বাংলাদেশ- জিম্বাবুয়ে টেস্ট

জিম্বাবুয়েকে ৪০০ রানের লক্ষ্য দিতে মরিয়া বাংলাদেশ

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

সিলেট টেস্টের রোববারের প্রথম দিনটা খুব অস্বস্তি নিয়ে শেষ করেছে বাংলাদেশ দল। সেদিন বাংলাদেশ ১৯১ রানে অলআউট হয়ে যাওয়ার পর কোনো উইকেট না হারিয়েই ৬৬ রান করে জিম্বাবুয়ে। তবে নাজমুল হোসেনের দলের ওই অস্বস্তি কিছুটা হলেও কেটেছে তেস্টের দ্বিতীয় দিন সোমবার। এদিকে প্রথম ইনিংস শেষে ৮২ রানের লিড সফরকারীদের।

দ্বিতীয় দিনটা বাংলাদেশ শেষ করেছে ১ উইকেট ৫৭ রান করে। এখনো ২৫ রানে পিছিয়ে আছে তারা। তবে এই টেস্টে কত দূর যেতে চায় বাংলাদেশ এমন ইস্যুতে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মেহেদী হাসান মিরাজ বলেন, লিড নেওয়ার দিকেই আপাতত তাকিয়ে তার দল।

তিনি বলেন, কাছে মনে হয় যদি প্রপার ব্যাটিং করতে পারি, যদি ৩৫০-৪০০ রান করতে পারি, এটা আমাদের দলের জন্য অনেক ভালো হবে। টেস্ট ক্রিকেটে যদি ৩০০ রান লক্ষ্য দেওয়া হয়, প্রতিপক্ষের জন্য অনেক কঠিন। কারণ, উইকেটে অনেক পরিবর্তন আসবে। আমাদের ওই দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে।’

এদিকে প্রথম ইনিংসে বাংলাদেশ যেখানে ১৯১ রানেই অলআউট হয়েছে, জিম্বাবুয়ে সেখানে করেছে ২৭৩ রান। মেহেদী হাসান মিরাজের ৫ উইকেটও জিম্বাবুয়ের লিড নেওয়ায় বাধা হতে পারেনি। প্রথম দিন শেষেই অবশ্য এর আভাস পাওয়া গিয়েছিল। ১৪.১ ওভারে বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দিন শেষ করেছিল জিম্বাবুয়ে।

জিম্বাবুয়েকে থামিয়ে দিতে পারলেও প্রতিপক্ষের রান কি প্রত্যাশার চেয়ে বেশি হয়ে যায়নি—এমন প্রশ্নে মিরাজের উত্তর, ‘কাল কিন্তু ওরা এগিয়ে ছিল। কিন্তু আজকে যখন আমরা শুরু করেছি, অনেক ভালো বল করেছি গতকালের চেয়ে। আমরা যে প্রত্যাশা করেছি, তার ভেতর আটকাতে পেরেছি। হয়তো শেষের দিকে ব্যাটসম্যানরা যে ৩০-৪০ রান করেছে, এটা অতিরিক্ত হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

ভারতীয় সংবাদ মাধ্যমে ‘টাইমস অব ইন্ডিয়া’ শুক্রবার (২ মে) বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে সিরিজ খেলতে নাও আসতে পারে ভারত।

১৪ ঘণ্টা আগে

ইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা স্বস্তিতে নেই চেলসি। লিগে বর্তমানে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে। তবুও পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত নয়। প্রিমিয়ার লিগে নিজেদের ঠিকঠাক মেলে ধরতে না পারলেও কনফারেন্স লিগে নিজেদের দাপট ধরে রেখেছে দ্য ব্লুজরা।

২১ ঘণ্টা আগে

দিনের নির্ধারিত ওভার শেষ হয়ে যাওয়ার পর সময় বাড়িয়েছিলেন আম্পায়াররা। আর এই বাড়তি সময়ের প্রথম ওভারের দ্বিতীয় বলেই রানআউট হয়ে সাজঘরে ফিরেন জিম্বাবুয়ের ভিনসেন্ট মাসেকেসা। মুমিনুল হকের থ্রো ভেঙে দেয় উইকেট। আর এর মধ্যদিয়েই নিশ্চিত হয় বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়।

৩ দিন আগে

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬৪ রানের লিড নিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। শেষ বিকেলে মাত্র ২০ রানের মাঝে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের ব্যাটিংয়ে ধস নামে। প্রথম ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান।

৩ দিন আগে