আফগানিস্তানে শক্তিশালি ভূমিকম্প: নিহত ৭ , আহত ১৫০

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে আঘাত হানা ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১৫০ জন। দেশটির স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৩ নভেম্বর) রাত ১২টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ পর্বতমালা সংলগ্ন মাজার-ই-শরিফ শহরের কাছাকাছি খোলম এলাকায়, যা ভূগর্ভের প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরে অবস্থিত।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস ভূমিকম্পটির মাত্রা সামান্য বেশি—৬ দশমিক ৪ বলে উল্লেখ করেছে। রাজধানী কাবুল থেকেও কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি’র স্থানীয় সংবাদদাতারা। তারা জানিয়েছেন, ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন।

দেশটির স্বাস্থ্য অধিদফতর জানায়, আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ভূমিকম্পে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গ্রামীণ এলাকায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান শুরু করেছে। আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, “উত্তরাঞ্চলের পাহাড়ি অঞ্চলে প্রবল ঠান্ডা ও দুর্গম ভূপ্রকৃতির কারণে উদ্ধার কার্যক্রমে চ্যালেঞ্জের মুখে পড়েছি।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

এশিয়া নিয়ে আরও পড়ুন

ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে একজন সেনা আত্মহত্যা করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে দেশটিতে মোট ৬১ জন সেনা আত্মহত্যা করেছেন।

১৬ ঘণ্টা আগে

দুবাইতে ‘এন্ডিউরেন্স’মোটর রেসিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মোটর রেসার অভিক আনোয়ার। অভিক আনোয়ারের সঙ্গে আরও তিনজন ক্রু (পিট ক্রু) ছিলেন এবং গাড়িতে ড্রাইভার হিসেবে অভিক আনোয়ার একাই ছিলেন। অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে অভিক আনোয়ার ও তাঁর দল গালফ প্রো চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অর্জন করেন।

৩ দিন আগে

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পর ওড়িশা রাজ্যে নতুন করে ৩৫ জন বাংলাদেশি অভিবাসী ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। ভারতীয় দৈনিক দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

৪ দিন আগে

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী এখনও আটক হয়নি।

৫ দিন আগে