সীমান্তে টানা অষ্টম দিনের মতো ভারত–পাকিস্তানের গোলাগুলি

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ মে) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আজ শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার রাতে নিয়ন্ত্রণরেখা বরাবর বিনা উসকানিতে গুলিবর্ষণ করে পাকিস্তান সেনাবাহিনী। জবাব দিয়েছেন ভারতীয় সেনারাও।

এনডিটিভি লিখেছে, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, নওশেরা এবং আখনুর এলাকার বিপরীত পোস্ট থেকে ছোট অস্ত্রের মাধ্যমে গুলি চালানো হয়। ভারতীয় সেনাবাহিনী সীমান্তে গুলিবর্ষণের জবাব দেয়।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার পর প্রতিবেশী দু দেশের মধ্যে তীব্র উত্তেজনা এবং পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ওই হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন।

প্রতিবেদন বলছে, ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার কয়েক ঘণ্টা পর ২৪ এপ্রিল রাত থেকে পাকিস্তানি সেনারা জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন স্থানে বিনা উসকানিতে গুলিবর্ষণ শুরু করে। গত মঙ্গলবার ইসলামাবাদ জম্মু জেলার আন্তর্জাতিক সীমান্ত বরাবর পারগওয়াল সেক্টর পর্যন্ত গুলি ছোড়ার সীমা বাড়ায়।

একই দিনে ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) হটলাইনে কথা বলেন। ডিজিএমওর আলোচনার সাথে পরিচিত ব্যক্তিরা পিটিআইকে জানিয়েছেন, বিনা উসকানিতে গুলি চালানোর বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, পেহেলগাম হামলার একদিন পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয়। যার মধ্যে রয়েছে সিন্ধু জল চুক্তি স্থগিত করা, আট্টারিতে একমাত্র স্থল সীমান্ত ক্রসিং বন্ধ করা এবং আক্রমণের সাথে সীমান্তের আন্তঃসীমান্ত সংযোগের কারণে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করা।

প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতীয় বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং তৃতীয় দেশগুলোর মাধ্যমে ভারতের সাথে সমস্ত বাণিজ্য স্থগিত করেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

এশিয়া নিয়ে আরও পড়ুন

রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিন বছরের বেশি সময়ের মধ্যে প্রথম সফরে সোমবার (১৮ আগস্ট) ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান তিনি।

৫ ঘণ্টা আগে

ওয়াশিংটনে এ বৈঠকে যোগ দেওয়ার কথা জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের। বৈঠকে ইউক্রেনের অবস্থানকে শক্তিশালী করতেই উপস্থিত থাকবেন তারা।

১১ ঘণ্টা আগে

এ ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক জড়িত ছিল না। গ্রেফতার হওয়া ৬৭ জন ব্যক্তির মধ্যে কেউ-ই বাংলাদেশি নন, এমনকি মৃত বা আহতদের মধ্যেও কোনো বাংলাদেশি ছিল না

১১ ঘণ্টা আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে চাইলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে হবে।

১৪ ঘণ্টা আগে