স্পোর্টস ডেস্ক
জুন-জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিতব্য বাছাইপর্বের আগে জর্ডানে ত্রিদেশীয় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবেন আফঈদা- রিপা-আইরিনরা। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফার এই উইন্ডোতে জর্ডানের আম্মানে স্বাগতিক দল ছাড়াও তারা মুখোমুখি হবে ইন্দোনেশিয়ার। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আগামী ৩১শে মে আর শেষ ম্যাচটি মাঠে গড়াবে ৩রা জুন। তবে কবে কার সঙ্গে খেলা, তা এখনও চূড়ান্ত হয়নি। ২৭শে মে সাবিনারা যাবেন আম্মানে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
আসন্ন নারী এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট বাছাইয়ে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের প্রস্তুতি এবং আগামী মে মাসের ফিফা উইন্ডোতে ফিফা টায়ের ওয়ান ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে বৃহস্পতিবার বাফুফে ভবনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কিরণ বলেন, ‘জুলাইয়ে এএফসি নারী এশিয়া কাপের বাছাইপর্বের খেলা রয়েছে। তো সেটাকে সামনে রেখে আমরা বেশকিছু দিন যাবৎ চেষ্টা করে যাচ্ছিলাম ভালো দলের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ ও প্রস্তুতি ম্যাচ খেলার জন্য। ব্যক্তিগত যোগাযোগ দিয়ে ত্রিদেশীয় একটা টুর্নামেন্ট প্রস্তুত করতে পেরেছি। সেটা হচ্ছে ইন্দোনেশিয়া, জর্ডান এবং বাংলাদেশ। ম্যাচগুলো হবে জর্ডানে। সেখানে দুটা ম্যাচ খেলব আমরা। প্রথম ম্যাচ ৩১ মে, দ্বিতীয়টি ৩ জুন । এ জন্য দল ২৭ মে জর্ডানের উদ্দেশে রওনা দেবে। কারণ জর্ডান আমাদের দিবে (অনুশীলনের সুযোগ) ২৯ মে থেকে। তো পিটার (কোচ) বলেছিল যে আমরা যদি দুই দিন আগে যাই তাহলে আমাদের জন্য ভালো হয়। তো কোচের সঙ্গে আলোচনা করেই আমরা ভ্রমণ পরিকল্পনা নিশ্চিত করেছি।’
নেপাল-ভুটানের সঙ্গেও প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ ছিল বাংলাদেশের সামনে । তবে এদিকে পা না দিয়ে মধ্য প্রাচ্যের দেশ জর্ডানের দিকে গিয়েছে বাফুফে। কারণ হিসেবে নারী উইংয়ের চেয়ারম্যান বলেন, ‘ফিফা র্যাংকিংয়ে জর্ডান ৭৪তম এবং ইন্দোনেশিয়া ৯৪তম, আমাদের (বাংলাদেশ, ১৩৩তম) চেয়ে অনেক এগিয়ে। আমরা চেয়েছিলাম, এশিয়ান কাপের বাছাইয়ের আগে আমাদের দল শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলুক, তারা তাদের ঘাটতিগুলো বুঝতে পারুক এবং কোচও বুঝতে পারুক দলকে কীভাবে তৈরি করতে হবে । সেটার জন্যই এই টুর্নামেন্টটা করা।’
এদিকে সাবিনা খাতুন, রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমাসহ দলের অভিজ্ঞ ১০ ফুটবলার বর্তমানে অবস্থান করছেন ভুটানে। তারা সেখানের লিগ খেলতে গিয়েছেন । তাদের ছাড়াই দেশে পিটার জেমস বাটলার চালাচ্ছেন প্রস্তুতি ক্যাম্প । আসন্ন ত্রিদেশীয় টুর্নামেন্টে তারা খেলবেন কিনা তা নিয়ে রয়েছে খানিকটা সংশয়, অবশ্য দল সাজানোর বিষয়টি পুরোপুরি নির্ভর করছে কোচের ওপর । কোচ চাইলে তাদের নিয়ে কিংবা তাদের ছাড়া জর্ডান সফরের দল সাজাতে পারবেন। কিরণ বলেন, ‘(ভুটানে যে ১০ জন গেছে) কোচের সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়নি । কোচের সিদ্ধান্ত, এখানে আমি হস্তক্ষেপ করব না । কোচ যেটা মনে করবেন, যেভাবে ইচ্ছা দল সাজাবেন, সেটা তিনি ঠিক করবেন । কোচের চাহিদা অনুযায়ী আমরা পদক্ষেপ নেব।’
ত্রিদেশীয় টুর্নামেন্ট শেষে ৪ জুন আম্মান থেকে ফিরবে দল। এরপর কিছুদিন দেশে অনুশীলন করে নারী দল যাবে মিয়ানমারে। সেখানে অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়া কাপের বাছাইপর্বের খেলা। যেখানে সি গ্রুপে তারা পাবেন স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে প্রতিপক্ষ হিসেবে তুর্কমেনিস্তান। এই গ্রুপে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে স্বাগতিকদের ধরা হলেও গেল কয়েক বছরের পারফরমম্যান্সে বাংলাদেশও এগিয়ে থাকবে। তবে সম্প্রতি নারী দলে কোচের সঙ্গে দ্বন্দ্বে যেই ফাটল ধরেছে সেটা খানিকটা চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। যদিও বর্তমানে খানিকটা সমঝোতা হয়েছে কোচ-খেলোয়াড়দের মধ্যে কিন্তু অভিজ্ঞ ফুটবলাররা রয়েছেন দেশে চলমান কোচের ক্যাম্পের বাহিরে এবং দলের বাহিরে। যদিও এটা খুব বেশি একটা প্রভাব ফেলবে না বাছাইপর্বের খেলায় বলে মনে করেন কিরণ ।
এ বিষয়ে তিনি বলেন, ‘এটা (এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব) নিয়ে কোচের সঙ্গে কথা হয়েছে, যারা চলে গেছে (ভুটানে), তাদের সঙ্গেও আমার কথা হয়েছে । বিশেষ করে সাবিনার সঙ্গেও কথা বলেছি ওদের যাওয়ার আগে। যে দেশে চলা ক্যাম্প বাদ দিয়ে ঐখানে ওদের খেলতে যাওয়া ঠিক হবে কিনা—জবাবে সে আমাকে বলেছিল, পারো এফসির অনুশীলন সুবিধা ভালো। সেদিক থেকে ওরা অনুশীলনের মধ্যে থাকবে। ফিট থাকবে । একটা নির্দিষ্ট সময় পর যখন ওদের ডাকা হবে, তখন ওরা দলের সঙ্গে যোগ দিবে। সেক্ষেত্রে চিন্তা করলে অবশ্যই ভালো হবে দল।’
জুন-জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিতব্য বাছাইপর্বের আগে জর্ডানে ত্রিদেশীয় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবেন আফঈদা- রিপা-আইরিনরা। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফার এই উইন্ডোতে জর্ডানের আম্মানে স্বাগতিক দল ছাড়াও তারা মুখোমুখি হবে ইন্দোনেশিয়ার। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আগামী ৩১শে মে আর শেষ ম্যাচটি মাঠে গড়াবে ৩রা জুন। তবে কবে কার সঙ্গে খেলা, তা এখনও চূড়ান্ত হয়নি। ২৭শে মে সাবিনারা যাবেন আম্মানে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
আসন্ন নারী এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট বাছাইয়ে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের প্রস্তুতি এবং আগামী মে মাসের ফিফা উইন্ডোতে ফিফা টায়ের ওয়ান ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে বৃহস্পতিবার বাফুফে ভবনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কিরণ বলেন, ‘জুলাইয়ে এএফসি নারী এশিয়া কাপের বাছাইপর্বের খেলা রয়েছে। তো সেটাকে সামনে রেখে আমরা বেশকিছু দিন যাবৎ চেষ্টা করে যাচ্ছিলাম ভালো দলের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ ও প্রস্তুতি ম্যাচ খেলার জন্য। ব্যক্তিগত যোগাযোগ দিয়ে ত্রিদেশীয় একটা টুর্নামেন্ট প্রস্তুত করতে পেরেছি। সেটা হচ্ছে ইন্দোনেশিয়া, জর্ডান এবং বাংলাদেশ। ম্যাচগুলো হবে জর্ডানে। সেখানে দুটা ম্যাচ খেলব আমরা। প্রথম ম্যাচ ৩১ মে, দ্বিতীয়টি ৩ জুন । এ জন্য দল ২৭ মে জর্ডানের উদ্দেশে রওনা দেবে। কারণ জর্ডান আমাদের দিবে (অনুশীলনের সুযোগ) ২৯ মে থেকে। তো পিটার (কোচ) বলেছিল যে আমরা যদি দুই দিন আগে যাই তাহলে আমাদের জন্য ভালো হয়। তো কোচের সঙ্গে আলোচনা করেই আমরা ভ্রমণ পরিকল্পনা নিশ্চিত করেছি।’
নেপাল-ভুটানের সঙ্গেও প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ ছিল বাংলাদেশের সামনে । তবে এদিকে পা না দিয়ে মধ্য প্রাচ্যের দেশ জর্ডানের দিকে গিয়েছে বাফুফে। কারণ হিসেবে নারী উইংয়ের চেয়ারম্যান বলেন, ‘ফিফা র্যাংকিংয়ে জর্ডান ৭৪তম এবং ইন্দোনেশিয়া ৯৪তম, আমাদের (বাংলাদেশ, ১৩৩তম) চেয়ে অনেক এগিয়ে। আমরা চেয়েছিলাম, এশিয়ান কাপের বাছাইয়ের আগে আমাদের দল শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলুক, তারা তাদের ঘাটতিগুলো বুঝতে পারুক এবং কোচও বুঝতে পারুক দলকে কীভাবে তৈরি করতে হবে । সেটার জন্যই এই টুর্নামেন্টটা করা।’
এদিকে সাবিনা খাতুন, রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমাসহ দলের অভিজ্ঞ ১০ ফুটবলার বর্তমানে অবস্থান করছেন ভুটানে। তারা সেখানের লিগ খেলতে গিয়েছেন । তাদের ছাড়াই দেশে পিটার জেমস বাটলার চালাচ্ছেন প্রস্তুতি ক্যাম্প । আসন্ন ত্রিদেশীয় টুর্নামেন্টে তারা খেলবেন কিনা তা নিয়ে রয়েছে খানিকটা সংশয়, অবশ্য দল সাজানোর বিষয়টি পুরোপুরি নির্ভর করছে কোচের ওপর । কোচ চাইলে তাদের নিয়ে কিংবা তাদের ছাড়া জর্ডান সফরের দল সাজাতে পারবেন। কিরণ বলেন, ‘(ভুটানে যে ১০ জন গেছে) কোচের সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়নি । কোচের সিদ্ধান্ত, এখানে আমি হস্তক্ষেপ করব না । কোচ যেটা মনে করবেন, যেভাবে ইচ্ছা দল সাজাবেন, সেটা তিনি ঠিক করবেন । কোচের চাহিদা অনুযায়ী আমরা পদক্ষেপ নেব।’
ত্রিদেশীয় টুর্নামেন্ট শেষে ৪ জুন আম্মান থেকে ফিরবে দল। এরপর কিছুদিন দেশে অনুশীলন করে নারী দল যাবে মিয়ানমারে। সেখানে অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়া কাপের বাছাইপর্বের খেলা। যেখানে সি গ্রুপে তারা পাবেন স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে প্রতিপক্ষ হিসেবে তুর্কমেনিস্তান। এই গ্রুপে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে স্বাগতিকদের ধরা হলেও গেল কয়েক বছরের পারফরমম্যান্সে বাংলাদেশও এগিয়ে থাকবে। তবে সম্প্রতি নারী দলে কোচের সঙ্গে দ্বন্দ্বে যেই ফাটল ধরেছে সেটা খানিকটা চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। যদিও বর্তমানে খানিকটা সমঝোতা হয়েছে কোচ-খেলোয়াড়দের মধ্যে কিন্তু অভিজ্ঞ ফুটবলাররা রয়েছেন দেশে চলমান কোচের ক্যাম্পের বাহিরে এবং দলের বাহিরে। যদিও এটা খুব বেশি একটা প্রভাব ফেলবে না বাছাইপর্বের খেলায় বলে মনে করেন কিরণ ।
এ বিষয়ে তিনি বলেন, ‘এটা (এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব) নিয়ে কোচের সঙ্গে কথা হয়েছে, যারা চলে গেছে (ভুটানে), তাদের সঙ্গেও আমার কথা হয়েছে । বিশেষ করে সাবিনার সঙ্গেও কথা বলেছি ওদের যাওয়ার আগে। যে দেশে চলা ক্যাম্প বাদ দিয়ে ঐখানে ওদের খেলতে যাওয়া ঠিক হবে কিনা—জবাবে সে আমাকে বলেছিল, পারো এফসির অনুশীলন সুবিধা ভালো। সেদিক থেকে ওরা অনুশীলনের মধ্যে থাকবে। ফিট থাকবে । একটা নির্দিষ্ট সময় পর যখন ওদের ডাকা হবে, তখন ওরা দলের সঙ্গে যোগ দিবে। সেক্ষেত্রে চিন্তা করলে অবশ্যই ভালো হবে দল।’
ভারতীয় সংবাদ মাধ্যমে ‘টাইমস অব ইন্ডিয়া’ শুক্রবার (২ মে) বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে সিরিজ খেলতে নাও আসতে পারে ভারত।
১৪ ঘণ্টা আগেইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা স্বস্তিতে নেই চেলসি। লিগে বর্তমানে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে। তবুও পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত নয়। প্রিমিয়ার লিগে নিজেদের ঠিকঠাক মেলে ধরতে না পারলেও কনফারেন্স লিগে নিজেদের দাপট ধরে রেখেছে দ্য ব্লুজরা।
২১ ঘণ্টা আগেদিনের নির্ধারিত ওভার শেষ হয়ে যাওয়ার পর সময় বাড়িয়েছিলেন আম্পায়াররা। আর এই বাড়তি সময়ের প্রথম ওভারের দ্বিতীয় বলেই রানআউট হয়ে সাজঘরে ফিরেন জিম্বাবুয়ের ভিনসেন্ট মাসেকেসা। মুমিনুল হকের থ্রো ভেঙে দেয় উইকেট। আর এর মধ্যদিয়েই নিশ্চিত হয় বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়।
৩ দিন আগেচট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬৪ রানের লিড নিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। শেষ বিকেলে মাত্র ২০ রানের মাঝে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের ব্যাটিংয়ে ধস নামে। প্রথম ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান।
৩ দিন আগেভারতীয় সংবাদ মাধ্যমে ‘টাইমস অব ইন্ডিয়া’ শুক্রবার (২ মে) বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে সিরিজ খেলতে নাও আসতে পারে ভারত।
ইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা স্বস্তিতে নেই চেলসি। লিগে বর্তমানে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে। তবুও পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত নয়। প্রিমিয়ার লিগে নিজেদের ঠিকঠাক মেলে ধরতে না পারলেও কনফারেন্স লিগে নিজেদের দাপট ধরে রেখেছে দ্য ব্লুজরা।
দিনের নির্ধারিত ওভার শেষ হয়ে যাওয়ার পর সময় বাড়িয়েছিলেন আম্পায়াররা। আর এই বাড়তি সময়ের প্রথম ওভারের দ্বিতীয় বলেই রানআউট হয়ে সাজঘরে ফিরেন জিম্বাবুয়ের ভিনসেন্ট মাসেকেসা। মুমিনুল হকের থ্রো ভেঙে দেয় উইকেট। আর এর মধ্যদিয়েই নিশ্চিত হয় বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬৪ রানের লিড নিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। শেষ বিকেলে মাত্র ২০ রানের মাঝে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের ব্যাটিংয়ে ধস নামে। প্রথম ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান।