অবিশ্বাস্য জয় পেল বাংলাদেশের টাইগ্রেস দল

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image

রিতু মনির বীরত্বে ৮ বল হাতে রেখে অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। এসময় রিতু মনির উদযাপনটা ছিল দেখার মতো। রেকর্ড জয়ের মাধ্যমে এমন উদযাপন জয়ের বীর কন্যাকেই মানায়।

ফ্রি হিট বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে নিজের অস্ত্র ব্যাটকে ছুঁড়ে ফেললেন। এরপর এক এক করে হেলমেট, গ্লাভস ছুঁড়ে মেরে সতীর্থদের উদযাপনের মধ্যেমণি হলেন।

আর এ নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের টানা দ্বিতীয় জয়ে রেকর্ডও গড়েছে বাংলাদেশ। ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ২৩৬ রান তাড়ার রেকর্ড গড়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। আগের সর্বোচ্চ ছিল ২১১ রান।

এর আগে এই লাহোরেই পাকিস্তানের বিপক্ষে ২০১৯ সালে করেছিল বাংলাদেশ। রেকর্ড রান তাড়ার শুরুটা অবশ্য ভালো ছিল বাংলাদেশের। দলীয় ২ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে শারমিন আক্তার সুপ্তাকে সঙ্গে নিয়ে ৫২ রানের জুটি গড়ে ধাক্কা সামলান জ্যোতি।

২৪ রানে সুপ্তা আউট হওয়ার পর দ্রুত ফেরেন সোবহানা মোস্তারিও। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে পথ দেখান অধিনায়ক জ্যোতি।

ফিফটি করার পরেই অবশ্য ফেরেন জ্যোতি। ব্যক্তিগত ৫১ রানে তার বিদায়ে ম্যাচের নিয়ন্ত্রন নেয় আয়ারল্যান্ড। কেননা এ সময় ৯৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

জিততে হলে বাংলাদেশের তখনো ১৪২ রান প্রয়োজন। পরে কঠিন এই পথটাই পাড়ি দিলেন রিতু মনি। তাকে অবশ্য যোগ্য সঙ্গ দিয়েছেন ফাহিমা খাতুন (২৮), জান্নাতুল ফেরদৌস (১৯) ও নাহিদা আক্তার (১৮*)।

সতীর্থরা সঙ্গ দেওয়ার পর ড্রেসিংরুমে ফিরলেও দমে যাননি রিতু মনি। বাংলাদেশকে জয় এনে দিয়েই ক্ষান্ত হয়েছেন তিনি। ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলার পথে মাঝে একবার চিকিৎসকেরও শরণাপন্ন হয়েছিলেন তিনি। তবে নিজের লক্ষ্যে ঠিকই অটুট ছিলেন ক্যারিয়ারে প্রথমবারের মতো ফিফটি করা রিতু মনি।

উল্লেখ্য, এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লরা ডিলানির ফিফটিতে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট ২৩৫ রান করে আয়ারল্যান্ডের মেয়েরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান ছিল ডিলানির। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রাবেয়া খান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনাল থেকে যোগ দেওয়ার পর থেকেই মার্টিনেজ ভিলার প্রথম পছন্দের গোলরক্ষক। তবে ৩২ বছর বয়সী এই গোলরক্ষক নিউক্যাসলের বিপক্ষে ভিলার মৌসুমের উদ্বোধনী ম্যাচে খেলেননি, যা তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়িয়েছে

১৫ ঘণ্টা আগে

ম্যাচে দাপট দেখালেও গোলশূন্য থাকতে হলো স্বাগতিক ইউনাইটেডকে। পুরো ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে

২ দিন আগে

পেশাদার ক্যারিয়ারে ২০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও থেমে নেই লিওনেল মেসির গোলমেশিন। বয়সের ছাপ উপেক্ষা করে আর্জেন্টাইন মহাতারকা এবার ছুঁলেন ৮৭৫ গোলের মাইলফলক—সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে কম ম্যাচ খেলে! যার মাধ্যমে ইতিহাসে দ্রুততম ৮৭৫ গোলদাতার রেকর্ড এখন মেসির দখলে।

৩ দিন আগে

এশিয়ান অভিযান ছিল চ্যালেঞ্জিং, তবে তাৎপর্যপূর্ণ জয়েও ভরপুর— যেমন ভারতের আইএসএলের শক্তিশালী দল মোহন বাগান সুপার জায়ান্টকে হারানো, অথবা সম্প্রতি সিরিয়ার ঐতিহ্যবাহী ক্লাব আল-কারামাহকে একমাত্র গোলে পরাজিত করা

৩ দিন আগে