রিয়াদে শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১১: ০০
Thumbnail image
ছবি: প্রতিনিধি

সৌদি আরব রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখার উদ্যোগে জাঁকজমক পূর্ণভাবে স্কুল ক্যাম্পাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ।

স্কুলের শিক্ষার্থী আফনান সুষমা ও মরিয়ম বিনতে সাহাবুদ্দিন এর যৌথ সঞ্চালনায় রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল অ্যান্ড কলেজের বিওডি চেয়ারম্যান মোহাম্মদ শোয়াইব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও কাউন্সেলর ব্যারিস্টার মোশারফ হোসেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রকিবুল আলম ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিসেস মোশারফ হোসেন, স্কুলের সিগনেটারি আমিনুল হুদা, উপাধ্যক্ষ মুহাম্মদ দিলওয়ার হুসাইন, মোঃ কাওছার আহমেদ।

প্রধান অতিথি ব্যারিস্টার মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন ৬০০০ মাইল দূরে ২৪ জুলাই গণঅভ্যুত্থানকে সমর্থন জানিয়ে সৌদি আরবের প্রবাসের মাটিতে সেদিন রাস্তায় নেমেছিল রেমিট্যান্স যোদ্ধারা, শিক্ষার্থীরা যা অকল্পনীয়। একটি দেশের পরিবর্তনের জন্য প্রতিটি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার অবদান রয়েছে। রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখায় ছোট ছোট শিশুদের চিত্র অংকনের মধ্য দিয়েও তা ফুটে উঠেছে আবারো, শুধু তাই নয় প্রবাসের মাটিতে ২০২৪ সালের যে প্রেক্ষাপট ছিল সেটি নাটিকার মাধ্যমে তারা উপস্থাপন করেছেন, এটি সবচেয়ে আনন্দের বিষয়, তারা দেশকে কতটা ফিল করে এটাও তারা প্রমাণ করেছেন । আমি রিয়াদ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ,সাংবাদিক সহ সকলের উপস্থিতিতে এত সুন্দর আয়োজন সফল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল অ্যান্ড কলেজের যেকোনো কাজে দূতাবাসের সহযোগিতা থাকবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন। প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি রক্ষার্থে সবাইকে ভালো কাজের মাধ্যমে এগিয়ে যেতে হবে, সৌদি সরকারের আইন মেনে সবাইকে চলার আহ্বান জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে স্কুল ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান , কবিতা,নাটিকা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সবশেষে সকল বীর শহিদ সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

এশিয়া নিয়ে আরও পড়ুন

এ ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক জড়িত ছিল না। গ্রেফতার হওয়া ৬৭ জন ব্যক্তির মধ্যে কেউ-ই বাংলাদেশি নন, এমনকি মৃত বা আহতদের মধ্যেও কোনো বাংলাদেশি ছিল না

৮ মিনিট আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে চাইলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে হবে।

৩ ঘণ্টা আগে

ভুক্তভোগীদের বয়স ১৯ থেকে ৬১ বছরের মধ্যে। তাদের মধ্যে নয়জন পুরুষ এবং তিনজন নারী। নিহত তিনজন পুরুষের বয়স ছিল ১৯, ২৭ ও ৩৫ বছর। ঘটনাস্থলেই মারা যান ১৯ বছরের তরুণ, আর বাকি দুজন হাসপাতালে মৃত্যুবরণ করেন

৪ ঘণ্টা আগে

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বুনের জেলা সেখানে এখনও কমপক্ষে ২০৯ জন নিখোঁজ রয়েছেন, তবে আশঙ্কা করা হচ্ছে যে সংখ্যাটি আরো বাড়তে পারে। বুনেরের ডেপুটি কমিশনার অফিসের মুখপাত্র জাহাঙ্গীর খান বলেছেন, উদ্ধারকারী দল আটটি অজ্ঞাত মৃতদেহ দাফন করেছে। তাদের পরিবারের কোনো সদস্যকে জীবিত পাওয়া যায়নি

৬ ঘণ্টা আগে