চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশি আম্পায়ার সৈকত

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image

চ্যাম্পিয়নস ট্রফিতে থাকছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সেটা নিশ্চিত করেছে।

আইসিসি আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের ম্যাচ কর্মকর্তার নাম প্রকাশ করেছে। যাঁদের মধ্যে ১২ আম্পায়ার ও ৩ ম্যাচ রেফারি। সৈকতের সঙ্গে আম্পায়ারিং প্যানেলে থাকছেন কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো, পল রাইফেল, মাইকেল গফ, জোয়েল উইলসন, ক্রিস গ্যাফানি, অ্যালেক্স হোয়ার্ফ, আদ্রিয়ান হোল্ডস্টক, আহসান রাজা ও রড টাকার। ৩ ম্যাচ রেফারি হলেন ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ডি পাইক্রফট।

১২ আম্পায়ারের মধ্যে কেটেলবোরো, ধর্মসেনা, গ্যাফানি, ইলিংওয়ার্থ, রাইফেল, টাকার—এই ছয়জন সবশেষ ২০১৭ সালে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে ছিলেন। কেটেলবোরো লন্ডনের ওভালে ৮ বছর আগে ভারত-পাকিস্তানে ছিলেন মাঠের আম্পায়ার। সেই ফাইনালে টাকার ছিলেন তৃতীয় আম্পায়ারের দায়িত্বে। রিজার্ভ আম্পায়ার ছিলেন ধর্মসেনা। শিরোপা নির্ধারণী সেই ম্যাচে বুন ছিলেন ম্যাচ রেফারি। ১৮০ রানে জিতে পাকিস্তান সেবারই প্রথমবারের মতো পেয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি জয়ের স্বাদ।

আইসিসির এলিট প্যানেলে থাকায় সৈকতকে এখন বিদেশের দ্বিপক্ষীয় সিরিজে দেখা যাচ্ছে নিয়মিত। ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে আম্পায়ারিং করেছেন তিনি। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে যশস্বী জয়সওয়ালের আউটের সিদ্ধান্ত নিয়ে সৈকত বেশ সাড়া ফেলে দিয়েছিলেন। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) তাঁকে আম্পায়ারিং করতে দেখা গেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

সংবাদ সম্মেলনে অধিনায়ক অর্পিতা বিশ্বাস বলেন, ‘এতদিন আমরা কঠোর পরিশ্রম করেছি। চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে জেতার। পাশাপাশি শিখব’

৫ ঘণ্টা আগে

২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনাল থেকে যোগ দেওয়ার পর থেকেই মার্টিনেজ ভিলার প্রথম পছন্দের গোলরক্ষক। তবে ৩২ বছর বয়সী এই গোলরক্ষক নিউক্যাসলের বিপক্ষে ভিলার মৌসুমের উদ্বোধনী ম্যাচে খেলেননি, যা তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়িয়েছে

১ দিন আগে

ম্যাচে দাপট দেখালেও গোলশূন্য থাকতে হলো স্বাগতিক ইউনাইটেডকে। পুরো ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে

২ দিন আগে

পেশাদার ক্যারিয়ারে ২০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও থেমে নেই লিওনেল মেসির গোলমেশিন। বয়সের ছাপ উপেক্ষা করে আর্জেন্টাইন মহাতারকা এবার ছুঁলেন ৮৭৫ গোলের মাইলফলক—সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে কম ম্যাচ খেলে! যার মাধ্যমে ইতিহাসে দ্রুততম ৮৭৫ গোলদাতার রেকর্ড এখন মেসির দখলে।

৩ দিন আগে