ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোর জয় দিয়ে শুরু করে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে সেই ম্যাচে হারিয়ে দারুণ ছন্দে থাকা টাইগারদের প্রতিপক্ষ এবার প্রতাপশালী ভারত। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

দুবাইতে এই ম্যাচে যে দলই জয়ী হবে, তারাই উঠে যাবে ফাইনালে। যদিও হেরে যাওয়া দলের জন্যও খোলা থাকবে ফাইনালের দরজা।

ফাইনালের টিকিট কাটতে মরিয়া ভারত এ ম্যাচে একাদশে কোনো পরিবর্তন না এনেই মাঠে নামতে পারে। তবে বাংলাদেশ একাদশে আসতে পারে পরিবর্তন।

ভারত ম্যাচকে সামনে রেখে অনুশীলন পর্বে চোট পান লিটন দাস। অনেকে আশঙ্কা করেছিলেন, বাংলাদেশ অধিনায়ক ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচ খেলতে পারবেন না। তবে আশার কথা, এই ম্যাচে খেলছেন লিটন।

এরপরও বাংলাদেশ দলে পরিবর্তন প্রায় নিশ্চিত। ইএসপিএনক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এ ম্যাচে পেসার শরীফুল ইসলামকে বসিয়ে মাঠে নামানো হতে পারে আরেক পেসার তানজিম হাসান সাকিবকে।

এছাড়া বাংলাদেশ দলে পরিবর্তন আসার আর তেমন কোনো সম্ভাবনা নেই।

ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুবমন গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদিপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুন চক্রবর্তী।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক, উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মাহেদি হাসান, নাসুদ আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

ক্যাটাগরি ২ থেকে ফায়াজুর রহমান ভুঁইয়া রোববার রাতেই সরে দাঁড়িয়েছেন। সবমিলিয়ে ক্লাব ক্যাটাগরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ১৪ জন। নতুন করে প্রবেশ করেছেন ইফতেখার রহমান মিঠু। ১৪ জন থেকে নির্বাচিত হবেন ১২ জন। এছাড়া বিভাগ ক্যাটাগরি থেকে ইতোমধ্যে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন

১০ ঘণ্টা আগে

মোট ৬১ শতাংশ বল দখলে রেখে তারা ১৩টি শট নেয়, যার মাত্র একটিই লক্ষ্যে ছিল। তবে সেই একটি শটই ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল। ৭৪তম মিনিটে আনদ্রাদার পাস থেকে ডিফেন্ডার ডিলান তমাস গোরোসিতো একমাত্র গোলটি করেন

১ দিন আগে

এমন খেলাধুলার আয়োজন সচরাচর না হওয়ায় তরুন যুবক ছেলেরা মাদকের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তাই অয়োজকদের ধন্যবাদ এমন উদ্যোগ গ্রহণ করার জন্য এবং ভবিষ্যতেও এমন সুন্দর টুর্নামেন্ট যেনো আয়োজিত হয় সেই প্রত্যাশা সকলের

১ দিন আগে

আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ

২ দিন আগে