প্রথমবারের মতো চীনে যাচ্ছে ৫০ টন আম

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image

সরকার চীনের বাজারে প্রায় ৫০ মেট্রিক টন আম রফতানির পরিকল্পনা করছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ তার আম রফতানি বাজারের বৈচিত্র্য বাড়াতে চায় এবং চীনের মতো বড় বাজারে প্রবেশ করতে চায়। এমনটাই জানালেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

বুধবার (২১ মে) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

এসময় তিনি বলেন, দেশে প্রায় ২৭ লাখ টন আম উৎপাদন হয় এবং নির্দিষ্ট সময়ে এর মৌসুমে শেষ হয়ে যায়। সারাবিশ্বে বাংলাদেশের আমের চাহিদা রয়েছে। প্রধান উপদেষ্টার চীন সফরে আম রপ্তানির বিষয়ে অগ্রগতি হয়।

তিনি আরও জানান, চীনের বিভিন্ন প্রভিন্সের সঙ্গে আমাদের সরকারের আলোচনা চলছে, কীভাবে আম রপ্তানি আরও বাড়ানো যায়। এছাড়া অন্য দেশগুলোতেও কীভাবে আম রপ্তানি বাড়ানো যায় তা নিয়ে আমরা কাজ করব।

আমের পাশাপাশি চীনে কাঁঠাল রপ্তানি নিয়েও আমরা ভাবছি বলেও জানান তিনি

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

শিল্প নিয়ে আরও পড়ুন

২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম ৪ দফা কমেছে এবং ৭ দফা বৃদ্ধি পেয়েছে। এই দফা দাম অপরিবর্তিত থাকবে। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর দাম বাড়ানো হয়েছিল

১৮ দিন আগে

যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন প্রতিষ্ঠাতা পরিচালক মো. বেলাল হোসেন, যিনি দেশের একজন প্রখ্যাত উদ্যোক্তা

২১ দিন আগে

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সুরক্ষা, কৃষি, ব্যাংকিং, আর্থিক সেবা, জ্বালানি সহযোগিতা, শিক্ষা ও প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে

২৪ দিন আগে

বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো ইতিহাসে কখনো এর আগে এত বেশি সোনা কেনেনি। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে তারা মোট ৩ হাজার ২০০ টন সোনা কিনেছে। অনিশ্চয়তার কারণে চীন, রাশিয়া, ভারত, তুরস্ক, পোল্যান্ড ও কাজাখস্তানের মতো দেশগুলো এখন ডলারনির্ভর রিজার্ভ থেকে সরে গিয়ে সোনায় আস্থা রাখছে

২০ অক্টোবর ২০২৫