৪ লাখ টন চাল আমদানি করবে সরকার

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ফাইল ছবি

বাজার স্থিতিশীল রাখতে ৪ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বলেন, মজুদে কিছুটা ঘাটতি থাকায় এই চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক বৈঠকের পর এ কথা জানান তিনি।

অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

চলতি বছরের আগস্ট মাস থেকে খাদ্যবান্ধব কর্মসূচি চালু হবে জানিয়ে খাদ্য উপদেষ্টা বলেন, ‘এ বছর ৫৫ লাখ পরিবার ৩০ টাকা কেজি দরে চাল পাবে ছয় মাস। গতবার পেয়েছে ৫০ লাখ পরিবার। নিম্নবিত্ত পরিবারের মাঝে আগস্ট থেকে নভেম্বর এবং ফেব্রুয়ারি ও মার্চে এই চাল বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।’

আলী ইমাম মজুমদার বলেন, ‘দেশে সাধারণত নভেম্বর পর্যন্ত হিসাব করলে ১৩.৫ টন চালের মজুদ থাকলে ঝুঁকিহীন। সেক্ষেত্রে কিছুটা ঘাটতি আছে, তাই ৪ লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।’

দেশে ধান, চাল, গমসহ খাদ্যের মজুদ সন্তোষজনক অবস্থায় আছে বলে জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘দেশে ধান, চাল, গমসহ খাদ্য মজুদ সন্তোষজনক। আর কি কি কেনা হবে তা নিয়ে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক বাজারে চালের দাম কমেছে, প্রয়োজনে কেনা হবে।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে প্রয়োজনীয় সব অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। বিদ্যুৎকেন্দ্র সংক্রান্ত দেশি–বিদেশি সব চুক্তি পুনর্বিবেচনায় আইনি সহায়তার বিষয়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিশ্ববাণিজ্য নিয়ে আরও পড়ুন

২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম ৪ দফা কমেছে এবং ৭ দফা বৃদ্ধি পেয়েছে। এই দফা দাম অপরিবর্তিত থাকবে। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর দাম বাড়ানো হয়েছিল

১৮ দিন আগে

যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন প্রতিষ্ঠাতা পরিচালক মো. বেলাল হোসেন, যিনি দেশের একজন প্রখ্যাত উদ্যোক্তা

২১ দিন আগে

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সুরক্ষা, কৃষি, ব্যাংকিং, আর্থিক সেবা, জ্বালানি সহযোগিতা, শিক্ষা ও প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে

২৪ দিন আগে

বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো ইতিহাসে কখনো এর আগে এত বেশি সোনা কেনেনি। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে তারা মোট ৩ হাজার ২০০ টন সোনা কিনেছে। অনিশ্চয়তার কারণে চীন, রাশিয়া, ভারত, তুরস্ক, পোল্যান্ড ও কাজাখস্তানের মতো দেশগুলো এখন ডলারনির্ভর রিজার্ভ থেকে সরে গিয়ে সোনায় আস্থা রাখছে

২০ অক্টোবর ২০২৫