নারী ফুটবলে বিদ্রোহ
নিখাদ খবর ডেস্ক
কোচ-ফুটবলার দ্বন্দ্বে নারী ফুটবলে যে সংকট, আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্তও তা নিরসন হয়নি। অথচ বিশেষ কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর কেটে গেছে পুরো তিন দিন। মূলত বাফুফে সভাপতির দিকেই তাকিয়ে সবাই। প্রায় এক মাসের লন্ডন সফর শেষে গত সপ্তাহেই তিনি দেশে ফিরেছেন। এ সপ্তাহেই ফের তার লন্ডন যাওয়ার কথা। বাফুফে কর্তারা প্রত্যাশা করছেন এই সময়ের মধ্যেই সংকট কেটে যাবে।
গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ বলেছেন, ‘বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আল্লাহর রহমতে সব সমস্যার সমাধান অবশ্যই হয়ে যাবে। সভাপতি খুবই পজিটিভ। তিনি সবকিছু ঠিক করছেন।’
বেশ কয়েকদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম আলোচিত বিষয় নারী ফুটবল দলে সংকট। সাবিনারা কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর দশ দিন পেরুলেও এখনো কাটেনি মেঘ। বাফুফে গঠিত বিশেষ কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে তিন দিন আগে। তারপরও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ফেডারেশন।
রোববার বাফুফে ভবনে অডিট সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে এসেছিলেন কয়েকজন কর্তা। তখন নারী ফুটবল প্রসঙ্গে প্রশ্ন করলে নিজের আশাবাদ ব্যক্ত করেন ফেডারেশনের এই সহ-সভাপতি।
বাফুফের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ বলেন, ‘প্রেসিডেন্ট খুব পজেটিভ। তিনি সব কিছু ঠিক করছেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে।’
তিনি বলেন, ‘এখানে বিব্রত হওয়ার কিছু নেই। ভুল হতেই পারে। চলতে ফিরতে আমাদের জীবনে বিভিন্ন ভুল বোঝাবুঝি হয়ে থাকে। সেগুলোর সমাধানও তো আছে।’
নারী ফুটবলে এমন অচলাবস্থায় চুক্তি নিয়ে কোনো আপডেট আছে কিনা? জানতে চাওয়া হয় বাফুফের এই কর্তার কাছে।
তিনি বলেন, ‘সমস্যার সমাধান হলে পরে চুক্তির বিষয়। সব কিছু নিয়েই কথা চলছে।’
গেল মাসে বাফুফে সভাপতি লন্ডনে থাকায় চট্টগ্রামে পূর্বনির্ধারিত কার্যনির্বাহী সভা হয়নি। ১৬ ফেব্রুয়ারি যশোরে পরবর্তী সভা হওয়ার কথা ছিল। তবে, নির্ধারিত সময়ে তা হচ্ছে না।
এ বিষয়ে সহ-সভাপতি বলেন, ‘প্রেসিডেন্ট থাকছেন না। উনি আসলে এরপর আমরা মিটিং করবো।’ এসময় বাফুফে সভাপতি লন্ডন যাবেন বলেও জানান তিনি।
তাবিথ আউয়াল সভাপতি হওয়ার পর তিন মাসে মাত্র দুইবার বাফুফের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।
কোচ-ফুটবলার দ্বন্দ্বে নারী ফুটবলে যে সংকট, আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্তও তা নিরসন হয়নি। অথচ বিশেষ কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর কেটে গেছে পুরো তিন দিন। মূলত বাফুফে সভাপতির দিকেই তাকিয়ে সবাই। প্রায় এক মাসের লন্ডন সফর শেষে গত সপ্তাহেই তিনি দেশে ফিরেছেন। এ সপ্তাহেই ফের তার লন্ডন যাওয়ার কথা। বাফুফে কর্তারা প্রত্যাশা করছেন এই সময়ের মধ্যেই সংকট কেটে যাবে।
গতকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ বলেছেন, ‘বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আল্লাহর রহমতে সব সমস্যার সমাধান অবশ্যই হয়ে যাবে। সভাপতি খুবই পজিটিভ। তিনি সবকিছু ঠিক করছেন।’
বেশ কয়েকদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম আলোচিত বিষয় নারী ফুটবল দলে সংকট। সাবিনারা কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর দশ দিন পেরুলেও এখনো কাটেনি মেঘ। বাফুফে গঠিত বিশেষ কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে তিন দিন আগে। তারপরও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ফেডারেশন।
রোববার বাফুফে ভবনে অডিট সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে এসেছিলেন কয়েকজন কর্তা। তখন নারী ফুটবল প্রসঙ্গে প্রশ্ন করলে নিজের আশাবাদ ব্যক্ত করেন ফেডারেশনের এই সহ-সভাপতি।
বাফুফের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ বলেন, ‘প্রেসিডেন্ট খুব পজেটিভ। তিনি সব কিছু ঠিক করছেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে।’
তিনি বলেন, ‘এখানে বিব্রত হওয়ার কিছু নেই। ভুল হতেই পারে। চলতে ফিরতে আমাদের জীবনে বিভিন্ন ভুল বোঝাবুঝি হয়ে থাকে। সেগুলোর সমাধানও তো আছে।’
নারী ফুটবলে এমন অচলাবস্থায় চুক্তি নিয়ে কোনো আপডেট আছে কিনা? জানতে চাওয়া হয় বাফুফের এই কর্তার কাছে।
তিনি বলেন, ‘সমস্যার সমাধান হলে পরে চুক্তির বিষয়। সব কিছু নিয়েই কথা চলছে।’
গেল মাসে বাফুফে সভাপতি লন্ডনে থাকায় চট্টগ্রামে পূর্বনির্ধারিত কার্যনির্বাহী সভা হয়নি। ১৬ ফেব্রুয়ারি যশোরে পরবর্তী সভা হওয়ার কথা ছিল। তবে, নির্ধারিত সময়ে তা হচ্ছে না।
এ বিষয়ে সহ-সভাপতি বলেন, ‘প্রেসিডেন্ট থাকছেন না। উনি আসলে এরপর আমরা মিটিং করবো।’ এসময় বাফুফে সভাপতি লন্ডন যাবেন বলেও জানান তিনি।
তাবিথ আউয়াল সভাপতি হওয়ার পর তিন মাসে মাত্র দুইবার বাফুফের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।
২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনাল থেকে যোগ দেওয়ার পর থেকেই মার্টিনেজ ভিলার প্রথম পছন্দের গোলরক্ষক। তবে ৩২ বছর বয়সী এই গোলরক্ষক নিউক্যাসলের বিপক্ষে ভিলার মৌসুমের উদ্বোধনী ম্যাচে খেলেননি, যা তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়িয়েছে
২০ ঘণ্টা আগেম্যাচে দাপট দেখালেও গোলশূন্য থাকতে হলো স্বাগতিক ইউনাইটেডকে। পুরো ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে
২ দিন আগেপেশাদার ক্যারিয়ারে ২০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও থেমে নেই লিওনেল মেসির গোলমেশিন। বয়সের ছাপ উপেক্ষা করে আর্জেন্টাইন মহাতারকা এবার ছুঁলেন ৮৭৫ গোলের মাইলফলক—সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে কম ম্যাচ খেলে! যার মাধ্যমে ইতিহাসে দ্রুততম ৮৭৫ গোলদাতার রেকর্ড এখন মেসির দখলে।
৩ দিন আগেএশিয়ান অভিযান ছিল চ্যালেঞ্জিং, তবে তাৎপর্যপূর্ণ জয়েও ভরপুর— যেমন ভারতের আইএসএলের শক্তিশালী দল মোহন বাগান সুপার জায়ান্টকে হারানো, অথবা সম্প্রতি সিরিয়ার ঐতিহ্যবাহী ক্লাব আল-কারামাহকে একমাত্র গোলে পরাজিত করা
৩ দিন আগে২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনাল থেকে যোগ দেওয়ার পর থেকেই মার্টিনেজ ভিলার প্রথম পছন্দের গোলরক্ষক। তবে ৩২ বছর বয়সী এই গোলরক্ষক নিউক্যাসলের বিপক্ষে ভিলার মৌসুমের উদ্বোধনী ম্যাচে খেলেননি, যা তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়িয়েছে
ম্যাচে দাপট দেখালেও গোলশূন্য থাকতে হলো স্বাগতিক ইউনাইটেডকে। পুরো ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে
পেশাদার ক্যারিয়ারে ২০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও থেমে নেই লিওনেল মেসির গোলমেশিন। বয়সের ছাপ উপেক্ষা করে আর্জেন্টাইন মহাতারকা এবার ছুঁলেন ৮৭৫ গোলের মাইলফলক—সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে কম ম্যাচ খেলে! যার মাধ্যমে ইতিহাসে দ্রুততম ৮৭৫ গোলদাতার রেকর্ড এখন মেসির দখলে।
এশিয়ান অভিযান ছিল চ্যালেঞ্জিং, তবে তাৎপর্যপূর্ণ জয়েও ভরপুর— যেমন ভারতের আইএসএলের শক্তিশালী দল মোহন বাগান সুপার জায়ান্টকে হারানো, অথবা সম্প্রতি সিরিয়ার ঐতিহ্যবাহী ক্লাব আল-কারামাহকে একমাত্র গোলে পরাজিত করা