ফেসবুকের ১২০ কোটি ইউজারের তথ্য হ্যাকারদের হাতে!

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image

সম্প্রতি ফেসবুকের ১২০ কোটি (১.২ বিলিয়ন) ব্যবহারকারীর তথ্য চুরির দাবি উঠেছে। হ্যাকার ব্রাইট ব্রেকার নামের এক ব্যক্তি এই তথ্য ডার্ক ওয়েবে বিক্রির প্রস্তাব দিয়েছে। তথ্যগুলো মূলত ওয়েব স্ক্র্যাপিংয়ের মাধ্যমে সংগৃহীত, যেখানে স্বয়ংক্রিয় টুল ব্যবহার করে ফেসবুকের পাবলিক প্রোফাইল থেকে নাম, ই-মেইল, ফোন নম্বর, জন্মতারিখ, লিঙ্গ ও অবস্থানসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে।

তবে, ফেসবুক বা মেটা (ফেসবুকের মূল কোম্পানি) এখনও এই দাবির সত্যতা নিশ্চিত করেনি। তারা জানিয়েছে, এই তথ্য সংগ্রহের পদ্ধতি তাদের সিস্টেমের কোনো নিরাপত্তা ত্রুটির মাধ্যমে হয়নি। বরং,ব্যবহারকারীদের ব্রাউজারে ইনস্টল করা ম্যালিশিয়াস এক্সটেনশনগুলোর মাধ্যমে এই তথ্য চুরি হয়েছে ।

অতীতে ফেসবুকের তথ্য চুরির ঘটনা ঘটেছে, যেমন ২০১৮ সালে 'View As' ফিচারে ত্রুটি ব্যবহার করে ২৯ মিলিয়ন ব্যবহারকারীর তথ্য চুরি হয়েছিল । তবে, এই নতুন দাবি সম্পর্কে ফেসবুকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা তদন্তের ফলাফল এখনও প্রকাশিত হয়নি।

সুতরাং, এই মুহূর্তে ১২০ কোটি ব্যবহারকারীর তথ্য চুরির দাবি সত্য কিনা তা নিশ্চিত করা যাচ্ছে না। তবে, এটি একটি গুরুতর নিরাপত্তা উদ্বেগের বিষয়, এবং ফেসবুক ব্যবহারকারীদের সতর্ক থাকতে এবং সন্দেহজনক ব্রাউজার এক্সটেনশন থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সাইবার–জগৎ নিয়ে আরও পড়ুন

অনলাইনে রিটার্ন দাখিল করতে প্রথমে নিবন্ধন করতে হবে। এজন্য কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও বায়োমেট্রিক করা মোবাইল নম্বর থাকতে হবে। নিবন্ধনের পর https://etax.nbr.gov.bd ওয়েবসাইটে লগইন করে রিটার্ন দাখিল করা যাবে

১১ দিন আগে

একটু সতর্কতার সাথে নিজের হাতের প্রিয় ফোনটার একটু খেয়াল রাখলে দীর্ঘদিন কোন প্রকার ঝামেলা ছাড়াই সার্ভিস দেবে

১৫ দিন আগে

মেটাভেরিফাই ও স্টার বিক্রি করে একমাসে ৭০ থেকে ৮০ হাজার টাকা ইনকাম

১৪ জুলাই ২০২৫

কিন্তু বাস্তবতায় অনেক ক্ষেত্রেই এই ল্যাবের প্রধান উপকরণ, বিশেষ করে ওয়ালটন ব্র্যান্ডের ল্যাপটপগুলো, শিক্ষকদের ও শিক্ষার্থীদের জন্য ভোগান্তির প্রতীক হয়ে উঠেছে।

২৯ জুন ২০২৫