অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার আগে বড় মুখ করে নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছেন।
এর আগে হেড কোচ ফিল সিমন্সও বলেন, চ্যাম্পিয়ন হতে পারব, যদি এই বিশ্বাস না থাকতো; তবে আমি এই দলের সঙ্গে থাকতাম না।
যদিও সব কিছু বিবেচনায় শান্তর কথায় অনেকেই ভরসা রাখতে পারেননি। কেন পারেননি, সেই বাস্তবতার দেখা মিলেছে দুই ম্যাচ পরই। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।
আইসিসির কোনো টুর্নামেন্ট খেলার আগে বাংলাদেশের কোনো অধিনায়ক শিরোপা জেতা বা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের বলেছেন, অতীতে এমন দেখা যায়নি। তাই শান্তর ওই বক্তব্যে শোরগোল পড়ে গিয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছিল নানামুখী আলোচনা। তবে দুই ম্যাচ পর চলছে কেবলই সমালোচনা। বাংলাদেশ দল রীতিমতো হাসির খোরাকে পরিণত হয়েছে, বয়ে যাচ্ছে ট্রলের ঝড়।
এরপর অবশ্য শান্ত জানালেন, লক্ষ্য তাদের ঠিকই ছিল। কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারায় ফল পক্ষে আসেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পরও আগের ভাবনায় অটল বাংলাদেশ। সংবাদ সম্মেলনে বিষয়টি উঠলে শান্ত বলেন, 'আমার কাছে এ রকম মনে হয় না (চ্যাম্পিয়ন হওয়ার কথা বলায় দল চাপে পড়েছে)। কারণ, দলে যতগুলো ক্রিকেটার ছিল, সবাই এই স্বপ্ন নিয়েই এসেছিল। আমার মনে হয় যে, যদি বড় স্বপ্ন না-ই দেখি, তাহলে আসলে কীভাবে খেলব! এখানে তো শুধু লড়াই করতে আসিনি, জিততে এসেছি।'
লক্ষ্য, স্বপ্ন বা অন্য যেকোনো আলোচনা; কিন্তু বাস্তবতাটা বাংলাদেশের জন্য কঠিন। শিরোপা জেতার কথা বলে গিয়ে দুই ম্যাচে বাজেভাবে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে তাদের। ব্যর্থতার দায় মেনে নিয়েছেন শান্ত। পাশাপাশি শেষটা ভালো করায় চোখ তার। বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন।
স্বপ্ন দেখলেই হবে না, সেই অনুযায়ী কাজ করতে হবে জানিয়ে শান্ত বলেন, 'হ্যাঁ, ফলাফল হয়নি। কিন্তু আমাদের দলে আমরা যারা আছি, সব সময় স্বপ্নটা বড় দেখার চেষ্টা করি। এটার জন্য স্বপ্ন দেখলেই হবে না, ওই অনুযায়ী কাজ করতে হবে। এই টুর্নামেন্টে হয়নি। পরে আরেকটি ম্যাচ আছে। সেই ম্যাচটি আমরা কীভাবে ভালো করতে পারি, এটায় মনোযোগ দেওয়া উচিত।'
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার আগে বড় মুখ করে নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছেন।
এর আগে হেড কোচ ফিল সিমন্সও বলেন, চ্যাম্পিয়ন হতে পারব, যদি এই বিশ্বাস না থাকতো; তবে আমি এই দলের সঙ্গে থাকতাম না।
যদিও সব কিছু বিবেচনায় শান্তর কথায় অনেকেই ভরসা রাখতে পারেননি। কেন পারেননি, সেই বাস্তবতার দেখা মিলেছে দুই ম্যাচ পরই। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।
আইসিসির কোনো টুর্নামেন্ট খেলার আগে বাংলাদেশের কোনো অধিনায়ক শিরোপা জেতা বা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের বলেছেন, অতীতে এমন দেখা যায়নি। তাই শান্তর ওই বক্তব্যে শোরগোল পড়ে গিয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছিল নানামুখী আলোচনা। তবে দুই ম্যাচ পর চলছে কেবলই সমালোচনা। বাংলাদেশ দল রীতিমতো হাসির খোরাকে পরিণত হয়েছে, বয়ে যাচ্ছে ট্রলের ঝড়।
এরপর অবশ্য শান্ত জানালেন, লক্ষ্য তাদের ঠিকই ছিল। কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারায় ফল পক্ষে আসেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পরও আগের ভাবনায় অটল বাংলাদেশ। সংবাদ সম্মেলনে বিষয়টি উঠলে শান্ত বলেন, 'আমার কাছে এ রকম মনে হয় না (চ্যাম্পিয়ন হওয়ার কথা বলায় দল চাপে পড়েছে)। কারণ, দলে যতগুলো ক্রিকেটার ছিল, সবাই এই স্বপ্ন নিয়েই এসেছিল। আমার মনে হয় যে, যদি বড় স্বপ্ন না-ই দেখি, তাহলে আসলে কীভাবে খেলব! এখানে তো শুধু লড়াই করতে আসিনি, জিততে এসেছি।'
লক্ষ্য, স্বপ্ন বা অন্য যেকোনো আলোচনা; কিন্তু বাস্তবতাটা বাংলাদেশের জন্য কঠিন। শিরোপা জেতার কথা বলে গিয়ে দুই ম্যাচে বাজেভাবে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে তাদের। ব্যর্থতার দায় মেনে নিয়েছেন শান্ত। পাশাপাশি শেষটা ভালো করায় চোখ তার। বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন।
স্বপ্ন দেখলেই হবে না, সেই অনুযায়ী কাজ করতে হবে জানিয়ে শান্ত বলেন, 'হ্যাঁ, ফলাফল হয়নি। কিন্তু আমাদের দলে আমরা যারা আছি, সব সময় স্বপ্নটা বড় দেখার চেষ্টা করি। এটার জন্য স্বপ্ন দেখলেই হবে না, ওই অনুযায়ী কাজ করতে হবে। এই টুর্নামেন্টে হয়নি। পরে আরেকটি ম্যাচ আছে। সেই ম্যাচটি আমরা কীভাবে ভালো করতে পারি, এটায় মনোযোগ দেওয়া উচিত।'
২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনাল থেকে যোগ দেওয়ার পর থেকেই মার্টিনেজ ভিলার প্রথম পছন্দের গোলরক্ষক। তবে ৩২ বছর বয়সী এই গোলরক্ষক নিউক্যাসলের বিপক্ষে ভিলার মৌসুমের উদ্বোধনী ম্যাচে খেলেননি, যা তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়িয়েছে
২১ ঘণ্টা আগেম্যাচে দাপট দেখালেও গোলশূন্য থাকতে হলো স্বাগতিক ইউনাইটেডকে। পুরো ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে
২ দিন আগেপেশাদার ক্যারিয়ারে ২০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও থেমে নেই লিওনেল মেসির গোলমেশিন। বয়সের ছাপ উপেক্ষা করে আর্জেন্টাইন মহাতারকা এবার ছুঁলেন ৮৭৫ গোলের মাইলফলক—সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে কম ম্যাচ খেলে! যার মাধ্যমে ইতিহাসে দ্রুততম ৮৭৫ গোলদাতার রেকর্ড এখন মেসির দখলে।
৩ দিন আগেএশিয়ান অভিযান ছিল চ্যালেঞ্জিং, তবে তাৎপর্যপূর্ণ জয়েও ভরপুর— যেমন ভারতের আইএসএলের শক্তিশালী দল মোহন বাগান সুপার জায়ান্টকে হারানো, অথবা সম্প্রতি সিরিয়ার ঐতিহ্যবাহী ক্লাব আল-কারামাহকে একমাত্র গোলে পরাজিত করা
৩ দিন আগে২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনাল থেকে যোগ দেওয়ার পর থেকেই মার্টিনেজ ভিলার প্রথম পছন্দের গোলরক্ষক। তবে ৩২ বছর বয়সী এই গোলরক্ষক নিউক্যাসলের বিপক্ষে ভিলার মৌসুমের উদ্বোধনী ম্যাচে খেলেননি, যা তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়িয়েছে
ম্যাচে দাপট দেখালেও গোলশূন্য থাকতে হলো স্বাগতিক ইউনাইটেডকে। পুরো ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে
পেশাদার ক্যারিয়ারে ২০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও থেমে নেই লিওনেল মেসির গোলমেশিন। বয়সের ছাপ উপেক্ষা করে আর্জেন্টাইন মহাতারকা এবার ছুঁলেন ৮৭৫ গোলের মাইলফলক—সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে কম ম্যাচ খেলে! যার মাধ্যমে ইতিহাসে দ্রুততম ৮৭৫ গোলদাতার রেকর্ড এখন মেসির দখলে।
এশিয়ান অভিযান ছিল চ্যালেঞ্জিং, তবে তাৎপর্যপূর্ণ জয়েও ভরপুর— যেমন ভারতের আইএসএলের শক্তিশালী দল মোহন বাগান সুপার জায়ান্টকে হারানো, অথবা সম্প্রতি সিরিয়ার ঐতিহ্যবাহী ক্লাব আল-কারামাহকে একমাত্র গোলে পরাজিত করা