রাতে অবসরের ঘোষণা, মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। গতকাল বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মুশফিক নিজেই অবসরের কথা জানিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফর্ম্যান্স করার পর নানা সমালোচনার মুখে পড়েছিলেন মুশফিকুর রহিম।

পোস্টে মুশফিক লেখেন, ‘আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজকের পর থেকে ওয়ানডে থেকে আমি অবসর নিয়ে নিচ্ছি।’

এদিকে আজ বৃহস্পতিবার মিরপুরে খেলা শুরুর তখনও প্রায় ঘণ্টাখানেক সময় বাকি। ওয়ার্ম-আপ সেশনের জন্য দলের অন্য অনেকের আগেই মাঠে নেমে গেলেন মুশফিকুর রহিম। এটা অবশ্য বরাবরের নিয়মিত দৃশ্য। তবে কিছুক্ষণ পর বদলে গেল চিত্র। ম্যাচ শুরুর আগে সবাই মাঠে ঢুকে গেলেন। কিন্তু সীমানার বাইরে অপেক্ষায় রাখা হলো মুশফিককে।

পরমুহূর্তেই পরিষ্কার হয়ে গেল সবকিছু। দুই সারিতে মুখোমুখি দাঁড়িয়ে গেলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। তাদের ‘মাঝ দিয়ে মাঠে প্রবেশ করলেন সদ্য ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অনেক সাফল্যের নায়ক মাঠ থেকে বিদায় বলতে পারেননি। তবে অবসরের ঘোষণা দিয়ে পরদিন সকালে ‘গার্ড অব অনার’ পেলেন তিনি ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে।

মুশফিকের অবসরের পর ফেসবুকে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা আবেগঘন বার্তা দিয়েছেন।

ডিপিএলে মোহামেডানের জার্সিতে খেলছেন মুশফিকুর রহিম। আজকের ম্যাচে মিরপুরে রূপগঞ্জ টাইগার্সের মুখোমুখি হয়েছে মোহামেডান। ম্যাচ শুরুর সময় এই উইকেটরক্ষক ব্যাটারকে গার্ড অব অনার দেয় সাদা কালো শিবিরের ক্রিকেটাররা। মূলত আন্তর্জাতিক ক্রিকেট (সাদা বলে) থেকে বিদায় নেয়ায় তাকে এই গার্ড অব অনার দেয়া হয়।

ম্যাচ শুরুর আগে সারিবদ্ধভাবে দুই পাশে দাঁড়ান মোহামেডানের ক্রিকেটাররা, মাঝখান দিয়ে মাঠে নামেন মুশফিক। গার্ড অব অনারের সময় ছিলেন তার দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজরা।

তবে সাদা বলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্টে খেলা চালিয়ে যাবেন এই উইকেটরক্ষক ব্যাটার।

ওয়ানডেতে গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সমাপ্তি টানলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে এই সংস্করণে ২৭৪টি ম্যাচ খেলে ৩৬.৪২ গড়ে ৭ হাজার ৭৯৫ রান করেছেন তিনি। এছাড়া, এই ফরম্যাট ছাড়ার আগে মুশফিকের ঝুলিতে রয়েছে ২৪৩টি ক্যাচ, আর ৫৬টি স্ট্যাম্পিং।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনাল থেকে যোগ দেওয়ার পর থেকেই মার্টিনেজ ভিলার প্রথম পছন্দের গোলরক্ষক। তবে ৩২ বছর বয়সী এই গোলরক্ষক নিউক্যাসলের বিপক্ষে ভিলার মৌসুমের উদ্বোধনী ম্যাচে খেলেননি, যা তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়িয়েছে

১৮ ঘণ্টা আগে

ম্যাচে দাপট দেখালেও গোলশূন্য থাকতে হলো স্বাগতিক ইউনাইটেডকে। পুরো ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে

২ দিন আগে

পেশাদার ক্যারিয়ারে ২০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও থেমে নেই লিওনেল মেসির গোলমেশিন। বয়সের ছাপ উপেক্ষা করে আর্জেন্টাইন মহাতারকা এবার ছুঁলেন ৮৭৫ গোলের মাইলফলক—সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে কম ম্যাচ খেলে! যার মাধ্যমে ইতিহাসে দ্রুততম ৮৭৫ গোলদাতার রেকর্ড এখন মেসির দখলে।

৩ দিন আগে

এশিয়ান অভিযান ছিল চ্যালেঞ্জিং, তবে তাৎপর্যপূর্ণ জয়েও ভরপুর— যেমন ভারতের আইএসএলের শক্তিশালী দল মোহন বাগান সুপার জায়ান্টকে হারানো, অথবা সম্প্রতি সিরিয়ার ঐতিহ্যবাহী ক্লাব আল-কারামাহকে একমাত্র গোলে পরাজিত করা

৩ দিন আগে