা জীবনের জন্য সঙ্গে থাকবে।'
টেস্ট ক্রিকেটের প্রতি যেকোনো খেলোয়াড়ের সীমাহীন আবেগ কাজ করে। এই সংস্করণকে ঘিরেই যত স্বপ্ন একজন ক্রিকেটারের। সেটি কোহলিরও আর তিনি সেটি উল্লেখও করেছেন তার অবসর পোস্টে, 'সাদা জার্সিতে খেলার মাঝে একটা গভীর ব্যক্তিগত অনুভব আছে। নীরব পরিশ্রম, দীর্ঘদিনের সংগ্রাম, এমন অনেক ছোট ছোট মুহূর্ত — যেগুলো কেউ দেখে না, কিন্তু আজীবন মনে গেঁথে থাকে।'
অবসরের ঘোষণা দেওয়া যেকোনো ক্রিকেটারের জন্যই কঠিন। নিজের দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন সবার থাকে। কিন্তু বিদায়ের সিদ্ধান্ত যে সহজ নয় সেটি বলেছেন কোহলি অবসর বার্তায়, 'আমি যখন এই ফরম্যাট থেকে বিদায় নিচ্ছি, এটা সহজ নয় — কিন্তু সঠিক মনে হচ্ছে। আমি আমার সবকিছু দিয়েছি, আর এই খেলাটি আমাকে তার চেয়েও অনেক বেশি কিছু ফিরিয়ে দিয়েছে।'
দীর্ঘ এই পথচলায় যাদের পাশে পেয়েছেন তাদের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা, 'আমি কৃতজ্ঞতায় ভরা একটি হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি — এই খেলার জন্য, মাঠে যাদের সঙ্গে খেলেছি তাদের জন্য, আর সেই প্রতিটি মানুষের জন্য যারা আমাকে পথচলায় সম্মান জানিয়েছে। আমি সবসময় হাসিমুখে আমার টেস্ট ক্যারিয়ারের দিকে ফিরে তাকাবো।'
এর আগে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণীতেই সেই সংস্করণ থেকে দেন বিদায়ের ঘোষণা।
ভারতের হয়ে ১২৩ টেস্ট ম্যাচ খেলে ২১০ ইনিংস ব্যাটিং করেছেন কোহলি। তার নামের পাশে রয়েছে ৯ হাজার ৩২০ রান। শতক হাঁকিয়েছেন ৩০টি, দ্বিশতক আছে তার নামের পাশে ৭টি। আর অর্ধশতক ৩১টি।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান ভিরাট কোহলি- এমন একটি খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল দিন দুয়েক আগে। ‘নিতে চান’ ব্যাপারটি এখন হয়ে গেছে ‘নিয়ে ফেলেছেন।’ সাচিন টেন্ডুলকার পরবর্তী যুগের ভারতের সবচেয়ে বড় তারকা, খেলোয়াড়ি জীবনেই যিনি হয়ে উঠেছেন কিংবদন্তি, সেই কোহলিকে আর দেখা যাবে না ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণে।
গেল সপ্তাহেই সতীর্থ রোহিত শর্মা বিদায় বলেছিলেন টেস্ট ক্রিকেটকে। এরপর থেকেই আলোচনা উঠেছিল বিসিসিআইকে টেস্ট ক্যারিয়ার নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি।
আজ সোমবার (১২ মে) ইন্সটাগ্রামে পোস্ট করে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কোহলি।
অবসরের পোস্টে কোহলি লিখেছেন, 'টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি ব্লু পরেছিলাম আজ থেকে চৌদ্দ বছর আগে। সত্যি বলতে, কখনো কল্পনাও করিনি এই ফরম্যাট আমাকে এমন এক যাত্রায় নিয়ে যাবে। এটি আমাকে পরীক্ষা নিয়েছে, গড়েছে, আর এমন কিছু শিক্ষা দিয়েছে যা সারা জীবনের জন্য সঙ্গে থাকবে।'
টেস্ট ক্রিকেটের প্রতি যেকোনো খেলোয়াড়ের সীমাহীন আবেগ কাজ করে। এই সংস্করণকে ঘিরেই যত স্বপ্ন একজন ক্রিকেটারের। সেটি কোহলিরও আর তিনি সেটি উল্লেখও করেছেন তার অবসর পোস্টে, 'সাদা জার্সিতে খেলার মাঝে একটা গভীর ব্যক্তিগত অনুভব আছে। নীরব পরিশ্রম, দীর্ঘদিনের সংগ্রাম, এমন অনেক ছোট ছোট মুহূর্ত — যেগুলো কেউ দেখে না, কিন্তু আজীবন মনে গেঁথে থাকে।'
অবসরের ঘোষণা দেওয়া যেকোনো ক্রিকেটারের জন্যই কঠিন। নিজের দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন সবার থাকে। কিন্তু বিদায়ের সিদ্ধান্ত যে সহজ নয় সেটি বলেছেন কোহলি অবসর বার্তায়, 'আমি যখন এই ফরম্যাট থেকে বিদায় নিচ্ছি, এটা সহজ নয় — কিন্তু সঠিক মনে হচ্ছে। আমি আমার সবকিছু দিয়েছি, আর এই খেলাটি আমাকে তার চেয়েও অনেক বেশি কিছু ফিরিয়ে দিয়েছে।'
দীর্ঘ এই পথচলায় যাদের পাশে পেয়েছেন তাদের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা, 'আমি কৃতজ্ঞতায় ভরা একটি হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি — এই খেলার জন্য, মাঠে যাদের সঙ্গে খেলেছি তাদের জন্য, আর সেই প্রতিটি মানুষের জন্য যারা আমাকে পথচলায় সম্মান জানিয়েছে। আমি সবসময় হাসিমুখে আমার টেস্ট ক্যারিয়ারের দিকে ফিরে তাকাবো।'
এর আগে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণীতেই সেই সংস্করণ থেকে দেন বিদায়ের ঘোষণা।
ভারতের হয়ে ১২৩ টেস্ট ম্যাচ খেলে ২১০ ইনিংস ব্যাটিং করেছেন কোহলি। তার নামের পাশে রয়েছে ৯ হাজার ৩২০ রান। শতক হাঁকিয়েছেন ৩০টি, দ্বিশতক আছে তার নামের পাশে ৭টি। আর অর্ধশতক ৩১টি।

ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে আয়োজিত এই লিগ ক্রিস গেইল ও থিসারা পেরেরাদের জন্য মহা বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। খেলোয়াড়দের হোটেলে রেখে, আয়োজকরা শহর ত্যাগ করেছেন
২ দিন আগে
রুবাবা এর আগে ২০০৯-২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ছিলেন। ওই সময়ে গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় দলের স্পনসর ছিল
২ দিন আগে
বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের খেলোয়ার নির্বাচিত হয়েছেন নীলফামারীর কৃতি সন্তান সেলিম সাদমান সৃজন
৩ দিন আগে
রিয়ালের দাপুটে ফুটবলের সামনে কোনোরকম সুযোগই পায়নি ভেলেন্সিয়া। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে আলোন্সোর দল। ভালেন্সিয়ার চার শটের একটিই কেবল লক্ষ্যে ছিল। ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো রেয়ালের
৩ দিন আগেভূস্বর্গ খ্যাত কাশ্মীরে আয়োজিত এই লিগ ক্রিস গেইল ও থিসারা পেরেরাদের জন্য মহা বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। খেলোয়াড়দের হোটেলে রেখে, আয়োজকরা শহর ত্যাগ করেছেন
রুবাবা এর আগে ২০০৯-২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ছিলেন। ওই সময়ে গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় দলের স্পনসর ছিল
বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের খেলোয়ার নির্বাচিত হয়েছেন নীলফামারীর কৃতি সন্তান সেলিম সাদমান সৃজন
রিয়ালের দাপুটে ফুটবলের সামনে কোনোরকম সুযোগই পায়নি ভেলেন্সিয়া। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে আলোন্সোর দল। ভালেন্সিয়ার চার শটের একটিই কেবল লক্ষ্যে ছিল। ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো রেয়ালের