শনির দশা কাটছেই না সাকিবের, এবার যে দুঃসংবাদ

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
সাকিব আল হাসান, ছবি: সংগৃহীত

সময় একদমই ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। অবসরের ঠিক আগে আগে ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার। দুই দফায় পরীক্ষা দিয়েও ত্রুটি বোলিং অ্যাকশনের ট্যাগ সরাতে পারেননি নামের পাশ থেকে।

তবে ব্যাটার হিসেবে তো খেলা যাচ্ছিলই। কিন্তু রাজনৈতিক কারণে নিজ দেশের বিপিএলেও শেষমেশ খেলা হয়নি সাকিবের। বাদ পড়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও। আর এবার সাকিব দল হারালেন যুক্তরাষ্ট্রের লিগ মেজর লিগ ক্রিকেট থেকেও।

মেজর লিগ ক্রিকেটে গত মৌসুমে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব। তবে চলতি মৌসুমের জন্য তাকে আর ধরে রাখেনি দলটি। সাকিবকে বাদ দিয়ে আসন্ন মৌসুমের জন্য ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, সুনিল নারিন ও অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেন্সার জনসনকে ধরে রেখেছে তারা।

দেশি খেলোয়াড়ের ক্ষেত্রে অবশ্য এক ঝাঁক মার্কিন ক্রিকেটারকে ধরে রেখেছে লস অ্যাঞ্জেলস। এই তালিকায় আছেন আলী খান, নীতিশ কুমার, উন্মুক্ত চাঁদ, আদিত্য গণেশ, কোর্নে ড্রাই, সাইফ বদর, শ্যাডলি ফন শাল্কউইক ও ম্যাথু ট্রম্প।

লস অ্যাঞ্জেলসের হয়ে গত মৌসুমে চার ম্যাচে ব্যাট হাতে ৬০ রান ও একটি উইকেট নিয়েছেন সাকিব। তবে বেশিরভাগ ম্যাচেই তাকে ছাড়া মাঠে নেমেছে দলটি। এবার তো ছেড়েই দিল। সাকিব ছাড়াও ক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ইংল্যান্ডের জেসন রয় ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পাকে ছেড়ে দিয়েছে দলটি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

সংবাদ সম্মেলনে অধিনায়ক অর্পিতা বিশ্বাস বলেন, ‘এতদিন আমরা কঠোর পরিশ্রম করেছি। চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে জেতার। পাশাপাশি শিখব’

৫ ঘণ্টা আগে

২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনাল থেকে যোগ দেওয়ার পর থেকেই মার্টিনেজ ভিলার প্রথম পছন্দের গোলরক্ষক। তবে ৩২ বছর বয়সী এই গোলরক্ষক নিউক্যাসলের বিপক্ষে ভিলার মৌসুমের উদ্বোধনী ম্যাচে খেলেননি, যা তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়িয়েছে

১ দিন আগে

ম্যাচে দাপট দেখালেও গোলশূন্য থাকতে হলো স্বাগতিক ইউনাইটেডকে। পুরো ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে

২ দিন আগে

পেশাদার ক্যারিয়ারে ২০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও থেমে নেই লিওনেল মেসির গোলমেশিন। বয়সের ছাপ উপেক্ষা করে আর্জেন্টাইন মহাতারকা এবার ছুঁলেন ৮৭৫ গোলের মাইলফলক—সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে কম ম্যাচ খেলে! যার মাধ্যমে ইতিহাসে দ্রুততম ৮৭৫ গোলদাতার রেকর্ড এখন মেসির দখলে।

৩ দিন আগে