নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে, ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে নিথর পড়ে আছেন তামিম ইকবাল। তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করছেন চিকিৎসকরা। তাতে প্রাথমিক বিপদ কেটে গেলেও এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনার। পরবর্তী ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকছেন তিনি।
বিকেএসপির ৩ নম্বর মাঠে গতকাল সোমবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় মোহামেডান। নির্ধারিত সময়েই টস করেন তামিম। এরপর ড্রেসিং রুমে ফিরে তীব্র বুক ব্যথার কথা বলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
ম্যাচ রেফারি দেবব্রত পালের অনুমতি নিয়ে তামিমকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে যায় মোহামেডান কর্তৃপক্ষ। ইসিজি ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষায় কিছুটা সমস্যা দেখা দিলে তামিমকে হাসপাতালে থাকতে বলেন চিকিৎসকরা। দেবব্রত পাল জানান, তামিম তখন নিজ থেকেই মোহামেডান কর্মকর্তাদের ঢাকায় যাওয়ার ইচ্ছা পোষণ করেন। তাই দ্রুত সময়ের মধ্যে বিকেএসপির মাঠে আনা হয় এয়ার অ্যাম্বুলেন্স।
হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরলেও এয়ার অ্যাম্বুলেন্সে উঠতে পারেননি তামিম। বরং তখনই আরেক দফায় বাড়ে বুকের ব্যথা। পরে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ওই সময়ই ম্যাসিভ হার্ট অ্যাটাক করেন তামিম।
এই ঘটনার পর পুরো ক্রিকেট মহলে নেমে আসে শঙ্কার ছায়া। দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়। শুরুতে ঢাকায় নেওয়ার পরিকল্পনা থাকলেও সময়ের কথা মাথায় রেখে তাৎক্ষণিকভাবে সাভারের কেপিজি হাসপাতালে ভর্তি করা হয় তামিমকে। সেখানে টানা সিপিআর ও ডিসি শক দেওয়া হয়, যার ফলে তার অবস্থা কিছুটা স্থিতিশীল হয়। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুত অস্ত্রোপচার করে হার্টে একটি রিং পরানো হয়।
চিকিৎসকদের মতে, পরবর্তী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তামিমকে। তবে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল। তার ভাষ্যমতে, বর্তমানে তামিমের অবস্থা স্থিতিশীল এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তামিম ঘুমিয়ে আছেন।
মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপনও জানান, আজ মঙ্গলবার দুপুরে তামিমের কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করানো হবে। সবকিছু ঠিক থাকলে তাকে সন্ধ্যা বা রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।
এদিকে তামিমের হঠাৎ অসুস্থতায় ভেঙে পড়েছেন তার সতীর্থ ও ভক্তরা। দেশ-বিদেশের অসংখ্য ক্রিকেটার, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। ভারতের সাবেক ক্রিকেটাররাও তার জন্য শুভকামনা জানিয়েছেন। বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও সামাজিক মাধ্যমে তামিমের দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন।
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এখন প্রার্থনা করছেন, তামিম ইকবাল যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে, ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে নিথর পড়ে আছেন তামিম ইকবাল। তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করছেন চিকিৎসকরা। তাতে প্রাথমিক বিপদ কেটে গেলেও এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনার। পরবর্তী ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকছেন তিনি।
বিকেএসপির ৩ নম্বর মাঠে গতকাল সোমবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় মোহামেডান। নির্ধারিত সময়েই টস করেন তামিম। এরপর ড্রেসিং রুমে ফিরে তীব্র বুক ব্যথার কথা বলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
ম্যাচ রেফারি দেবব্রত পালের অনুমতি নিয়ে তামিমকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে যায় মোহামেডান কর্তৃপক্ষ। ইসিজি ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষায় কিছুটা সমস্যা দেখা দিলে তামিমকে হাসপাতালে থাকতে বলেন চিকিৎসকরা। দেবব্রত পাল জানান, তামিম তখন নিজ থেকেই মোহামেডান কর্মকর্তাদের ঢাকায় যাওয়ার ইচ্ছা পোষণ করেন। তাই দ্রুত সময়ের মধ্যে বিকেএসপির মাঠে আনা হয় এয়ার অ্যাম্বুলেন্স।
হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরলেও এয়ার অ্যাম্বুলেন্সে উঠতে পারেননি তামিম। বরং তখনই আরেক দফায় বাড়ে বুকের ব্যথা। পরে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ওই সময়ই ম্যাসিভ হার্ট অ্যাটাক করেন তামিম।
এই ঘটনার পর পুরো ক্রিকেট মহলে নেমে আসে শঙ্কার ছায়া। দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়। শুরুতে ঢাকায় নেওয়ার পরিকল্পনা থাকলেও সময়ের কথা মাথায় রেখে তাৎক্ষণিকভাবে সাভারের কেপিজি হাসপাতালে ভর্তি করা হয় তামিমকে। সেখানে টানা সিপিআর ও ডিসি শক দেওয়া হয়, যার ফলে তার অবস্থা কিছুটা স্থিতিশীল হয়। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুত অস্ত্রোপচার করে হার্টে একটি রিং পরানো হয়।
চিকিৎসকদের মতে, পরবর্তী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তামিমকে। তবে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল। তার ভাষ্যমতে, বর্তমানে তামিমের অবস্থা স্থিতিশীল এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তামিম ঘুমিয়ে আছেন।
মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপনও জানান, আজ মঙ্গলবার দুপুরে তামিমের কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করানো হবে। সবকিছু ঠিক থাকলে তাকে সন্ধ্যা বা রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।
এদিকে তামিমের হঠাৎ অসুস্থতায় ভেঙে পড়েছেন তার সতীর্থ ও ভক্তরা। দেশ-বিদেশের অসংখ্য ক্রিকেটার, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। ভারতের সাবেক ক্রিকেটাররাও তার জন্য শুভকামনা জানিয়েছেন। বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও সামাজিক মাধ্যমে তামিমের দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন।
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এখন প্রার্থনা করছেন, তামিম ইকবাল যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।
হামজা চৌধুরীর পর প্রবাসী ফুটবলাররা লাল সবুজ জার্সিতে খেলার জন্য আগ্রহ দেখাচ্ছেন। হামজার পর সেই তালিকায় আছেন কানাডা প্রবাসী সামিত সোম। সামিত সোমের বিষয়ে অনেক এগিয়ে গিয়েছে বাফুফে।
১৮ ঘণ্টা আগেলিটন দাসই হলেন জাতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক। এ সংস্করণে নেতৃত্ব তিনি পেতে যাচ্ছেন, এ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা ছিল। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে এর আগে আপৎকালীন অধিনায়ক হিসেবে চারটি টি–টোয়েন্টিতে অধিনায়কত্ব করা লিটনকে।
১ দিন আগেব্যাট হাতে দারুণ ছন্দে বিরাট কোহলি মাঠে নামলেই ছোটান রানের ফুলঝুরি। আইপিএলে নেতৃত্ব এবং ব্যাট হাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দিয়ে যাচ্ছেন দারুণ সমর্থন। তবে এবারে সামাজিক যোগাযোগমাধ্যমের বিব্রতকর এক পরিস্থিতিতে পড়েছেন ভারতের এই বিখ্যাত ক্রিকেটার।
৩ দিন আগেভারতীয় সংবাদ মাধ্যমে ‘টাইমস অব ইন্ডিয়া’ শুক্রবার (২ মে) বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে সিরিজ খেলতে নাও আসতে পারে ভারত।
৪ দিন আগেহামজা চৌধুরীর পর প্রবাসী ফুটবলাররা লাল সবুজ জার্সিতে খেলার জন্য আগ্রহ দেখাচ্ছেন। হামজার পর সেই তালিকায় আছেন কানাডা প্রবাসী সামিত সোম। সামিত সোমের বিষয়ে অনেক এগিয়ে গিয়েছে বাফুফে।
লিটন দাসই হলেন জাতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক। এ সংস্করণে নেতৃত্ব তিনি পেতে যাচ্ছেন, এ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা ছিল। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে এর আগে আপৎকালীন অধিনায়ক হিসেবে চারটি টি–টোয়েন্টিতে অধিনায়কত্ব করা লিটনকে।
ব্যাট হাতে দারুণ ছন্দে বিরাট কোহলি মাঠে নামলেই ছোটান রানের ফুলঝুরি। আইপিএলে নেতৃত্ব এবং ব্যাট হাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দিয়ে যাচ্ছেন দারুণ সমর্থন। তবে এবারে সামাজিক যোগাযোগমাধ্যমের বিব্রতকর এক পরিস্থিতিতে পড়েছেন ভারতের এই বিখ্যাত ক্রিকেটার।
ভারতীয় সংবাদ মাধ্যমে ‘টাইমস অব ইন্ডিয়া’ শুক্রবার (২ মে) বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে সিরিজ খেলতে নাও আসতে পারে ভারত।