ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে থাই প্রধানমন্ত্রী বরখাস্ত

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৪: ৩৬
Thumbnail image
ছবি: সংগৃহীত

কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফাঁস হওয়া একটি ফোনালাপকে কেন্দ্র করে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার দেশটির সাংবিধানিক আদালত সাময়িকভাবে তাকে বরখাস্তের আদেশ দেয়। খবর সিএনএনের।

ফাঁস হওয়া ওই ফোনালাপে পেতংতার্ন হুন সেনকে ‘চাচা’ সম্বোধন করে একজন থাই সামরিক কমান্ডারের সমালোচনা করেন। এই ক্লিপটি জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। পরে তার বরখাস্তের জন্য আদালতে একটি আবেদন করা হয়। আদালত সেই আবেদনের প্রেক্ষিতে পেতংতার্নকে বরখাস্ত করা হয়।

এই ঘটনার ফলে পেতংতার্ন শক্তিশালী শিনাওয়াত্রা পরিবারের তৃতীয় রাজনীতিবিদ হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা হারালেন। গত দুই দশক ধরে এই পরিবার থাই রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা পালন করে আসছে।

এর দুই সপ্তাহ আগে একটি গুরুত্বপূর্ণ রক্ষণশীল মিত্র ক্ষমতা ত্যাগ করায় পেতংতার্নের ক্ষমতাসীন জোটের সংখ্যাগরিষ্ঠতা এমনিতেই কমে গিয়েছিল।

সাংবিধানিক আদালত ৭-২ ভোটে তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। আদালত তার বরখাস্তের মামলাটি পর্যালোচনা করছে ও পেতংতার্নকে আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে।

ইতোমধ্যে, উপ-প্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিট দেশের ভারপ্রাপ্ত নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

যদি পেতংতার্নকে অবশেষে বরখাস্ত করা হয়, তবে তিনি গত বছরের আগস্টের পর থেকে ফিউ থাই পার্টির দ্বিতীয় প্রধানমন্ত্রী হবেন যাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হলো। এর আগে, তার পূর্বসূরি স্রেথা থাভিসিনকে তার মন্ত্রিসভায় একজন সাবেক আইনজীবীকে নিয়োগের জন্য বরখাস্ত করা হয়েছিল, যিনি একবার জেল খেটেছিলেন। এর কয়েকদিন পরেই পেতংতার্ন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ৩৮ বছর বয়সী পায়েতংটার্ন থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ নেত্রী ও তার খালা (মায়ের বোন) ইংলাক সিনাওয়াত্রার পর দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন।

পেতংতার্ন ফাঁস হওয়া ফোনালাপে যা বলেছিলেন তার জন্য ক্ষমা চেয়েছেন। সাম্প্রতিক সীমান্ত বিরোধের জন্য এটিকে তিনি ‘আলোচনার কৌশল’ হিসেবে বর্ণনা করেছেন। তবে রক্ষণশীল আইনপ্রণেতারা তাকে কম্বোডিয়ার কাছে মাথানত করা ও থাইল্যান্ডের সামরিক বাহিনীকে দুর্বল করার অভিযোগ এনেছেন।

আদালতের এই সিদ্ধান্তটি এমন এক দিনেই এলো যখন পেতংতার্নের বাবা থাকসিন সিনাওয়াত্রা নিজের রাজনৈতিক সমস্যা নিয়ে লড়াই করছেন। থাকসিন নয় বছর আগে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্রে দেওয়া এক সাক্ষাৎকারে রাজতন্ত্রকে অবমাননার অভিযোগের বিরুদ্ধে লড়াই করছেন। মঙ্গলবার (১ জুলাই) তার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

বিতর্কিত এই রাজনৈতিক নেতা ১৫ বছর নির্বাসনের পর ২০২৩ সালে থাইল্যান্ডে ফিরে আসেন। তিনি দেশের কুখ্যাত ‘লেসে ম্যাজেস্টে’ (রাজতন্ত্রের অবমাননা) আইনের অধীনে অভিযোগের মুখোমুখি হওয়া সবচেয়ে হাই প্রোফাইল ব্যক্তিত্ব।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

এশিয়া নিয়ে আরও পড়ুন

রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিন বছরের বেশি সময়ের মধ্যে প্রথম সফরে সোমবার (১৮ আগস্ট) ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান তিনি।

৫ ঘণ্টা আগে

ওয়াশিংটনে এ বৈঠকে যোগ দেওয়ার কথা জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের। বৈঠকে ইউক্রেনের অবস্থানকে শক্তিশালী করতেই উপস্থিত থাকবেন তারা।

১১ ঘণ্টা আগে

এ ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক জড়িত ছিল না। গ্রেফতার হওয়া ৬৭ জন ব্যক্তির মধ্যে কেউ-ই বাংলাদেশি নন, এমনকি মৃত বা আহতদের মধ্যেও কোনো বাংলাদেশি ছিল না

১১ ঘণ্টা আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে চাইলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে হবে।

১৪ ঘণ্টা আগে