যে কারণে বিসিবির নির্বাচকের দায়িত্ব ছাড়লেন হান্নান সরকার

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image

জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করছেন হান্নান সরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। নির্বাচক পদে বেতনকে আকর্ষণীয় মনে করেননি হান্নান সরকার। আর্থিক নিরাপত্তাহীনতার পাশাপাশি চুক্তিভিত্তিক নিয়োগ হওয়ায় অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে এক মাসের নোটিশে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানা যায়।

হান্নান সরকার দেশীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি বিশ্বাস করি, নির্বাচকের পদটি খুবই সম্মানজনক। কিন্তু বাস্তবতা হলো আর্থিকভাবে স্বচ্ছল থাকার মতো না। প্রথমত বেতন কম, দ্বিতীয়ত চুক্তিভিত্তিক নিয়োগ। এ ধরনের চাকরিতে বেতন বেশি হলে ঠিক ছিল। দুই বা তিন মেয়াদে চাকরি করলে সঞ্চয় থাকত। এখন দিন এনে দিন খাওয়ার মতো। এর চেয়ে কোচিং করালে ভবিষ্যৎ আছে।’

এক্ষেত্রে আরেক দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে উদাহরণ হিসেবে টেনেছেন হান্নান সরকার। বর্তমানে জাতীয় দলের সহকারী কোচের ভূমিকায় আছেন সালাউদ্দিন। তাঁর উদাহরণ টেনে হান্নান সরকার বলেছেন, ‘মোহাম্মদ সালাউদ্দিন ভাই আমাদের পথপ্রদর্শক। আশা করি, তিনি জাতীয় দলের প্রধান কোচ হবেন। ভালো কাজ করলে আমরাও একদিন জাতীয় দলে কাজ করার সুযোগ পেতে পারি। বিসিবিতে সম্মানজনক বেতন পেলে কোচ হিসেবে থাকতে চাই।’

জাতীয় দলে কাজ করার আগে বয়সভিত্তিক দলে কাজ করেছিলেন হান্নান সরকার। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের নির্বাচক প্যানেলে ছিলেন তিনি। দীর্ঘদিন বয়সভিত্তিক ক্রিকেটে নির্বাচকের দায়িত্ব পালন করা হান্নানকে গত বছর আনা হয় জাতীয় দলের দায়িত্বে।

এর আগে গত বছরের ১২ ফেব্রুয়ারি গাজী আশরাফ লিপুর প্যানেলে সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব নেন হান্নান সরকার। বিসিবির সঙ্গে সাবেক এ ব্যাটসম্যানের চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, চুক্তি অনুযায়ী মাসে ১ লাখ ২৫ হাজার টাকা বেতনে নিয়োগ পেয়েছিলেন তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

সংবাদ সম্মেলনে অধিনায়ক অর্পিতা বিশ্বাস বলেন, ‘এতদিন আমরা কঠোর পরিশ্রম করেছি। চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে জেতার। পাশাপাশি শিখব’

১০ ঘণ্টা আগে

২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনাল থেকে যোগ দেওয়ার পর থেকেই মার্টিনেজ ভিলার প্রথম পছন্দের গোলরক্ষক। তবে ৩২ বছর বয়সী এই গোলরক্ষক নিউক্যাসলের বিপক্ষে ভিলার মৌসুমের উদ্বোধনী ম্যাচে খেলেননি, যা তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়িয়েছে

১ দিন আগে

ম্যাচে দাপট দেখালেও গোলশূন্য থাকতে হলো স্বাগতিক ইউনাইটেডকে। পুরো ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে

২ দিন আগে

পেশাদার ক্যারিয়ারে ২০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও থেমে নেই লিওনেল মেসির গোলমেশিন। বয়সের ছাপ উপেক্ষা করে আর্জেন্টাইন মহাতারকা এবার ছুঁলেন ৮৭৫ গোলের মাইলফলক—সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে কম ম্যাচ খেলে! যার মাধ্যমে ইতিহাসে দ্রুততম ৮৭৫ গোলদাতার রেকর্ড এখন মেসির দখলে।

৩ দিন আগে