ফেসবুকের ১২০ কোটি ইউজারের তথ্য হ্যাকারদের হাতে!

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image

সম্প্রতি ফেসবুকের ১২০ কোটি (১.২ বিলিয়ন) ব্যবহারকারীর তথ্য চুরির দাবি উঠেছে। হ্যাকার ব্রাইট ব্রেকার নামের এক ব্যক্তি এই তথ্য ডার্ক ওয়েবে বিক্রির প্রস্তাব দিয়েছে। তথ্যগুলো মূলত ওয়েব স্ক্র্যাপিংয়ের মাধ্যমে সংগৃহীত, যেখানে স্বয়ংক্রিয় টুল ব্যবহার করে ফেসবুকের পাবলিক প্রোফাইল থেকে নাম, ই-মেইল, ফোন নম্বর, জন্মতারিখ, লিঙ্গ ও অবস্থানসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে।

তবে, ফেসবুক বা মেটা (ফেসবুকের মূল কোম্পানি) এখনও এই দাবির সত্যতা নিশ্চিত করেনি। তারা জানিয়েছে, এই তথ্য সংগ্রহের পদ্ধতি তাদের সিস্টেমের কোনো নিরাপত্তা ত্রুটির মাধ্যমে হয়নি। বরং,ব্যবহারকারীদের ব্রাউজারে ইনস্টল করা ম্যালিশিয়াস এক্সটেনশনগুলোর মাধ্যমে এই তথ্য চুরি হয়েছে ।

অতীতে ফেসবুকের তথ্য চুরির ঘটনা ঘটেছে, যেমন ২০১৮ সালে 'View As' ফিচারে ত্রুটি ব্যবহার করে ২৯ মিলিয়ন ব্যবহারকারীর তথ্য চুরি হয়েছিল । তবে, এই নতুন দাবি সম্পর্কে ফেসবুকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা তদন্তের ফলাফল এখনও প্রকাশিত হয়নি।

সুতরাং, এই মুহূর্তে ১২০ কোটি ব্যবহারকারীর তথ্য চুরির দাবি সত্য কিনা তা নিশ্চিত করা যাচ্ছে না। তবে, এটি একটি গুরুতর নিরাপত্তা উদ্বেগের বিষয়, এবং ফেসবুক ব্যবহারকারীদের সতর্ক থাকতে এবং সন্দেহজনক ব্রাউজার এক্সটেনশন থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সাইবার–জগৎ নিয়ে আরও পড়ুন

১০টির অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে

১৯ দিন আগে

মেলিটিন ক্যান্সার কোষের ঝিল্লি ছিদ্র করে এবং তাদের পরস্পরের সঙ্গে যোগাযোগ বা স্বতঃপ্রজননের ক্ষমতা বন্ধ করে দেয়

২০ দিন আগে

ফেসবুকে ‘না’ পোস্ট দিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজেও এমন প্রচারণা দেখা গেছে। তারা ‘হ্যাঁ’ লিখে একটি পোস্ট করেছেন

২১ দিন আগে

এই ক্ষুদ্র রোবটটির আকার একটি চালের দানার মতো, আর এটি জোঁকের মতো নড়া-চড়া করতে পারে এবং জোঁকের মতো গতিতে মূত্রনালির ভেতর দিয়ে চলতে পারে, এবং বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করা হয়। এই রোবটটি এমন এক ধরনের নরম ও নিরাপদ জেল পদার্থ দিয়ে তৈরি

২১ অক্টোবর ২০২৫