সেমিফাইনালে নেপালকে পেল বাংলাদেশ

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ চার নিশ্চিত করেছে লাল-সবুজের দল।

আগামী ১৬ মে সেমিফাইনালে তারা মুখোমুখি হবে নেপালের।বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে। এরপর দ্বিতীয় ম্যাচে ভূটানকে ২-১ গোলে হারিয়ে পায় গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট। দুটি ম্যাচ শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪ পয়েন্টে।

তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি নির্ভর করছিল মালদ্বীপ বনাম ভূটানের ম্যাচের ওপর। বাংলাদেশকে টপকে যেতে মালদ্বীপকে ম্যাচটি জিততে হতো অন্তত চার গোলের ব্যবধানে। কিন্তু ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হওয়ায় বাংলাদেশের গ্রুপ শীর্ষ নিশ্চিত হয়ে যায়।

এদিকে, গ্রুপ ‘বি’ থেকে শীর্ষে উঠে এসেছে শক্তিশালী ভারত। তারা তাদের গ্রুপ ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারায়। ফলে ভারতের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এ’র রানার্স-আপ মালদ্বীপ।

দুই সেমিফাইনালই অনুষ্ঠিত হবে আগামী ১৬ মে। বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে প্রথম সেমিফাইনালে। এরপর মাঠে নামবে ভারত ও মালদ্বীপ। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ মে।

দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টের আলাদা এক মাহাত্ম্য আছে। এই টুর্নামেন্টের মাধ্যমেই যে ভবিষ্যতের সম্ভাবনাময় ফুটবল তারকারা নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছে। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে দক্ষিণ এশিয়ায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারলে ভবিষ্যতে সিনিয়র দলেও আত্মবিশ্বাসের জোগান দেবে এটি।

সেমিফাইনালে জয়ের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতার ফাইনালে উঠতে চায়। ২০১৫ সালে প্রথম এবং একমাত্রবার তারা শিরোপা জিতেছিল, সে সাফল্যের পুনরাবৃত্তি করতে চাইবে এবারও

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ফুটবল নিয়ে আরও পড়ুন

ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে আয়োজিত এই লিগ ক্রিস গেইল ও থিসারা পেরেরাদের জন্য মহা বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। খেলোয়াড়দের হোটেলে রেখে, আয়োজকরা শহর ত্যাগ করেছেন

১৮ ঘণ্টা আগে

রুবাবা এর আগে ২০০৯-২০১৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ছিলেন। ওই সময়ে গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় দলের স্পনসর ছিল

২১ ঘণ্টা আগে

বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের খেলোয়ার নির্বাচিত হয়েছেন নীলফামারীর কৃতি সন্তান সেলিম সাদমান সৃজন

২ দিন আগে

রিয়ালের দাপুটে ফুটবলের সামনে কোনোরকম সুযোগই পায়নি ভেলেন্সিয়া। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে আলোন্সোর দল। ভালেন্সিয়ার চার শটের একটিই কেবল লক্ষ্যে ছিল। ১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো রেয়ালের

২ দিন আগে