রিমার্কের বিশ্বমানের অথেনটিক পণ্য উৎপাদনে সন্তোষ প্রকাশ ভোক্তা অধিকারের ডিজির

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ভোক্তার জন্য সর্বোৎকৃষ্ট মানের কসমেটিকস, স্কিন কেয়ার ও হোম কেয়ার পণ্য উৎপাদন প্রক্রিয়া সরাসরি দেখলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

শনিবার (১৭ মে ২০২৫) ভোক্তা অধিকার মহাপরিচালক মুন্সিগঞ্জের গজারিয়ায় রিমার্ক এইচবি লিমিটেডের বিশ্বমানের সর্বাধুনিক ফ্যাক্টরি ঘুরে দেখেন।

দেশে উৎপাদিত বিশ্ব সেরা ব্র্যান্ডগুলোর মানসম্মত প্রসাধন সামগ্রী উৎপাদন, মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও সামগ্রীক ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি দেখে সন্তোষও প্রকাশ করেন ভোক্তা ডিজি।

এর আগে রিমার্ক এইচবির ফ্যাক্টরিতে পৌঁছুলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোক্তা অধিকার মহাপরিচালককে অভ্যর্থনা জানান। রিমার্কের চৌকষ নিরাপত্তারক্ষীরা তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় তার সঙ্গে ছিলেন সংস্থার কার্যক্রম ও গবেষণাগার বিভাগের পরিচালক (উপসচিব) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন।

অভ্যর্থনা শেষে রিমার্ক এইচবি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রিমার্কের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে ভোক্তা অধিকার মহাপরিচালককে ব্রিফ করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে উচ্চপ্রযুক্তি (হাইটেক) ব্যবহারের মধ্যে দিয়ে রিমার্কের আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ব সেরা ব্র্যান্ডগুলোর বিভিন্ন ধরনের প্রসাধন সামগ্রী উৎপাদন প্রক্রিয়া, সংরক্ষণ ও সামগ্রিক ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি সরেজমিন ঘুরে দেখেন এবং প্রশংসা করেন।

অথেনটিক পণ্য উৎপাদন, সংরক্ষণ ও মোড়কজাত প্রক্রিয়া দেখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা যাতে নকল ও ভেজাল পণ্য সহজে চিহ্নিত করতে পারেন সে বিষয়ে যৌথ পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন ভোক্তা মহাপরিচালক। এ বিষয়ে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক।

আলীম আখতার খান বলেন, ভোক্তার জন্য দেশে বিশ্বমানের যে পণ্য উৎপাদন হচ্ছে, সত্যিই এটি গর্ব করার মতো। তবে এটি স্বার্থক হবে যদি ভোক্তারা সচেতন হয়ে অথেনটিক পণ্য ব্যবহার করেন তবেই। এক্ষেত্রে পণ্যের দাম যেন নাগালে থাকে সেদিকেও লক্ষ্য রাখার আহ্বান জানান ভোক্তা মহাপরিচালক।

রিমার্ক এলএলসি ইউএসএ এর এফিলিয়েটেড রিমার্ক এইচবি’র ব্র্যান্ড নিওর, লিলি, ব্লেইজ ও স্কিন, হারল্যান, অরিক্স, টাইলক্স, সানবিট, একনল, সিওডিল ব্র্যান্ড ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

শিল্প নিয়ে আরও পড়ুন

বন্দর এলাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম চালু রয়েছে। ফলে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের যাত্রীদের নিয়মিত যাতায়াত অব্যাহত রয়েছে

৩ দিন আগে

সপ্তাহ ব্যবধানে ২ দশমিক ৩৬ শতাংশ আর মাস ব্যবধানে ৫ দশমিক ৮৭ শতাংশ বেড়ে প্রতি টন সূর্যমুখীর তেল বিক্রি হচ্ছে ৮২ ডলারে

৩ দিন আগে

আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম নিম্নমুখী হওয়ায় কমিশনের সুপারিশে প্রতি লিটার খোলা পামওয়েলের দাম ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে। এতে ভোক্তারা লিটারে ১৯ টাকা কমে পামওয়েল কিনতে পারবেন। তবে সয়াবিন তেল পূর্বের মতো লিটার ১৮৯ টাকা (বোতল) অপরিবর্তিত থাকবে

৭ দিন আগে

পরিসংখ্যান অনুসারে, বাংলাদেশ থেকে এই পণ্যগুলোর মাত্র ১ শতাংশের কাছাকাছি সমুদ্রপথে ভারতে রপ্তানি হয়। ফলে, স্থলপথে আমদানি বন্ধ হওয়ায় রপ্তানিকারকরা ব্যাপক সমস্যার মুখোমুখি হবেন বলে আশঙ্কা করা হচ্ছে

৭ দিন আগে