রাজনীতিতে আসা ভুল ছিল না: সাকিব

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

২০২৪ এর ৫ আগস্ট গণ অভূত্থ্যানে শেখ হাসিনা সরকারের পতনের মধ্যদিয়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিব আল হাসান আর দেশে ফিরতে পারেননি। সেপ্টেম্বরে কানপুর টেস্টের পর আর কোনো খেলায় অংশ নিতে পারেননি তিনি। এমনকি বাংলাদেশ দলের হয়েও তাকে আর কোনো খেলায় তাকে দেখা যায়নি।

তবে তিনি এখনো লাল-সবুজের জার্সিতে খেলার স্বপ্ন দেখেন। দেশের হয়ে খেলেই অবসর নিতে চান ইতিহাসের সর্বকালের সেরা এই ক্রিকেটার।

মাত্র ৬ মাসের রাজনৈতিক ক্যারিয়ার ছিল তার। আর এতেই তার সবকিছুই যেন ওলট-পালট হয়ে গেল। রাজনৈতিক পালাবদলের পর তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশের একটি ইংরেজি দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভাবনার কথা জানিয়েছেন তিনি।

রাজনীতিতে আসার সিদ্ধান্ত প্রসঙ্গে সাকিব আল হাসান বলেছেন, ‘‘দেখুন, ব্যাপারটা হলো, রাজনীতিতে যোগ দেওয়া যদি আমার জন্য ভুল হয়ে থাকে, তবে ভবিষ্যতে যে কেউ রাজনীতিতে যোগ দিলে সেটাও ভুল হবে। ডাক্তার, ব্যারিস্টার, ব্যবসায়ী- যেই হোক, কেউ রাজনীতিতে যোগ দিলে ভুল হতেই পারে। রাজনীতিতে যোগ দেওয়া যেকোনো নাগরিকের অধিকার এবং যে কেউ তা করতে পারে। মানুষ আপনাকে ভোট দেবে কি দেবে না, সেটা তাদের নিজের ব্যাপার। আমি যখন যোগ দিয়েছিলাম, তখন আমি সঠিক ছিলাম বলে মনে করি এবং আমি এখনো বিশ্বাস করি যে আমি তখন সঠিক ছিলাম। কারণ রাজনীতিতে আসার পেছনে আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা। আমি অনুভব করেছি, আমি তাদের জন্য কিছু করতে পারি। আমি এটাও অনুভব করেছি যে মাগুরার মানুষ আমাকে চেয়েছিল।’’

নির্বাচনে জয় লাভ করা প্রসঙ্গে সাকিব আরও বলেছেন, ‘‘আমি বিশ্বাস করি, আমার নির্বাচনী এলাকায় একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং আমি মনে করি না যে আমি যদি আবার দাঁড়াই, তবে অন্য কেউ সেখানে জিততে পারবে। সুতরাং স্বাভাবিকভাবেই আমি যা করেছি, তাতে আমি কোনো ভুল দেখি না। যখন আমি নির্বাচনে দাঁড়াই, তখন আমি মাগুরার মানুষের সেবা করার সুযোগ চেয়েছিলাম। মানুষ আমাকে সেই সুযোগ দিয়েছিল। দুর্ভাগ্যবশত, আমি তাদের যেভাবে সেবা করতে চেয়েছিলাম, সেভাবে পারিনি। এটা আমি মেনে নিয়েছি।’’

মানুষের সেবা করার জন্য রাজনীতিতেই আসতে হবে কেন- সেটার ব্যাখায় সাকিব বলেন, ‘‘আমি সবসময় মনে করি, যদি কেউ উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চায়, তবে তাকে সিস্টেমের ভেতরে আসতে হবে। কারণ, সিস্টেমের অংশ না হয়ে আপনি সেটাকে কীভাবে বদলাবেন? যেসব মানুষ এখন দেশ চালাচ্ছে, তারা যদি সিস্টেমের বাইরে থাকত, তাহলে তারা যে পরিবর্তনগুলো চেয়েছিল তা কি আনতে পারত?”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনাল থেকে যোগ দেওয়ার পর থেকেই মার্টিনেজ ভিলার প্রথম পছন্দের গোলরক্ষক। তবে ৩২ বছর বয়সী এই গোলরক্ষক নিউক্যাসলের বিপক্ষে ভিলার মৌসুমের উদ্বোধনী ম্যাচে খেলেননি, যা তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়িয়েছে

১৩ ঘণ্টা আগে

ম্যাচে দাপট দেখালেও গোলশূন্য থাকতে হলো স্বাগতিক ইউনাইটেডকে। পুরো ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে

২ দিন আগে

পেশাদার ক্যারিয়ারে ২০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও থেমে নেই লিওনেল মেসির গোলমেশিন। বয়সের ছাপ উপেক্ষা করে আর্জেন্টাইন মহাতারকা এবার ছুঁলেন ৮৭৫ গোলের মাইলফলক—সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে কম ম্যাচ খেলে! যার মাধ্যমে ইতিহাসে দ্রুততম ৮৭৫ গোলদাতার রেকর্ড এখন মেসির দখলে।

২ দিন আগে

এশিয়ান অভিযান ছিল চ্যালেঞ্জিং, তবে তাৎপর্যপূর্ণ জয়েও ভরপুর— যেমন ভারতের আইএসএলের শক্তিশালী দল মোহন বাগান সুপার জায়ান্টকে হারানো, অথবা সম্প্রতি সিরিয়ার ঐতিহ্যবাহী ক্লাব আল-কারামাহকে একমাত্র গোলে পরাজিত করা

৩ দিন আগে