ইন্দোনেশিয়ায় বিক্ষোভ অব্যাহত, প্রেসিডেন্টের চীন সফর বাতিল

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো তার পূর্বনির্ধারিত চীন সফর বাতিল করেছেন।দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়া এবং একাধিক আঞ্চলিক সংসদ ভবনে অগ্নিসংযোগের ঘটনার পর প্রেসিডেন্ট সিদ্ধান্তটি নেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উপলক্ষে চীনে আয়োজিত কুচকাওয়াজে অংশ নেওয়ার কথা ছিল প্রেসিডেন্ট প্রাবোওর। কিন্তু দেশের চলমান অস্থির পরিস্থিতির কারণে সফরটি বাতিল করা হয়েছে বলে জানানো হয়।

শনিবার (৩০ আগস্ট) এক ভিডিও বার্তায় প্রেসিডেন্টের মুখপাত্র প্রাসেত্যো হাদি বলেন, প্রেসিডেন্ট সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সেরা সমাধান বের করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণেই তিনি চীন সফরে যাচ্ছেন না এবং সে দেশের সরকারের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

তিনি আরও জানান, সফর বাতিলের আরেকটি কারণ হলো আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন, যেখানে প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রায় এক বছর আগে দায়িত্ব নেওয়া প্রাবোও সরকারের জন্য এটি সবচেয়ে বড় রাজনৈতিক সংকট হিসেবে দেখা দিচ্ছে।

শনিবার স্থানীয় গণমাধ্যম জানায়, বিক্ষোভকারীরা তিনটি প্রদেশের আঞ্চলিক সংসদ ভবনে আগুন দিয়েছে। এর মধ্যে দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে সংঘটিত এক অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

এ দিকে অনলাইনে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার অভিযোগে চীনের বাইটড্যান্স মালিকানাধীন টিকটক ইন্দোনেশিয়ায় তাদের লাইভ ফিচার সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

এশিয়া নিয়ে আরও পড়ুন

ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে একজন সেনা আত্মহত্যা করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে দেশটিতে মোট ৬১ জন সেনা আত্মহত্যা করেছেন।

১ দিন আগে

দুবাইতে ‘এন্ডিউরেন্স’মোটর রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। অভিক আনোয়ারের সঙ্গে আরও তিনজন ক্রু (পিট ক্রু) ছিলেন এবং গাড়িতে ড্রাইভার হিসেবে অভিক আনোয়ার একাই ছিলেন। অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে অভিক আনোয়ার ও তাঁর দল গালফ প্রো চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেন।

৪ দিন আগে

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পর ওড়িশা রাজ্যে নতুন করে ৩৫ জন বাংলাদেশি অভিবাসী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

৪ দিন আগে

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী এখনও আটক হয়নি।

৫ দিন আগে