ক্লাব বিশ্বকাপে নিষিদ্ধ হচ্ছেন ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image
ফাইল ছবি

ফিফা ক্লাব বিশ্বকাপে ১৫ হাজার সমর্থকদের একটি তালিকা যুক্তরাষ্ট্র দূতাবাসে জমা দেওয়া হয়েছে। আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিখ গতকাল সোমবার এই তালিকা জমা দেন। এটি ১৫ হাজার সহিংস আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের তালিকা। ফিফা ক্লাব বিশ্বকাপে এই সমর্থকদের স্টেডিয়ামে নিষিদ্ধ করা হবে।

৩২ দল নিয়ে নতুন সংস্করণে আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই। আর্জেন্টিনা থেকে বোকা জুনিয়র্স ও রিভার প্লেট এবারের ক্লাব বিশ্বকাপে অংশ নেবে। টুর্নামেন্ট শুরুর প্রায় এক মাস আগেই সহিংস সমর্থকদের তালিকা জমা দিলেন আর্জেন্টিনার এই নিরাপত্তামন্ত্রী।

সাংবাদিকদের বুলরিখ বলেছেন, ‘এই তালিকায় রয়েছেন ১৫ হাজারের বেশি মানুষ, যাঁদের স্টেডিয়ামে নিষিদ্ধ করা হবে। আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আর্জেন্টিনার স্টেডিয়ামে অপরাধমূলক কাজ করা সহিংস কেউ এই আয়োজনে (ক্লাব বিশ্বকাপ) থাকতে পারবেন না।’

‘ট্রিবিউনা সেগুরা’ নামে একটি প্রোগ্রামের মাধ্যমে সহিংস সমর্থকদের এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এর সাহায্যে আর্জেন্টিনার স্টেডিয়ামে নিষিদ্ধ হওয়া সমর্থকদের চিহ্নিত করা হয়েছে। বুলরিখ যোগ করেন, ‘এই সরকারের শুরু থেকে ১ হাজার ৩২৮টি ম্যাচে ৪০ লাখের বেশি মানুষকে পর্যবেক্ষণ করেছে “ট্রিবিউনা সেগুরা”। আমরা গ্রেপ্তারি পরোয়ানাসহ ১ হাজার ১৬৬ জনকে চিহ্নিত করেছি এবং স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দিতে ৪০টির বেশি প্রশাসনিক নির্দেশ দেওয়া হয়েছে।’

ক্লাব বিশ্বকাপে ‘সি’ গ্রুপে বোকা জুনিয়র্সের প্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি ও বেনফিকা। ‘ই’ গ্রুপে রিভার প্লেটের প্রতিদ্বন্দ্বী উরাওয়া রেড ডায়মন্ডস, মন্টেরি ও ইন্টার মিলান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

খেলা নিয়ে আরও পড়ুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

১ few সেকেন্ড আগে

নিলাম থেকে কেউ দলে নেয়নি। তবে ভারত–পাকিস্তান সংঘাতের পর আইপিএলে নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন মোস্তাফিজুর রহমান।

১ দিন আগে

ফিফার ৭৫ তম কংগ্রেসে অংশ নিতে প্যারাগুয়ে যাওয়ার কথা ছিল বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান ও এএফসির কাউন্সিলর মাহফুজা আক্তার কিরণের। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে সেখান মঙ্গলবার রাতে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে তাঁকে।

১ দিন আগে