ট্রাম্প চান না অ্যাপল ভারতে আইফোন তৈরি করুক

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

অ্যাপল ভারতে আইফোন ও অন্যান্য পণ্য উৎপাদন করুক তা চান না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় এক সম্মেলনে তিনি টেক জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) টিম কুককে এ কথা বলেছেন। খবর এনডিটিভির

বৃহস্পতিবার অ্যাপলের সিইও টিম কুককে ট্রাম্প বলেছেন, তিনি চান না ভারতে অ্যাপল পণ্য তৈরি করুক। চীন থেকে উৎপাদন সরিয়ে নেওয়ার অ্যাপলের সিদ্ধান্তের সমালোচনা করার পাশাপাশি টিমকে যুক্তরাষ্ট্রেই তাদের উৎপাদন চালিয়ে নিতে উৎসাহ দিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট বলেছেন, “গতকাল টিমের সঙ্গে আমার কথা বলতে গিয়ে একটু সমস্যা হয়েছিল। আমি তাকে বলেছি, বন্ধু আমার, তোমার সঙ্গে আমি সব সময়ই খুব ভালো ব্যবহার করেছি। তুমি এখানে ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগের কথা বলেছিলে। তবে এখন শুনছি, তুমি সব কিছু ভারতে তৈরি করছো। আমি চাই না ভারতে অ্যাপল পণ্য তৈরি করো তুমি।”

এ বছরের ফেব্রুয়ারিতে অ্যাপল ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্রে ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে তারা– এখানে ট্রাম্প টিমকে সে কথাই মনে করিয়ে দিয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

ধীরে ধীরে ভারতে পণ্যের উৎপাদন বাড়াচ্ছে অ্যাপল। আগামী কয়েক বছরে বিশ্বের মোট আইফোনের প্রায় ২৫ শতাংশই ভারতে তৈরি করতে চাচ্ছে কোম্পানিটি। এর ফলে চীনের ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে। এখন পর্যন্ত অ্যাপলের ৯০ শতাংশ আইফোনই তৈরি হয় চীনে।

ট্রাম্প আরও বলেছেন, “আমি টিমকে বলেছি, দেখো টিম, আমরা তোমার সঙ্গে সবসময় ভালো ব্যবহার করেছি। তোমরা এত বছর ধরে চীনে যত কারখানা বানিয়েছো, সব মেনে নিয়েছি। এখন আমাদের জন্য তোমার কিছু করতে হবে। আমরা চাই না তোমরা ভারতে কারখানা বানাও। ভারত নিজেদের দেখভাল করতে পারবে... আমরা চাই তোমরা এখানে, আমাদের দেশেই বানাও।”

মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে বিস্তারিত আর কিছু উল্লেখ না করে বলেছেন, যুক্তরাষ্ট্রে নিজেদের উৎপাদন “বাড়াতে যাচ্ছে” অ্যাপল। তবে কিভাবে তা বলেননি তিনি।

এ বিষয়ে মন্তব্যের জন্য সিএনবিসি’র অনুরাধে সাড়া দেয়নি অ্যাপল।

ভারতের সঙ্গে ওয়াশিংটনের বৃহত্তর বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনার সময় মার্কিন প্রযুক্তি জায়ান্টটি সম্পর্কেও মন্তব্য করেছেন ট্রাম্প।

তিনি বলেছেন, ভারত “বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক নেওয়া দেশগুলোর একটি” এবং দেশটি যুক্তরাষ্ট্রকে একটি চুক্তির প্রস্তাব দিয়েছে, যেখানে “তারা আক্ষরিক অর্থেই আমাদের কাছ থেকে কোনও শুল্ক নিতে ইচ্ছুক নয়।”

এপ্রিল মাসে হোয়াইট হাউসের বাণিজ্য সুরক্ষা নীতির অধীনে ভারতীয় পণ্যের ওপর ২৬ শতাংশ ‘পারস্পরিক শুল্ক’ আরোপ করেছেন ট্রাম্প, যা সাময়িকভাবে স্থগিত থাকছে এ বছরের জুলাই পর্যন্ত।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সাইবার–জগৎ নিয়ে আরও পড়ুন

১০টির অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে

১৯ দিন আগে

মেলিটিন ক্যান্সার কোষের ঝিল্লি ছিদ্র করে এবং তাদের পরস্পরের সঙ্গে যোগাযোগ বা স্বতঃপ্রজননের ক্ষমতা বন্ধ করে দেয়

২০ দিন আগে

ফেসবুকে ‘না’ পোস্ট দিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজেও এমন প্রচারণা দেখা গেছে। তারা ‘হ্যাঁ’ লিখে একটি পোস্ট করেছেন

২১ দিন আগে

এই ক্ষুদ্র রোবটটির আকার একটি চালের দানার মতো, আর এটি জোঁকের মতো নড়া-চড়া করতে পারে এবং জোঁকের মতো গতিতে মূত্রনালির ভেতর দিয়ে চলতে পারে, এবং বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করা হয়। এই রোবটটি এমন এক ধরনের নরম ও নিরাপদ জেল পদার্থ দিয়ে তৈরি

২১ অক্টোবর ২০২৫